নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নোনা জলের গল্প

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৭

মানুষের ব্রেইনের একটি অংশ হলো নিওকোরট্যাক্স যার কাজ হলো যৌক্তিক এবং বাস্তবিক বিষয়গুলো বিবেচনায় এনে মস্তিষ্কে লিপিবদ্ধ করা,
.
মানুষের ব্রেইনের আরেকটি অংশ হলো লিম্বিক যার কাজ হলো অনুভূতি, বিশ্বাস, ভালবাসা, সততা ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় এনে মস্তিষ্কে লিপিবদ্ধ করা,
.
যখন একটি মেয়ে তার স্বামীকে বলে 'আগে জানলে তোমার মতো বদ মানুষকে জীবন গেলেও বিয়ে করতাম না' তা হলো নিওকোরট্যাক্সের কাজ,
.
পরক্ষণে মেয়েটি যখন ভাবে বদকে ভালবেসে এক সাথে সারা জীবন থাকার জন্য সে জীবন বাজী রাখতেও রাজী সেটা ব্রেইনের লিম্বিক অংশের কাজ,
.
লিম্বিক অংশ কাজ করে অবচেতন কিংবা অগোচরে তৈরী হয় ছোট ছোট অনুভূতি বিশ্বাস ভালবাসাকে কেন্দ্র করে!
.
কেউ যদি তাই আপনাকে জিজ্ঞেস করে, কেনো প্রিয় মানুষকে এতো ভালবাসেন তার উত্তর আপনি দিতে পারবেন না! মাথা চুলকাবেন! আনমনা হয়ে ভাববেন!
.
'লিম্বিক' অংশ 'নিওকোরট্যাক্সে'র মতো যুক্তি বুঝে না তবুও দিন শেষে সে জয়ী হয় বদ মানুষটির সাথে সারাজীবন থাকার অনুপ্রেরণা দিয়ে!
.
হালার পো হালারা সারাদিন পেইন পোক এবং বাঁশ দেওয়ার পরও হয়তো তাই হয়তো দিনশেষে তারাই সেরা বন্ধু!
.
জীবন মন আপনি আমি যা ভাবি তারচেয়ে জটিলতর বিষয়!
.
কেউ কেউ হুদাই দিলে সিলগালা হয়ে যায় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সন্দ্বীপ নামক কিছু শব্দ লেখায়,
.
বাস্তবতায় ফাঁসি হয়ে যাওয়ার পরও কেউ কেউ স্মৃতি হয়ে ভালো লাগায় বেঁচে থাকে!!!
.
কুত্তা বেয়াদব বদমাইশ ইডিয়ট্ রাস্কেল টাস্কেল টাইপ কেউ হঠাৎ স্মৃতির মণিরত্ন হয়ে চোখের কোণা ভিজিয়ে দিয়ে চলে যায়! কিচ্ছু করার থাকেনা!
.
জীবন যদি পেন্সিলে আঁকা কোন চিত্র হতো তাহলে অনেকে নতুন করে মুচে নতুন চিত্র আঁকতো! কিন্তু সময় পেরিয়ে গেলে জীবনের জল রং শুকিয়ে যায়! সে আজ কেবলি এক ছবি!
.
জীবন মোনালিসা চিত্রকর্মের মতো চোখের দিকে তাকালে সে মিটিমিটি হাসে আর ঠোঁটের দিকে তাকালে সেই মেয়েটি মন খারাপ করে থাকে! জীবন লিপ কিসের চেয়ে বেশী কিছু চোখে তাকিয়ে অনুভব করতে হয়!
.
গানের মতো, চোখ যে মনের কথা বলে চোখে চোখ রাখা শুধু নয় চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মত চোখ থাকা চাই!
.
আমাদের ছোটকালে প্রেমিক প্রেমিকারা চোখে চোখ রেখে একদৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকতো!
.
বেপারটা এমন,
চোখে চোখে চোখ পড়েছে কি বলবো মুখে, কে তোমায় সাজিয়েছে এত অপরূপে!
.
আর,
.
বড় কালের কপোত কপোতিরা এত লজ্জাবতী যে চোখ চোখের নিচের দিকে রেখে প্রেম করে!
.
চোখে চোখ রেখে 'আমি তোমাকে ভালবাসি' বলতে সৎ সাহস লাগে! খেলে দেওয়ার নিয়ত মাথায় থাকলে নিশ্চিত ধরা খেয়ে যাবেন!
.
গুরু হুমায়ুন আহমেদ বলেছিলেন,'সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে।'

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.