নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সময় এখন পক্ষে না

২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৪

হাবার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট ছাত্র হিসেবে পরিচিত দীর্ঘ দিন ধরে পৃথিবীর শীর্ষ ধনী থাকা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস্ প্রায় ত্রিশ বছর পর হাবার্ডের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যখন বক্তব্য করছিলেন,
.
বক্তব্যের শুরুতে তিনি বলেছিলেন ত্রিশ বছরের বেশী সময় ধরে আমি একটি কথা বলার জন্য অধীর আগ্রহে আছি, 'বাবা, আমি তোমাকে সব সময় বলেছিলাম আমি আবার হাবার্ডে ফিরে আসবো আমার ডিগ্রী পুনরুদ্ধার করার জন্য'
.
আজ আপনি আপনার আবেগের জায়গা থেকে দূরে সরে যেতে বাধ্য হচ্ছেন!
.
নিয়তি আজ আপনাকে বাসর ঘর থেকে ডাস্টবিনে ছুড়ে ফেলেছে,
.
মেনে নিন, জীবন যখন যেমন!
.
এক সময় বিল গেটস একটি ব্যাংক থেকে কিছু লোন চেয়েছিলেন কিন্তু ব্যাংক তাকে লোন দেয়নি সেই ছেলেটি একদিন সেই ব্যাংকটি কিনে নিয়েছিলেন,
.
ছেঁড়া শার্টের কারণে এন্ড্রু কার্নেগিকে পার্কে ঢুকতে দেওয়া হয়নি বলে সেই বস্তির ছেলে একদিন অন্যতম ধনী ব্যক্তি হওয়ার পর পুরো পার্কটি ক্রয় করে সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন, 'আজ থেকে পার্ক সবার জন্য উন্মুক্ত'
.
আজ গলা ধাক্কা খেয়েছেন? কোন বেপার না! একদিন সেই গলায় ফুল দেওয়ার জন্য সে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে,
.
আজ বাঁশ খেয়েছেন? কোন বেপার না! একদিন সে আপসোস করে বলবে আপনাকে বাঁশ দিয়ে সে উল্টো নিজের সর্বনাশ করেছে,
.
আজ আপনাকে দেখে ক্ষেত বলে দূরে সরে যাচ্ছে বেপার না একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখার জন্য সে আপনার কাছে আসবে,
.
আজ প্রেমে ছ্যাঁকা খেয়েছেন কোন বেপার না একদিন সেই মেয়ে গর্ব করে বলবে ঐ ছেলেটা একদিন আমাকে প্রেমের অফার করেছিলো! বিশ্বাস হয় না?
.
আজ লাথ্থি খেয়েছেন? কোন বেপার না!
.
আপনাকে দেখে কেউ আজ ইয়ার্কি করেছে? বেপার না! কোন বেপার না!
.
আজ গরীব বলে কেউ অবজ্ঞা করেছে?
.
এসব পিছুগল্পের দিকে তাকিয়ে থাকলে আপনি চিরকাল অপমান লাথি গুতা বাঁশ ক্রাশ খেয়ে যাবেন!
.
কে কি করছে ভাবছে সেসব বাদ দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে গেলে কেবলি একদিন আপনি উদাহরণ কিংবা দৃষ্টান্ত হতে পারবেন!
.
জীবন ছোট খাট বিষয় নিয়ে পড়ে থাকার কোন মানে হয় না! জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয়! মেনেও নিতে হয়,
.
সময় যখন পক্ষে থাকে না তখন অনেক কিছু সহ্য করেও মুখ বন্ধ রেখে কাজ করে যেতে হবে,
.
একটু বেঁচে থাকার জন্য জগতের অনেক বিখ্যাত ব্যক্তিরা যুগে যুগে নজরুলের মতো চায়ের দোকানে রুটি বানিয়ে জীবন বাঁচিয়েছেন!
.
ব্রেইনে শুধু একটি কথা গেঁথে রাখুন, 'নাভিলা, সময় এখন পক্ষে না'

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি কোনোভাবে সমাজতান্ত্রিক ফ্রন্টে আছেন, এবং শহরের গ্রাফিটি ছবির ডিজাইনার? :)

২| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৭

শাহিন বিন রফিক বলেছেন: মূল্যবান উপদেশ

৩| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৮

কলাবাগান১ বলেছেন: হার্ভাড

৪| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৮

আকতার আর হোসাইন বলেছেন: অসাধারণ একটি অনুপ্রেরণা মূলক লেখা। ভাইয়া, কপি করে নিলাম, আগামীকালইই এটা ফেবুতে শেয়ার করব।

৫| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৯

ক্স বলেছেন: বিল গেটস বা এন্ড্রু কার্নেগী হওয়া সবার ভাগ্যে জোটেনা, ১০০০ জনের মধ্যে ৫০ জন চেষ্টা করে - ১ জন হয়।
তবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কেস কিন্তু আলাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.