নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

লটারী! লটারী! লটারী!

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০০

শুধু লটারির শেষ সংখ্যাটা মিললে আজ আমি লক্ষ লক্ষ টাকার মালিক থাকতাম!
.
সুন্দরী মেয়ে লটারী পেয়েছে কিন্তু কতৃপক্ষ সেই সংবাদ তাকে জানালো না যদি সে খুশিতে হার্ট অ্যাটাক করে! তাই সবচেয়ে চৌকস্ লটারি বিক্রেতাকে পাঠালো মেয়েটিকে মানসিকভাবে স্ট্রং করানো জন্য! লটারী বিক্রতা মেয়েটিকে বললো ধরেন লটারীতে আপনি চল্লিশ লাখ টাকা পেয়ে গেছেন তাহলে আপনি কি করবেন?
.
সুন্দরী মেয়ে ইয়ার্কির সুরে বললো আপনাকে বিয়ে করে তেত্রিশ লাখ টাকা দিয়ে দিবো তা শুনে বিক্রেতা নিজেই হার্ট অ্যাটাক করলো!
.
কৌতুকটি আমার ভাল লেগেছে মূল কারণ একবার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে থাকতে দশ লক্ষ টাকা পুরস্কার দিবে শুনে দশ টাকা দিয়ে একটি লটারী কিনেছিলাম! একে একে দশ সংখ্যার মধ্যে সাত সংখ্যা মিললো!
.
টান টান উত্তেজনা! হৃদস্পন্দন বেড়ে হার্ট ফেইলরের পথে!
.
একটু বিরতি দিয়ে দুই নম্বর সেরে আসার পর দেখি নয় পর্যন্ত সংখ্যা মিলে গেছে!
.
উত্তেজনায় চোখ মুখ অন্ধকার হয়ে আসছে! খুশি আর নিতে পারছি না! মাথা টলমল করে উঠছে! এহেন অবস্থায় মিটিমিটি চোখে দেখলাম শেষ সংখ্যা মিলেনি!
.
ধুত্তরি শালা বলে প্রাণ ফিরে পেলাম!
.
আমেরিকা প্রতি বছর পুরো বিশ্ব থেকে ডিবি লটারীর মাধ্যমে ৫৫০০০ লোক নিতো,
.
এবার নিজেকে লটারী বানিয়ে আবেদন করেছিলাম
.
কল্পনায় লটারী পেয়ে গেছি! ছেঁড়া শার্ট প্যান্ট পড়ে বিমানে উঠলাম আর নামার পর অবস্থা পরিবর্তন হয়ে গেলো!
.
তখন তো আর ইন্টারনেট ছিলো না এতোকিছু জানতাম না!
.
পরক্ষণে সুন্দরী কমলার জুস নিয়ে আসলো! বিকিনি পড়া তিন চার জন ওয়েলকাম টু আমেরিকা বলে ঘিরে ধরলো! সুইট বয় কাম অন বেবী বলে একজন কপালের ঘাম মুচে দিতে লাগলো! ব্লা ব্লা!
.
খুশিতে মরি মরি এমন অবস্থায় পূর্বের ন্যায় লটারীর শেষ সংখ্যা মনে হয় মিলেনি!
.
স্থায়ী ঠিকানা হয়ে গেলো শোভাকলোণী, উত্তর ক্যম্পাস, চবি, বাংলাদেশ!
.
বাংলা সিনেমায় জসিম একমাত্র নায়ক যে সর্বাধিক লটারী বিজয়ী হিসেবে গিনেজ রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে!
.
এক লোক নিয়মিত লটারী কিনতো সেদিন দেখলাম সে এগুলো দিয়ে তার বাচ্চাকে ক খ গ ঘ ঙ শিখাচ্ছে!
.
দীর্ঘ দিন ব্রেকাপের পর ভেবেছিলাম বেকার অবস্থায় কোন সুন্দরীকে সারপ্রাইজ দিয়ে ফোন করে বলবো, 'হ্যালো এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন? লটারীটা আমি পেয়ে গেছি বেলা শুনছো! এখন আর কেউ আটকাতে পারবে না!...........!' কিন্তু সুন্দরীর নাম্বারের শেষ সংখ্যাটি ভুলে গেছিলাম!
.
সত্যি বলতে কি, জীবনের প্রতিটি দিন এক একটি লটারী, আপনি জানেন না কাল আপনার জন্য কি ভাগ্য অপেক্ষা করছে! নিশ্চিত ভালো কিছু অপেক্ষা করছে এমন ভেবে পথ চলার নাম ই জীবন!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৭

কামরুননাহার কলি বলেছেন: জোকস করেন এখানে আবার সুন্দরী মেয়ে আসলো কেনো। মেয়েদের ছাড়া কি কিচ্ছু বলতে পারেন না। X(( X(( X((

২| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: একটি ছাড়া প্রায় প্রতিটি ভিডি লটারিতে নাম পাঠিয়েছিলাম কিন্তু ওরা আমার সাথে পূর্ব শক্রুতার কারণে একবারও আমাকে বিজয়ী করেনি । তবে, সন্দেহ হয় একবার মনে হয় আমার নামে ওরা ডিভি পাঠিয়েছিলো কিন্তু ফ্লাট বাড়ি হওয়ায় সে চিঠি পাশের ফ্লাটের অন্যে রিসিভ করে সে এখন আমেরিকায় । এটা শুধুই আমার অনুমান কারণ পরে খবর পেয়েছি সে ভুয়া বউ সাজিয়ে অন্যকে নিয়ে আমেরিকায় গিয়েছিলো । জীবনে অনেক লটারী, প্রাইজবন্ড কিনেছি কিন্তু মিলেনি । সবই মনে হয় অদৃশ্য কোন শক্রতার কারণে । শক্রুতা না থাকলে এতো দিনে, আক্কাস আলীর নয় আমার ছেলে মেয়ে আমেরিকায় জন্মে ইংরেজিতে আমাকে ড্যাডি ড্যাডি করতো আর আমি বছরে একবার দুই বার দেশে এসে ফুটানি মারতাম । খুব ভাল লিখেছেন । ধন্যবাদ

৩| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.