নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

চূড়ান্ত হিসেব

০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫০

আপনি যখন আপনার মুখের বাম পাশে ছোট্ট একটি ব্রণ নিয়ে চিন্তা করছেন ঠিক তখন সিরিয়া ফিলিস্তিন কিংবা বাংলাদেশের বিরোধি দল অথবা পৃথিবীর অন্য কোন সংকটময় জায়গায় অনেক মানুষ জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তা করছে,
.
আপনি যখন রাতে শান্তিমত ঘুমিয়ে সকালে এলার্মের সাথে জেগে শুয়ে থেকে ভাবছেন জীবন এতো একঘেয়ে কেনো ঠিক তখনি আমাজান কিংবা অন্যকোন অঞ্চলের মানুষ সকাল ভোরে উঠে বনে বনে খাদ্যের সন্ধানে তীর হাতে নিয়ে ছুটছে,
.
আপনি যখন খাটে শুয়ে বালিশে মাথা দিয়ে ভাবছেন বালিশ এতো উঁচা কেনো ঠিক তখন কেউ ইট মাথা দিয়ে ভাবছে শালার একটা বালিশ পেলে সুখটা সেইই হতো,
.
আপনি যখন প্রাইভেট কারে বসে ভ্রু কোঁচকে ভাবছেন এসিটা নষ্ট হয়ে অতিষ্ট জীবন ঠিক তখনি পাবলিক বাসে গাদাগাদি করে দুই হাতে তিনটা বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা কেউ ভাবছে একটা সিঁট পেলে জীবনটা অনেক সুখের হতো,
.
একটু আগেও আমার মনে হয়েছিলো শালার কেডিএস এক্সেসোরিজে সপ্তাহে মাত্র একদিন বন্ধ এটা কোন জীবন হলো তখনি এক বন্ধু বললো দোস্ত শুক্রবারেও অফিস করতে হচ্ছে! শিপমেন্টের প্রেসারে আছি তখন নিজেকে সুখী মনে হচ্ছে!
.
সোজা হিসেব! আরো সোজা করে বলি,
.
জীবন বুঝতে হলে আপনাকে গভীরে কিংবা পিছনে যেতে হবে!
.
ছাত্র জীবনে মাত্র এক হাজার টাকার জন্য একটি টেবিল ফ্যান কিনতে না পেরে গরমে সিদ্ধ হওয়ার স্মৃতি আমাকে বুঝিয়েছে জীবনে মাত্র এক হাজার টাকা কত গুরুত্বপূর্ণ,
.
প্রথম বর্ষে হঠাৎ একটি সুন্দরীর মিস কল পাওয়ার পর তাকে ফোন করার জন্য এক বন্ধু থেকে বিশ টাকা লোড নিয়ে ফোন করার পর সে যখন বললো 'টাকা না থাকলে প্রেম করার কি দরকার' তখন থেকে আমি বুঝেছি বিশ টাকা মাত্র না,
.
এক সময় পকেটে পাঁচশ টাকাকে আমি দিন পাঁচ বার গুণতাম সব ঠিক ঠাক আছে কি না সেই হিসেবটা আমার জীবনের সেরা হিসেব! যার কাছে চূড়ান্ত হিসেবের বেইল নেই!
.
আমার কাছে তিনশ টাকার টিউশনির জন্য ত্রিশ দিন পড়াতে যাওয়ার স্মৃতি আমাকে নাড়া দিয়ে মনে করিয়ে দেয় শরীফ তুই এখন ভালোই আছিস্!
.
জীবনে আপনি অনেক কিছু করবেন হয়তো অনেক টাকা ইনকাম করবেন কিংবা অনেক বড় হবেন কিন্তু দিনশেষে সুখী হওয়ার জন্য মাথায় রাখতে হবে একদিন ফকির কিংবা নিঃস্ব ছিলাম রে,
.
দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য ভাবতে হবে একদিন কোলবালিশ ছাড়া ঘুমাতে পারতাম না রে,
.
পেয়ে গেলে জীবনে সব কিছু সস্তা লাগে!
.
আমার এক স্যার আমাকে বলে প্রথম যখন চাকরির ভাইভা দিতে আসি বন্ধুর শার্ট প্যান্ট পড়ে এসেছিলাম সেই আমি আজকে পুরো অফিসের বস্
.
এক চাচা বলে বিদেশ যাওয়ার সময় একটা বেল্ট ক্রয়ের সামর্থ্য আমার ছিলো না সেই আমি এখন কয়েক লাখ টাকার শপিং করে বছরে দুই বার বাড়ি আসি! অন্যরকম লাগে!
.
এক স্বনামধন্য কোম্পানীর চেয়ারম্যান বলে ঠিক ওখানে আমি একটি অর্ডারের জন্য দিনের পর দিন ফকিরের মতো বসে থাকতাম!
.
রেডিসন ব্লুতে ঢুকে টংয়ের দোকানে এক কাপ চায়ে ধোঁয়া উড়ানো মানুষগুলোই তো 'এক্সকিউজ মি! দুইটা টিস্যু হবে' বলে ভাব ধরে!
.
জীবন যখন যেমন! আজকের এই দরিদ্রতা আপনাকে মহান করবে! তাই তো নজরুল লিখেছিলেন, 'হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্‌।'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.