নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

চক্ষু মেলিয়া দেখা হয়নি

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১০

আমার লাইফে আমি দেখিনি হাতে ব্রেসলেট গলায় চেইন ক্যাপ উল্টো দিয়ে চোখে চশমা পড়ে গার্লস স্কুলের সামনে আধ বাঁকা হয়ে দাঁড়িয়ে ইভটিজিং করা ছেলেটির প্রেমে কোন মেয়ে পড়েছে,
.
আমার লাইফে আমি দেখিনি আলট্রা মর্ডান ছোট চুল জিন্স টপ পড়ে সিগারেট টানতে থাকা মেয়েটিকে কেউ বিয়ের প্রস্তাব দিয়েছে,
.
আমার লাইফে আমি অনেক কিছু দেখিনি,
.
আমার লাইফে আমি দেখিনি ইয়া বাবার দুই হাতে টাকা খরচ করা ছেলেটি একদিন এমন কিছু করেছে যার জন্য সমাজ তাকে প্রতিনিয়ত সাধুবাদ জানায়,
.
আমার লাইফে আমি দেখিনি লেট নাইট পার্টিতে ভূত হয়ে থাকা ছেলে মেয়েগুলো নিজেকে যতটা একটা কিছু ভাবে সমাজ তাদের একটু কিছু ভেবে অন্তত দুটা গোলাপ পুরস্কৃত করেছে,
.
আমার লাইফে আমি দেখিনি এমন অনেক কিছু! সত্যি দেখিনি!
.
আমার লাইফে আমি অনেক হিরো আলম টাইপ মডেল দেখেছি কিন্তু তাদের দেখে কেউ ওয়াও বলে উঠেনি বরং....!
.
আমার লাইফে আমি দেখেছি বাপের বয়সী মুরুব্বিকে বাসের সিঁট ছেড়ে দেওয়ার পর সেই দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে একজন বাবা কতটা স্নেহের চোখ তাঁকিয়ে ছিলো,
.
আমার লাইফে আমি দেখেছি বুড়ির বোঝা লাগব করে দেওয়া ছেলেটির মাথার চুল আর্শীবাদের ফু য়ে উড়ছে,
.
আমার লাইফে আমি দেখেছি খেটে খাওয়া ঘার্মাক্ত ছেলেটির দিকে তাঁকিয়ে থাকা কিছু চোখে অদ্ভুত তৃপ্তি,
.
আমার লাইফে আমি দেখেছি এক গর্ভবতী যাকে রক্ত দিয়ে চলে যাওয়ার পর এমন একটি সন্তান চেয়ে এক স্বপ্নাবিষ্ট মায়ের মুখ,
.
আমার লাইফে আমি দেখেছি অসম্ভব সুন্দর করে চাচাআআআ বলে ডাক দেওয়ার পর চাচার মুখে রাজ্যের হাসি,
.
আমার লাইফে আমি এমন হাজারো দৃশ্য দেখেছি যে সব দৃশ্যের নায়কগুলোকে ছেঁড়া স্যান্ডেল কিংবা কোঁচকানো শার্টেও অদ্ভুত কিউট লাগে
.
আমার লাইফে দেখা সেরা স্মার্ট ছেলেগুলো কাঁধে শীতবস্ত্র বয়ে নিয়ে দুই পায়ের প্যান্ট ভাঁজ করে কর্দমাক্ত বিলে হেঁটে যায় এমন,
.
আমার লাইফে দেখা সেরা ছেলেগুলো বড্ড অদ্ভুত একটু আগে বাস কন্টাকদারের সাথে এক টাকা নিয়ে ঝগড়া করার পর এক ফকিরকে দশ টাকা দিয়ে হেঁটে যায় এমন,
.
আমার লাইফে দেখা সেরা ছেলেগুলো থার্ড ক্লাশ রেজাল্ট এবং দুই চারটা সাপ্লি থাকার পরও পাবলিক বাসে গল্প উপন্যাসের পাতায় হারিয়ে যায়,
.
আমি জানি না আমার লাইফে দেখা সেরা ছেলেগুলো কেনো সবসময় শ্যুট বুটেট টাই টুই পড়ে নন্দ দুলাল হয়ে থাকে না তবে তাদের মাঝে মাঝে এমনরূপে দেখলে আরো স্মার্ট লাগে!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪১

নূর-ই-হাফসা বলেছেন: কথা গুলো সত্যি বলেছেন ।
প্রেমিক কিংবা প্রেমিকা হিসেবে অধিকাংশ মানুষ মডার্ন টাইপ পছন্দ করে । কিন্তু বিবাহ করতে গেলে সবাই চায় তার বর কিংবা ব উ ভদ্র ,লক্ষী হোক ।
আর অনেক সময় সুপার স্মার্ট ছেলে কিংবা মেয়ে ততটা ভালোলাগার মতো হয়না , কিন্তু সহজ সরল সাদা মাটা ছেলে কিংবা মেয়ের মাঝে অপরূপ সৌন্দর্য নিহিত কিংবা ভালো লাগা থাকে ।

২| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৪

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: অনেক স্নেহময় জগতের সন্ধান দিলেন। সত্যিই তো মানবের আমানবিয় বর্বরতা কেই বা দেখকে চায়!

৩| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৪

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: অনেক স্নেহময় জগতের সন্ধান দিলেন। সত্যিই তো মানবের আমানবিয় বর্বরতা কেই বা দেখকে চায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.