নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কাপলদের দখলে বাংলাদেশ

০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:০৮

উনিশ শতকের সবচেয়ে প্রভাববিস্তারকারী রোমান্টিক লেখক ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ্,মানবাধিকার কর্মী ভিক্টোর হুগো বলেছিলেন, 'আপনার শত্রু আছে? যদি থাকে তাহলে খুব ভালো তার অর্থ আপনি আপনার জীবনের লক্ষ্য বাস্তবায়নে সচেতন হবেন'
.
তিনি আরো বলেছিলেন, 'জীবন অনেক ছোট, হেলায় সময় নষ্ট করে সেই জীবনকে আমরা আরো ছোট করে ফেলি'
.
সুতরাং ছোট্ট জীবনে শত্রু শত্রু খেলে লাভ নেই বরং লস্ প্রজেক্ট,
.
জীবনের লক্ষ্য যদি আপনার অনেক বড় কিছু হয় তাহলে কে আপনার সমালোচনা করছে, অপবাদ দিচ্ছে, শত্রুতা করছে এসব ছোট বিষয় নিয়ে ভাবারও সময় হবে না,
.
চট্টগ্রাম জিইসি থেকে একটু সামনে দুই নং গেইট যাওয়ার পথে প্রায় সময় ময়লার আবর্জনাপূর্ণ দুর্গন্ধময় একটি গাড়ি সামনে পড়ে, ধরে নিলাম সেটি শক্রুর গাড়ি, বুদ্ধিমানের কাজ হলো সেই গাড়ীর সাথে ধাক্কাধাক্কি কিংবা লেগে না থেকে সাইড দিয়ে কেটে বের হয় যাওয়া!
.
জীবন যদি ফুল হয় তাহলে ভালবাসা হলো সেই ফুলের মধুর মতো,
.
পৃথিবী ভালবাসা দিয়ে জয় করতে হয়!
.
কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট আবিষ্কার করার পর পৃথিবীতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছিলো কারণ এসব রোবটের আইকিউ আমাদের আইকিউ থেকে অনেক শক্তিশালী হবে,
.
কিন্তু তবুও মানুষ তাদের নিয়ন্ত্রণ করবে,
.
কারণ মানুষের আছে এলকিউ (কিউ অব লাভ) যা মেশিনের নেই!
.
কিউ অব লাভ ইজ দি মাদার অব আইকিউ,
.
ভালবাসা, আবেগ, ইমোশন, কল্পনা থেকে পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়!!!
.
আর 'অধ্যবসায় হলো ট্রাম্প কার্ড'
.
শত্রুতা থেকে কেবলি শত্রু শত্রু ভাব সৃষ্টি হয়,
.
সমস্যা হলো ভালবাসা বলতে আমরা কেবলি প্রেম পিরীতি বুঝি! মস্তিষ্কে ফুটে উঠে একটি ছেলে একটি মেয়ে পার্কে বসে বাদাম খাচ্ছে, হেলছে, দুলছে, খেলছে,
.
বাংলাদেশের কপোত কপোতিদের আলাদা ক্ষমতা আছে তারা যে কোন দিবসকে ভালবাসা দিবসে পরিণত করতে পারে!
.
শুধু তা না,
.
আমাদের কপোত কপোতিরা পার্কের চিপা থেকে শুরু করে গাছের ছায়া, গলি, রেল লাইন কিংবা বাসের কোণা সব কিছুকে বাসর ঘরও বানিয়ে ফেলতে পারে!
.
বিলিভি ইট আর নট, 'পৃথিবীর বুকে আমারা ই সবচেয়ে রোমান্টিক জাতি যারা স্থান কাল পাত্রের তোয়াক্কা করি না'
.
সেদিন অফিস থেকে এসে সন্ধ্যার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে একটু দৌড়াতে গিয়ে অন্ধকারে দুইটা কাপলের সাথে উষ্টা খেলাম!
.
পুরো বাংলাদেশ এখন কাপলদের দখলে!
.
আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দল নির্বাচনে না গেলে 'বাংলাদেশ কাপল দল' নামক কোন দল নিবন্ধিত করে তিনশ আসনে প্রার্থী দিলে হয়তো নির্বাচনের ফলও পাল্টে যেতে পারে!
.
মাননীয় এরশাদ কাক্কুর উপদেশের অপেক্ষায় আছি............!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: নির্বাচনের ফল পালটে যাওয়ার সম্ভাবনা আছে।

০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:২৯

আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক

২| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:১২

আইশা কবির বলেছেন: উষ্ঠায় কে ব্যথা পেয়েছিল আপনি নাকি কাপল?

৩| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: কাপল রা রাজনীতি পারবে না।

৪| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৮

বালু চর বলেছেন: চমৎকার চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.