নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বিশেষ মূল্য ছাড়!!!

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬

বাংলাদেশ কয় ঋতুর দেশ? 'আর্জেন্টিনা
.
এক ওভারে কয় বল? 'আর্জেন্টিনা'
.
এক সপ্তাহে কয় দিন? 'ব্রাজিল'
.
এমন কিছু প্রশ্ন উত্তর খুঁজে পেলুম
.
'আ' সমান যদি আর্জেন্টিনা হয়, 'বা' সমান যদি ব্রাজিল হয় এবং 'ল' সমান যদি লল পাবলিক হয় তাহলে খেলা নিয়ে যারা এমন করে তারা সংক্ষেপে 'আবাল'
.
আমিও এক সময় 'বাপের খেয়ে বনের মহিষ তাড়াতাম'
.
আমাদের ব্রেইনের বেশীরভাগ অংশ পত্রিকার খেলা বিনোদন পাতা নিয়ে ব্যস্ত,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলাওল, এ.এফ.রহমান এবং সোহরাওয়ার্দী হলে পত্রিকা পড়তাম তখন দেখতাম অনেকে দৌড়ে এসে খেলার পাতা উল্টিয়ে রাজনৈতিক বিশ্লেষণ করছে!
.
শুনেছি মেসের ছেলেরা সকালটা পত্রিকার বিনোদন পাতা দিয়ে শুরু করে,
.
তাই পাবলিক ডিমান্ডের কারণে সাংবাদিকরা মাইক্রোফোন নিয়ে পরিমনীর পাছার কাছে বসে থাকে, 'এই বুঝি আবারো সৌরভ ছড়িয়ে যাবে ফেসবুক ব্লগ কিংবা মিডিয়ার আকাশে বাতাসে'
.
মীমকে যদি কোন সাংবাদিক প্রশ্ন করে, আপনার গ্যাস্ট্রিক নেই? তাহলে আমি আশ্চর্য হবো না!
.
আমাদের ছেলেরা বত্রিশ কিংবা চৌষট্টি জিবি পেনড্রাইভ ব্যবহার করে শুধুমাত্র নানা রকম মুভি দেখার জন্য আমি জানিনা কেনো তাদের অষ্কারের বিচারক হিসেবে ডাকা হয় না!
.
পলক ভাই বলেছিলেন, 'দেশে আন্তর্জাতিক মানের সুপার কম্পিউটার নেই' কিন্তু থাকলে সেগুলো দিয়ে আরো ক্লিয়ার এইচ.ডি. ফিল্ম দেখা যায় কি না আমার জানা নেই!
.
তবে আমরা এইচ.ডি টাইপ বেপারগুলো নিয়ে নিঃসন্দেহে পি.এইচ.ডি
.
বিজ্ঞানীরা যখন বামন তারা ‘ট্র্যাপিস্ট-১’ এর পাশে জুম করে সাতটি পৃথিবী খুঁজে তখন আমরাও জুম করে 'জিরো ড্যানড্রপে'র খোঁজে ব্যস্ত!
.
পৃথিবীতে আপনি যা করেন না কেনো সবকিছু থেকে কিছু না কিছু শিখতে পারবেন,
.
ফিল্ম কিংবা খেলা,
.
ফেলনা বলে কিছু নেই
.
তবুও কথা থেকে যায় যেটাকে অর্থনীতির ভাষায় বলে 'সুযোগ ব্যয়'
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে আমি যা শিখেছি তার মধ্যে সেরা শিক্ষা এটি,
.
সিম্পল বিষয়! বড্ড সিম্পল বিষয়! চশমাও দরকার, ঘড়িও দরকার, আপনি কোনটি কিনবেন?
.
ধরেন আপনার চশমার বেশী প্রয়োজন তাহলে আপনি ঘড়ি ক্রয়ের সুযোগ ছাড়তে হবে!
.
জীবনে তেমনি, সময় কি কাজে ব্যয় করলে বেশী ফলপ্রসূ হবে তাতে বেশী সনয় ব্যয় করে কম গুরুত্বপূর্ণ কাজে সময় ব্যয় করার সুযোগ ছাড়তে!
.
জীবনে হলো ছাড়! বিশেষ মূল্য ছাড়!
.
বড় কিছু পেতে হলে ছোট্ট কিছুর ছাড় দিতে হবে!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৫

পলাশবাবা বলেছেন: ভাল লিখেছেন ।

জিরো ডেনড্রাফের বিষয় টা বেশি ভাল ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.