নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সৃজনশীল ভিক্ষুক

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৫

এক ভিক্ষুক দৈনিক পাঁচ গুণ বেশী আয় করে ছোট্ট একটি কৌশল অনুসরণ করে, সে তার চারপাশে পাঁচটি বাটির গায়ে বিভিন্ন ধর্মের নাম লিখে মাঝখানে একটা প্লে কার্ডে ঝুলিয়ে ঘুমাচ্ছে, 'দেখি কোন ধর্মের মানুষ বেশী দয়ালু!'
.
জীবনে ক্রিয়েটিব হতে হবে,
.
চট্টগ্রাম শহরে দশ নাম্বার রোডে একটি ভিক্ষুক প্রায় সময় বাসে উঠে বলে, 'আপনাদের কাছে এটি আমার একটি এপ্লিকেশন, আপনারা কেউ বিরক্ত হবেন না.......' হাসতে হাসতে যাত্রীরা সামর্থ্য অনুযায়ী টাকা দেয়,
.
ইপিজেড মোড়ে আরেক ভিক্ষুককে দেখেছিলাম এক টাকা ভিক্ষা নেয় এমনকি দুই টাকা দিলে এক টাকা ফেরত দেয় সেই কারণে সে জনপ্রিয়,
.
'মাত্র এক সেন্ট দান করে আমাকে কোটিপতি বানিয়ে দিন' এমন মর্মে আবেদন করে প্রথম অনলাইন ভিক্ষুক কোটিপতি হয়ে গিয়েছিলো এর মানে আপনিও একই পন্থায় কোটিপতি হয়ে যাবেন সেটা ভাবাও আপনার সীমাবদ্ধতা,
.
বেশীর ভাগ ইউনিক আইডিয়া ওয়ান টাইম ইয়ুজের মতো,
.
এক নিগ্রো ভিক্ষুক জনপ্রিয় হয়েছিলেন, 'প্রাইভেট বিমানের জন্য ফুয়েল দরকার' মর্মে প্লেকার্ডের জন্য,
.
আরেক ভিক্ষুক, 'আমার শেষ সম্বল বিনিয়োগ করে মার্কার কিনে কার্ডবোর্ড লিখে সাহায্য পার্থনা করছি'
.
পা নেই এমন এক নিগ্রো ভিক্ষুক প্লে-কার্ডে লিখেছিলেন, 'আমাকে কিছু সাহায্য করো বিনিময়ে তোমার মুখে লাথি দিবো'
.
আরেক ভিক্ষুক কার্ডবোর্ডে লিখেছিলেন, 'কম্পিউটার কিনার জন্য টাকা চাই তিন দিন ধরে ফেসবুক চেক্ করতে পারছি না'
.
এক আমেরিকান ভিক্ষুক লিখেছিলেন, 'ওবামা আমি শুধু একা নই যে পরিবর্তন চাচ্ছি'
.
আরেক ক্রিয়েটিব ভিক্ষুক লিখেছিলেন, 'আমার পূর্ব স্ত্রী ভালো আইনজীবী ছিলেন'
.
সোজা কথা হলো ভিক্ষুকের মধ্যেও যে ভিক্ষুকটা বেশী ক্রিয়েটিব সে বেশী ভিক্ষা পাই,
.
এক ভিক্ষুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কাছে দিন শেষে টাকা জমা রাখতো একদিন শিক্ষক হিসেব করে দেখলেন ভিক্ষুকের মাসিক ইনকাম তার চেয়ে বেশী,
.
ধনী দেশগুলো গান শুনিয়ে খুশি করে ভিক্ষা নেওয়ার ট্রেন্ড আছে,
.
সেদিন ষোল শহর দুই নং গেইটে এক ভিক্ষুককে দেখলাম গাড়ির ভিতরের মানুষকে বলছে, 'এই রাস্তায় যত মানুষ দেখি তাদেক মধ্যে দেখতে স্যার আপনাকেই ভিআইপি মনে হয়!'
.
এই ল ৫০ টাকা বলে সে থুতনি চেপে গাড়ি টান দিলো!
.
আজ দুনিয়া মাইরি!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৬

হাফিজ বিন শামসী বলেছেন:

আপনার কাছে একটাই application আপনি আর হাসাইয়েন না। :)

২| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: চমৎকার আইডিয়া

৩| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: থালাবাটি নিয়ে বসে পড়তে হবে দেখছি। বুদ্ধিগুলো ভালো ছিল।

৪| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৩

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: 'বেশীরভাগ ইউনিক আইডিয়া ওয়ান টাইম ইউজের মতো,' চমৎকার বলেছেন। আর শেষের লাইনটা কী আজব দুনিয়া মাইরি হবে?

৫| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৮

আকিব হাসান জাভেদ বলেছেন: প্রথম ভিক্ষকের কৌশলটা অভিনব । ধর্মীয় যাতনায় এখন অনেক মানুষই অন্ধ ।এই অন্ধ ধর্মীয় লোকগুলো ভিক্ষা দানেও ওস্তাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.