নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নেতিয়ে যাওয়া মানসিকতা

০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪০

জীবন হলো সাইকেল চালানোর মতো,
.
প্রয়োজনে বামে ডানে উপরে নীচে যে দিকে তাকান না কেনো দিনশেষে সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হয়,
.
সামনের দিক ছাড়া বাকী দিকগুলোর দিকে বেশী তাকিয়ে থাকলে এক্সিডেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে!
.
ফরাসি দার্শনিক ভলতেয়ারের বলেছিলেন, ‘আমাদের বর্তমান হচ্ছে ভবিষ্যতের গর্ভাবস্থা।’
.
এখন ইচ্ছেটা আপনার, আপনি কি আপনার বর্তমানে অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাবেন না কেবলি পিছনের অতীত ভেবে ডানে বামে উপরে নিচে তাকিয়ে হায়! হুতাশ! করবেন,
.
চলো সবাই জীবনের আহবানে সামনে এগিয়ে যাই
.
আন্তর্জাতিক ৬১ টি লড়াইয়ে ৫৬ টি তে জয়ী ক্রীড়া জগতের একমাত্র হেভিওয়েট হিসেবে পরিচিত কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী বলেছিলেন, 'আজকের এই দাঁতে দাঁত চেপে রাখা কষ্ট একদিন তোমার জন্য নিশ্চিত ভালো কিছু বয়ে নিয়ে আসবে'
.
বিবিসি তাকে শতাব্দীর সেরার সেরা ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন,
.
তিনি বলেছিলেন, 'আমিই সেরা তখন থেকেই বলতাম যখন জানতামও না যে আমি সত্যিই সেরা!'
.
তারপর যখন একটু একটু সেরা হচ্ছেন তখন বলছিলেন, 'আমি সেরা নই, আমি দ্বিগুণ সেরা'
.
তারপর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তখন উক্তি করেছিলেন, ‘ক্যাসিয়াস ক্লে হচ্ছে দাসদের নাম। আমি এটা পছন্দ করি না এবং এটি ব্যবহার করতে চাই না। আমি মুহাম্মদ আলী। এটি একটি স্বাধীন নাম। এর অর্থ হচ্ছে ঈশ্বরের প্রিয়। আমি চাই লোকজন আমার সঙ্গে কথা বলার সময় এবং আমার সম্পর্কে কিছু বলার সময় এই নামটিই ব্যবহার করবে।’
.
এগুলো সামনে এগিয়ে যাওয়ার কিংবা সেরা হওয়ার পিছনের গল্প,
.
আপনি কখনো জীবনে সফল হতে পারবেন না যদি আপনি নিজেকে সেরা মানুষ ভাবতে না পারেন!
.
আমাদের সমস্যা আমরা বিদেশীদের দেখলে সেরা ভেবে সেলফি তুলতে দৌড়ে যায়,
.
কিন্তু যত ভাব কেবলি বাংলাদেশীদের সাথে,
.
কোন বিদেশী আপনার দিকে হা করে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে না!
.
আপনার সামনে আসলে থরথর করে কাঁপবে না বরং যতটুকু পারে ততটুকু দিয়ে সে 'তুম্মি ক্কি ভাল্লো আচ্ছো' টাইপ করে প্রশ্ন করবে,
.
সে আপনাকে 'হাই ফ্রেন্ডস' বলবে আপনি 'হ্যালো স্যার' বলে উত্তর দিতে বাধ্য থাকিবেন কারণ নাহলে আপনার বাঙ্গালী বস্ নাখোশ হতে পারে,
.
আমরা খেলার মাঠে নামার আগে হেরে যেতে শিখেছি,
.
ডাক্তারের কাছে ঔষুধের জন্য গেলে বলে, 'বি কনফিডেন্ট ম্যান'
.
চেতনা দাঁড়াবে কেমনে ভাই তার আগেতো আমাদের মানসিকতা নেতিয়ে গেছি!
.
আর কত?
.
ছোট বেলা থেকে তো শুনে আসছি, 'তোমার দ্বারা কিচ্ছু হবে না'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.