নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভাব

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

ভাব নেওয়ার মতো কিছু নেই আমার,
.
ভাব নিতে হলে নেওয়ার মতো কিছু না থাকলেও কমপক্ষে একটা সুন্দরী প্রেমিকা থাকতে হয়!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে আমার স্বপ্ন ছিলো জীবনে একদিন রোল এক থেকে দশের মধ্যে করবো, দশটা বছর কেটে যাওয়ার পরও তা সম্ভব হয়নি!
.
এরপরে কলেজের কথা কি বলবো! তৎকালীন কলেজ ফাস্ট ইয়ারের ছোট ভাই পালসার হোন্ডা নিয়ে আমার সাইকেলের পাশ দিয়ে সেইই ভাব নিয়ে চালিয়ে মেয়েদের হৃদয়ে হিরো হয়ে ছিলো!
.
অতপর বিশ্ববিদ্যালয়! সাপ্লি টাপ্লি মিলে কোন রকমে ইয়া নফসি! ইয়া নফসি! করে পার করিয়ে দেওয়া একটি গল্পের নাম!
.
তবুও আমরা মাঝে মাঝে ভাব নিতাম,
.
রোজ ডার্বি খাওয়া বন্ধুটি হঠাৎ আধ খাওয়া বেনসন পেয়ে যে টান দিয়েছিলো সেই লুক্ দেখার মতো ছিলো!
.
চুলে সরিষার তৈল চুপচুপ করে দিয়ে বেক্ ব্রাশ করা ছেলেটি রাস্তা দিয়ে হাঁটার সময় কাঁধ বাঁকা হয়ে যে লুকটি দিয়েছিলো তা ও দেখার মতো ছিলো!
.
দেখার মতো ছিলো প্রিয় বন্ধুর প্রথম কোন মেয়ে থেকে 'আই লাভ ইয়ু' শুনার পর সেইই কিউট ভাব মাখা অনুভূতিগুলো,
.
ছোট বেলায় বাংলা দ্বিতীয়তে পড়েছিলাম, মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে!
.
সন্দ্বীপে হঠাৎ বেড়াতে আসা এলিয়েনরা যখন দশটা শব্দে চারটা ইংলিশ মিশিয়ে বাংলিশ বলে সহজ সরল মাটির মানুষদের সাথে ভাব নিতো তখন ওরাও হা করে শুনে সব বাংলিশ বুইজ্জা লাইছে এমন ভাব নিয়ে সেইই মজা নিতো,
.
ভাবটা এমন,
.
স্বামী স্ত্রীর গালে চড় মেরে বলছে, তোমাকে ভালবাসি বলে চড় মেরেছি! যে ভালবাসে সে শাসনও করে তখন স্ত্রী কষিয়ে স্বামীর দুই গালে দুটি চড় মেরে বলছে, 'ওগো! তুমি কি মনে করে আমি তোমাকে ভালবাসি না? অনেক বেশী ভালবাসি'
.
পেঁয়াজের দাম বেড়ে গেলেও তা কিনে আসার সময়ও ভাব আসে,
.
দামের সাথে ভাবের এক অদ্ভুত সম্পর্ক আছে,
.
অর্থনীতিতে চাহিদার একটি সূত্র আছে, দাম বেড়ে গেলে চাহিদা কমে যায়! দাম কমে গেলে চাহিদা বেড়ে যায়!
.
ভাবেরও একটি সূত্র আছে, 'দাম বেড়ে গেলে ভাব বেড়ে যায়' 'দাম কমে গেলে ভাব কমে যায়'
.
অর্থনীতিতে যোগানেরও একটি সূত্র আছে, 'দাম বেড়ে গেলে ভাবের যোগানও বেড়ে যায়'
.
কিন্তু যোগান বেড়ে গেলে আবার দাম কমে যায়!
.
বুঝতে হবে....!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

কলাবাগান১ বলেছেন: আগুন জ্বালাতে আরেকটা আগুন লাগে...বাই কলাবাগান...ভাব সম্প্রসারন করুন

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

তারেক ফাহিম বলেছেন: ব্লগটি পড়তেও ভাব নিয়ে পড়লাম।

ভাবটি কার সাথে নিয়েছি তা জানতে চাইবেন না।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

নাহিদ০৯ বলেছেন: প্রথমে ভাবলাম একটু ভাব নেই, কমেন্ট ই করবো না। পরে মনে হলো ভাব নিয়েই কমেন্ট করি। ভাব ও নেওয়া হলো, কমেন্ট ও করা হলো। অনেক সুন্দর লিখেছেন।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: বাহ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.