নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

দ্রুত মানবী

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:০০

বিশ্বে ২০ কোটি ফেসবুকার আছে যারা ফেসবুকে নিজেদের সিঙ্গেল উল্লেখ করেছে ফেসবুক তাদের জন্য দীর্ঘমেয়াদী সঙ্গী খুঁজে দিতে ডেটিং সার্ভিস চালু করবে,
.
পুরো বিশ্বের ২০ কোটির মধ্যে বাংলাদেশের ১৬ কোটি মানুষ ই তো ফেসবুকে নিজেকে সিঙ্গেল দাবী করে!
.
যে বিষয়টি বাবা মা কখনো ভাবেনি সেই বিষয় জুকার বার্গ ভেবেছে তাই তাকে 'ফাদার অব হিউমিনিটি' ঘোষণা এখন সময়ের দাবী!
.
প্রশ্ন জাগে মনে, চ্যাটিং সার্ভিসে যারা সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারেনি তারা কিভাবে ডেটিং সার্ভিসে মিঙ্গেল হবে!
.
উল্টো ডেটিং সার্ভিসে লুলামি করার জন্য অনেকে রিলেশনশিপ স্ট্যাটাস মিঙ্গেল থেকে সিঙ্গেল করে দিবে,
.
মার্ক জুকার কি জানে আমাদের দেশে রেল লাইনের অলি গলি থেকে শুরু করে পার্কের চিপা সর্বত্র লাইভ ডেটিং সার্ভিস বিদ্যমান!
.
পবলেম হলো, ডেটিং করার পর যখন বিয়ের অপশন আসবে তখন বেকারদের বিয়ের খরচ কে দিবে ভাই!
.
প্রিয় মার্ক জুকার বার্গ আপনি কি জানেন?
.
কুমুদিনী হাসপাতালে পলিথিন ও বস্তার মধ্যে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুপুত্রের দাবিদার হয়েছিলেন ৪০ দম্পত্তি!
.
আমি শুনেছি আপনার সন্তান জন্ম হওয়ার পর আনন্দে ফেসবুকের ৯৯% শেয়ার দান করে দিয়েছিলেন!
.
রাজধানীর খিলগাঁওয়ে আবাসিক ভবনের সামনে শপিং ব্যাগে ভরে নবজাতকতে ফেলে রেখে চলে গিয়েছিলেন এক ভদ্রমহিলা!
.
হবিগঞ্জ সদর হাসপাতালে এক নবজাতক শিশুকে রেখে পালিয়ে গিয়েছিলেন এক পাষন্ড মা!
.
কয়েক বছর আগে মোহাম্মদপুর এলাকার দুটি ডাস্টবিন থেকে তিনটি নবজাতকের লাশ উদ্ধার করেছিলেন পুলিশ!
.
মাত্র কয়েক মাস আগে রাজধানীর মহাখালী এলাকার আইপিএস পুকুরপাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ!
.
মাত্র দুদিন আগে ফেনীতে বাঁশ ঝাড়ের নিচে কে জেনো নব জাতককে ফেলে রেখে চলে যায়!
.
মাত্র কয়েক মিনিট আগে হয়তো কেউ এই কাজটি করে চলে যাচ্ছে! খবর এখনো আসেনি!
.
মাত্র কয়েক সেকেন্ড আগেও হয়তো নবজাতককে ফেলে রেখে দৌড় দিয়েছে কোন মা!
.
হয়তো সেই মুহুর্তে দৌড়ে বিশ্বের দ্রুততম মানবীর রেকর্ড ভঙ্গ করেছে কোন বাঙ্গালা নারী!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:২২

শামচুল হক বলেছেন: তাদের কাছে নিজের বাচ্চাই বড় বিপদ হয়ে দেখা দেয়!!!

২| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বাস্তবতা বড় কঠিন!

৩| ০২ রা মে, ২০১৮ দুপুর ১:৫৬

আল আমিন সেতু বলেছেন: দ্রুততম মানবী। শব্দটা ব্যংগাত্নক তবে একেবারে বাস্তব। আপনার লেখার শিরোনাম ও অন্তের মিল দেখে অভিভূত হলাম।

৪| ০২ রা মে, ২০১৮ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.