নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পার্থক্য

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৬

পার্থক্য লেখার সূচনা চবি উস্ প্রাইমারী স্কুল থেকে,
.
শেষ যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষা দিয়েছিলাম সেদিনও পরীক্ষায় 'পার্থক্য লিখো' এসেছিলো,
.
হাজারো পার্থক্য লিখোর মধ্যে জীবনের কোন বাস্তব পার্থক্য কখনো পরীক্ষায় আসেনি!!!
.
জীবন পরীক্ষার পার্থক্যগুলো এমন,
.
সরকারী চাকরির বাজারে একজন কোটাধারী এবং একজন নন-কোটাধারীর মধ্যে পার্থক্য লিখো!
.
চাকরির বাজারে একজন মামা আছে এবং মামা নেই এই দুইয়ের মধ্যে কি কি পার্থক্য পরিলক্ষিত হয়!
.
একজন বেকার আর একজন চাকরিজীবীদের মধ্যে পার্থক্য লিখো!
.
অফিসে একজন সবকিছুতে সবজান্তা বস্ এবং একজন কিছু নাজান্তা অধস্তনের মধ্যে পার্থক্য লিখো,
.
দেশের সার্বিক পরিস্থিতি বিচারকার্যে ক্ষমতা আছে এবং ক্ষমতা নেই এমন দুইজন মানুষের মধ্যে কিছু পার্থক্য লিখো,
.
চৌদ্দ ফেব্রুয়ারীতে প্রেমিকা আছে প্রেমিকা নেই তাদের মধ্যে পার্থক্য সূচিত করো,
.
কিংবা,
.
শীতের রাতে বউ আছে বউ নেই এমন দুইজন মানুষের অনুভূতিতে কি কি পার্থক্য পরিলক্ষিত হয়!
.
লোকাল বাসের যানজট এবং প্রাইভেট কারের এসিময় পরিবেশের মধ্যে পার্থক্য লিখো!
.
বস্তির পাশে গড়ে উঠা সুউচ্চ মনোমুগ্ধকর ফ্লাট এবং বস্তির ছোট ছোট খুপরিগুলোর মধ্যে কি তুমি পার্থক্য খুঁজে পাও?
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ ক্যাম্পাসের শিক্ষক কর্মকর্তাদের সুযোগ সুবিধা বনাম উত্তর ক্যাম্পাসের কর্মচারীদের সুযোগ সুবিধার তারতম্যের একটি পার্থক্য লিখো!
.
বউ হিসেবে লম্বা ফর্সা লাল টুকটুকে পাত্রী এবং বউ হিসেবে কালো বেটে মুটকি পাত্রীর মধ্যে তুমি কি কি পার্থক্য খুঁজে পাও!
.
ক্ষমতার দ্বন্দ্বে দেশের অন্যতম দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কিছু পার্থক্য লিখো,
.
রাজনীতিতে বহুল ব্যবহৃত দৃশ্যমান উন্নয়ন এবং অদৃশ্যমান উন্নয়নে(হাওয়া ভবন) তুমি কি কি পার্থক্য পরিলক্ষিত করছো?
.
ঘুম আর গুমের মধ্যে এক কথায় কি পার্থক্য খুঁজে পাও?
.
এসব পার্থক্য খোঁজ করে লাভ নেই তার চেয়ে বরং মজা করি,
.
বোমা এবং কনডমের মধ্যে একটি পার্থক্য আছে একটি ফেটে গেলে জনসংখ্যা কমে আরেকটি ফেটে গেলে বাড়ে,
.
দশ তলা থেকে আওয়াজ হয়, 'আআআআআ....ঢাশ!' আর এক তলা থেকে পড়লে আওয়াজের পার্থক্য হয়, 'ঢাশ....আআআআ!'
.
জীবন কৌতুক আর যৌতুকের মধ্যকার পার্থক্যের মতো একটি হাসায় অন্যটি কাঁদায় কিন্তু এক পক্ষের সেই কান্না টের পাওয়া যায় না!
.
জীবনের প্রায় সব পার্থক্যের দুটি পক্ষের মধ্যে এক পক্ষ সুবিধা ভোগ করে তো আরেক পক্ষ সুবিধা বঞ্চিত!
.
ওর আছে আমার নেই, এখানে জীবন পার্থক্য করে দেয়!
.
পার্থক্য লেখার চেয়ে পার্থক্য কমিয়ে আনার চেষ্টা করা এখানে বেশী গুরুত্বপূর্ণ!
.
ওর গাড়ি আছে আমার নেই সেটা বড় কথা না ওর সাথে পার্থক্য কমিয়ে আনতে আমার একটি সাইকেল দরকার,
.
ওর ফ্লাট আছে আমার নেই সেটা বড় কথা না ওর সাথে পার্থক্য কমিয়ে আনতে আমার ঘরে ভাঙ্গা টিনটি মেরামত করা উচিত,
.
ওর জ্ঞান আছে আমার নেই সেটা বড় কথা না ওর সাথে পার্থক্য কমিয়ে আনতে আমার জ্ঞান অর্জনের আকাঙ্খা বৃদ্ধি করা উচিত,
.
ওর প্রেমিকা আছে আমার নেই সেটা বড় কথা না ওর ক্যারেক্টারের সাথে পার্থক্য কমিয়ে আনতে আপনার বিয়ে করে উচিত,
.
ওর এটা আছে আমার নেই,
.
ওর ওটা আছে আমার নেই,
.
ওর সেটা আছে আমার নেই,
.
কোন বেপার না! জাস্ট কুল্! তোমার এমন কিছু আছে যা ওর নেই! ও চৌদ্দ জনম চেষ্টা করলেও সেটা আয়ত্ত করতে পারবে না! জাস্ট ফোকাস অন্ ইট!
.
সর্বদা আমাদের দৃষ্টি থাকা আমাদের কি নেই তার উপর, কি আছে সেটার উপর পূর্ণ দৃষ্টি এবং একাগ্রতা থাকলে প্রতিটি মানুষ পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা রাখে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.