নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পাগল ছাড়া দুনিয়া চলে না

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৩

আমার স্বপ্নগুলো পাগলাটে,
.
একদিন মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে নেমে কোন রাজনীতিবিদের খবর না নিয়ে সবার আগে জিজ্ঞেস করবে, আমার আবদুর রব শরীফ কই?
.
আমি বিশ্বাস করি,
.
আই হেভ এ ভ্যালু,
.
আই হেভ এ স্টান্ডার্ড,
.
সমস্যা হলো কথাগুলো আমি বিশ্বাস করলেও লোকে বিশ্বাস করবে না!
.
বন্ধুদের প্রেসিডেন্ট স্লোগান দেওয়ার পর মিষ্টি খাওয়াবে বলার পর তারা স্লোগান দিতে দিতে মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি খাওয়া শুরু করেছিলো তখন দোকানদার তাকে বলেছিলো, মিষ্টি টাকা কই? হিটলার তখন মিষ্টিওয়ালাকে বলেছিলো 'আমি দেশের প্রেসিডেন্ট' তুমি কোন সাহসে প্রেসিডেন্টের কাছ থেকে মিষ্টির টাকা প্রত্যাশা করো সে তোমার দোকানে মিষ্টি খেয়েছে সেটা তো তোমার ভাগ্য'
.
অনেক আগের কথা পল্টু একদিন স্কুল যাওয়ার পথে প্লাস্টিকে মোড়ানো বই হাতে দেখছিলেন, তার সামনে দিয়ে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি যাচ্ছে, তা দেখে তিনি তার বড় বোন অন্নপূর্ণাকে বলেছিলেন, ইশ্ আমি যদি রাষ্ট্রপতিকে বহন করা ঘোড়া হতে পারতাম!
.
তখন তার বোন বলেছিলেন, 'তুই কেনো রাষ্ট্রপতির বহন করা ঘোড়া হতে যাবি! তুই নিজেই রাষ্ট্রপতি হবি!'
.
সত্যি সত্যি সেই ছেলেটি একদিন ঠিকি হয়েছিলো ভারতের প্রথম বাঙ্গালী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি!
.
পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা ক্রিয়াবিদ্ বক্সার মোহাম্মদ আলী ক্লে বলেছিলেন যখন আমি কিছু ছিলাম না তখনও আমি জানতাম আমি সেরার সেরা কিন্তু তখন তা কেউ বিশ্বাস করতো না,
.
বারাক ওবামার প্রথম ক্রাশ শিলা মিয়োশী জ্যাগা অকপটে স্বীকার করেছেন, সেই ছেলেটি ছাত্র জীবনে তাকে 'সে একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবে' এমন হস্যকর কথাবর্তা বলতো এবং দুইবার বিয়ের প্রস্তাব দিয়েছিলো এবং সে সত্যি সত্যি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলো,
.
কিংবদন্তি নেলসন্ ম্যান্ডেলা বলেছিলেন, কারাগারে থাকা ২৭ বছর আমার কাছে কোন সময় মনে হয়নি কারণ আমি স্বপ্ন বিভোর থাকতাম আমি একদিন বর্ণপ্রথার অবসান করবো,
.
আপনি কি হবেন না হবেন সেটা পরের বিষয়,
.
কিন্তু সবার আগে আপনার নিজেকে বিশ্বাস করতে হবে,
.
আই এম হিরো! আই এম এ লিটল বোম্ব!
.
আমি সব ভেঙ্গে চুরমার করে নতুন করে সৃষ্টি করার ক্ষমতা রাখি,
.
আপনি ডিগ্রী পড়েন! মাদ্রাসায় পড়েন! আপনার বাবা সামর্থ্য ছিলো না আপনাকে পড়ানোর!
.
কোন বেপার না,
.
ডাবিয়ান, চবিয়ান, বুয়েটিয়ান থেকে শুরু করে অক্সোফোর্ডিয়ান, ক্যালিফোর্নিয়ান, হার্ভাডিয়ান, টার্বাডিয়ানসহ যত জোয়ান আছে ঠিক একদিন আপনাকে নিয়ে গর্ব করে বলবে, 'আমাগো আবুল্লাইয়া, হি ইজ ড্রপ আউটিয়ান! এ এন্ড অনলি ওয়ান!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.