নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বন্দীশালা

০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬

আমি ছোট বেলা থেকে দেখে এসেছি 'লোকে কি বলবে' ভেবে সবাই আতঙ্কিত,
.
লোকে কি বলবে কথাটিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক বড় ভাই একটা ছোট খাট কৃষি ফার্ম করেছিলেন,
.
লোকে বলাবলি শুরু করে দিয়েছে! এ কি করলেন আইন বিভাগের ছাত্র! আইন পড়ে কৃষিকাজ!
.
'লোকে কি বলবে' এই কথাটিকে আমি বলি 'হালার পো হালা' কি বলবে এসব খেলার টাইম নাইকা,
.
আপনি যদি দেখেন আপনি সঠিক পথে আছেন তাহলে 'লোকে কি বলবে' কথাটির মাঝখানে মিডল ফিঙ্গারিং করে এগিয়ে যেতে থাকুন,
.
সমস্যা হলো সমাজের অধিকাংশ মানুষ নিজেদের মিডল ফিঙ্গারিং ছাড়া অন্যদের ফিঙ্গারিং করতে পারে না বলে তারা সর্বদা আতংকিত থাকে 'হালার পো হালারা কি বলবে' তা নিয়ে,
.
বর কনে দুই পক্ষ রাজী ছিলো কিন্তু তবুও কনের বাবা এলাকা ছেড়ে দূরে গিয়ে ভিক্ষা করতে নেমেছে তাকেও দুইশ মানুষ খাওয়াতে হবে নাহলে লোকে কি বলবে?
.
মনে রাখবেন আপনি যে কাজটি করুন না কেন এক পক্ষ বিরোধিতা করবেই করবে!
.
আপনার প্রিয় বন্ধুর বিয়ে হচ্ছে কয়েকজন নেচে গেয়ে উল্লাস করছে আপনি পারছেন না ভাবছেন লোকে কি বলবে! কি ভাববে!
.
আমি দেখেছি লোকে কি বলবে ভেবে আমার সন্দ্বীপের এক বন্ধু লজ্জায় এইচ.এস.সি সেকেন্ড টাইম পরীক্ষা দেয়নি!
.
জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত কামিনী রায়ের একটি কবিতা আমাদের পাঠ্য ছিলো যার শুরু, 'করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে - পাছে লোকে কিছু বলে।'
.
যার শেষ, 'বিধাতা দেছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মাণ; শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে।'
.
এক কথায় সফলতা হলো, 'লোকে বলে কলঙ্কিনী, কলঙ্ক আমার ভালো লাগে'
.
জীবন মূলা আর গাজরের মতো দেখার দৃষ্টিভঙ্গীর উপর নির্ভর করে! সাদা কালো টিভিতে গাজরকে মূলা ভাবলে সেটা আপনার সীমাবদ্ধতা তা দূর করার জন্য পড়ুন শুনুন জানুন সামর্থ্য থাকলে টিভি পাল্টান,
.
শুধু শুধু অযথা সমালোচনা করে নিজের মূল্যবান সময় নষ্ট করে 'পাছে লোক' ট্যাগ খাওয়ার কোন মানে হয় না!
.
পাছে লোকে কিছু বলে এই সংকোচ যদি আপনার মধ্যে কাজ করে আপনি চিরদিন ওদের জেলখানায় একজন বন্দীর মতো জীবন কাটাবেন,
.
বিখ্যাত ব্রিটিশ লেখক ভার্জিনিয়া উলফ্ বলেছিলেন, 'অন্য লোকের চোখে আমরা এক একজন বন্দী এবং তাদের চিন্তাগুলো আমাদের বন্দীশালা'
.
বের হতে হলে, লাথি মার ভাঙ্গবে তালা, অসাম শালা! অসাম শালা!
.
আপনি যদি আপনাকে নিয়ে অন্যের চিন্তাগুলো পাত্তা দেন তাহলে আপনি তাদের বন্দী শালীর একজন যাবত জীবন কারাদন্ড পাওয়া আসামী বৈকী কিছু না'
.
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস বলেছিলেন, 'আপনার জীবনের সময় সীমাবদ্ধ তা অন্যের জীবনে বসবাস করে অপচয় করবেন না'
.
সুতরাং নিজের প্রতি আস্থা বিশ্বাস এবং ভালবাসা রাখুন একদিন সময় যখন আপনার হবে তখন সমালোচকদের আপনার প্রশংসা না করে কোন উপায় থাকবে না!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৩

হাফিজ বিন শামসী বলেছেন: সঠিক বলেছেন, আপনি যে কাজই শুরু করুন তারপর থেকেই ছিল থাকবে তার বিপক্ষে কিছু লোক থাকবে বিপক্ষ লোকের কথা শুনে থমকে গেলে চলবে না আপনাকে আপনার বিশ্বাসের উপর দৃঢ় থাকতে হবে।

ধন্যবাদ, লেখায় ভালোলাগা রইল।

২| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো, প্রেরণাদায়ক পোস্ট। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.