নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নিজেকে জানো

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

বারাক ওবামা বলেছিলেন, 'তুমি যদি নিজেকে ত্যাগ করো তার মানে তুমি দেশকে ত্যাগ করে দিয়েছো'
.
সবার আগে নিজেকে গড়তে হবে,
.
ঝামেলা হলো নিজে ঠিক না হয়ে আমরা অন্যকে গড়ে তুলতে বেশী আগ্রহী হয়ে উঠি
.
জালাউদ্দিন রুমী বলেছিলেন, 'গতকাল আমি ছিলাম চালাক তাই দুনিয়াকে পাল্টাতে চেয়েছিলাম কিন্তু আজ আমি জ্ঞানী তাই নিজেকে পাল্টাচ্ছি'
.
জেকে রাওলিং বলেছিলেন, 'তাই লিখো যা তুমি লিখতে ভালোবাসে এবং নিজের জন্য লিখো'
.
থেলিস বলেছিলেন, 'সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া!'
.
তিনি আরো বলেছিলেন, 'যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও!'
.
সক্রেটিসের প্রিয় বাক্য ছিলো, 'নিজেকে জানো'
.
আর যে নিজেকে ভালবাসতে পারে না সে কিভাবে অন্যকে ভালবাসবে?
.
দুবার পুলিৎজার পুরস্কার বিজয়ী মার্কিন লেখক ডেভিড ম্যাকোলা বলেছিলেন, 'ইতিহাস জানো, নিজেকে জানো'
.
প্রিয় নবী মোহাম্মদ (সঃ) বলেছিলেন, 'আল্লাহকে চিনতে হলে সবার আগে নিজেকে চিনতে হবে'
.
কিন্তু এখন প্রশ্ন হলো,
.
আমরা নিজেদের এভাবে চিনি যেমনঃ 'বেটা আমারে চিনোস? আমি কে? আমি হলাম অমুক মন্ত্রীর তমুক আত্মীয়'
.
নিজেদের এভাবে জানি, "নিজেকে জানতে গিয়ে আমি অষ্টম শ্রেণির 'নিজেকে জানো' বইটি পড়েছিলাম এবং জেনেছি বয়ঃসন্ধিকালে বিভিন্ন শারীরিক মানসিক সমস্যা হয়.....'
.
লালন বলেছিলেন, 'আপনাকে আপনি চেনা, সেইতো বটে উপাসনা'
.
আরো বলেছিলে, 'একবার আপনারে চিনতে পারিলে রে, যাবে অচেনারে চেনা'
.
নজরুলের বিদ্রোহী কবিতার একটি লাইন আছে, 'আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!'
.
এরপরেও যদি নিজেকে চিনতে কষ্ট হয় তাহলে সোজা বউকে গিয়ে জিজ্ঞেস করুন আপনি কে? কারণ সে একমাত্র আপনাকে হাড়ে হাড়ে চিনে!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৮ রাত ৮:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো লাগলো!

২| ০১ লা মে, ২০১৮ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


ওবামা কি বলছে সেটা দিয়ে কি হবে? আপনার কি বলার আছে তা বলেন!

৩| ০১ লা মে, ২০১৮ রাত ৮:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "জালাউদ্দিন রুমী বলেছিলেন, 'গতকাল আমি ছিলাম চালাক তাই দুনিয়াকে পাল্টাতে চেয়েছিলাম কিন্তু আজ আমি জ্ঞানী তাই নিজেকে পাল্টাচ্ছি'"
--- লেখাটি অনেক বছর পর পড়লাম। মনে ধরেছে, প্রোফাইলে দিব।:)


লেখকের লেখা ভাল। তবে ব্লগে মন্তব্য/ প্রতিউত্তর কম।

মোবাইলের দোহাই দিয়ে লাভ নাই। আমি ট্যাব/স্মার্টফোনে ব্লগিং করলেও অনেকে ল্যাপটপ দিয়ে আমার সাথে পারবে না। আর আপনিতো আমার চেয়েও বুদ্ধিমান।।:)

৪| ০১ লা মে, ২০১৮ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.