নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জানি না রে

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৪৭

গ্রিসের মানুষ পৃথিবীতে নিজেদেরকে সবচেয়ে সেরা মনে করতো,
.
সেখানে একটি মন্দির ছিলো যেখান থেকে দৈববাণী আসতো যা সবাই বিশ্বাস করতো তো একদিন সেখানে গিয়ে সক্রেটিসের বন্ধু জিজ্ঞেস করলো, গ্রিসের নগরী এথেন্সের সবচেয়ে জ্ঞানী লোক কে?
.
দৈববাণী আসলো, 'এথেন্সের সবচেয়ে জ্ঞানী লোক সক্রেটিস'
.
বন্ধু সক্রেটিসের কাছে গিয়ে বললো তুমি তো সবচেয়ে জ্ঞানী মানুষ এখন্ পার্টি দাও!
.
সক্রেটিস তো মহা মুসিবতে পড়লো! তার মতো গন্ড মূর্খ বোকা কেমনে সবচেয়ে জ্ঞানী হয়! সে কিছুতে বিশ্বাস করতে পারছে না তাই সকল জ্ঞানীকে ডেকে জিজ্ঞেস করতে লাগলো, আপনাদের কি মনে হয় আপনারা জ্ঞানী?
.
তখন তাদের সবারি উত্তর প্রায় এক ছিলো, 'আমার চেয়ে বেশী জ্ঞানী আবার কে? এই দুনিয়াতে আছে!'
.
তাদের নিজেদের ইয়া বড্ড জ্ঞানী দাবী করা আত্মতুষ্টি সক্রেটিস কে শিখিয়েছিলো, 'যে নিজেকে বোকা সোকা মূর্খ কিংবা আমি তো কিছুই জানি এমন ভাবে সে আসলে জ্ঞানী'
.
কারণ সে অন্তত বুঝতে পারে এই পৃথিবীর জ্ঞান সমুদ্রের আমি তো কিছুই জানি না!
.
বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'এই মহা বিশ্বভ্রমান্ডের আমরা আদৌ কিছু জানি না'
.
বিশ্ব বিখ্যাত দার্শনিক কুনফুসিয়াস বলেছিলেন, 'প্রকৃত জানা হলো নিজে জানা যে আমি কিছুই জানিনা'
.
বিখ্যাত লেখক লিও তলস্তয় বলেছিলেন, 'জানার মধ্যে আমরা শুধু একটি জিনিস জানতে পারি যে আমরা কিছুই জানিনা'
.
ভলতেয়ার বলেছিলেন, যত আমরা বেশী চিন্তা করবো তত বুঝতে পারবো আমরা আসলে কিছুই জানিনা!'
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ভাইয়ের বউ তাকে রেগে বলতো 'আমার তো মনে হয় তুমি সব জানো' সে বললো 'আমি কিচ্ছু জানি না' তারপর তারা সুখে সংসার করতে থাকলো,
.
শুনেছি বাসর রাতে সে এমন ভাব ধরেছিলো 'আমি তো কিচ্ছু পারি না' তারপর থেকে সে যেনো বউয়ের কাছে স্বামী না ফেরশতা!!
.
এই যুগে এমন ছেলে.......!
.
জানি না জানি না কেনো এমন হয়! তুমি আর নেই সেই তুমি! কিছু কিছু বেপার অজানা থেকে যায়!
.
দিনশেষে কেউ যদি বলে 'তুই এমন একটি মেয়ের প্রেমে পড়তে গেলি কেনো' আমি তো কিচ্ছু জানিনা!
.
'সে তোকে এতো অপমান কিংবা পাত্তা দেয়না তবুও ভালবাসিস কেনো' আমি তো কিচ্ছু জানিনা!
.
'কি এমন আছে ঐ মেয়ের মধ্যে' সত্যি জানিনা দোস্ত!
.
বিয়ে হয়ে গেছে তবুও ওকে মিস্ করিস্ কেনো? জানি না রে
.
আমি কিচ্ছু জানিনা!!!
.
কিছু দিন পর,
.
আচ্ছা তুই এক সময় একটা মেয়ে মিস্ করতি কিন্তু বিয়ে করার পর ভুলে গেলি কেমন! 'সত্যি জানিনা দোস্ত'

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৫১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: পড়ে ভাল লাগলো ভাই।
শুভ কামনা রইল লেখকের জন্য।

২| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:২৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বিখ্যাত ব্যক্তিদের উক্তি গুলি ভালো লেগেছে। আর কিছুই জানি না।

৩| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:৪৭

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

৪| ০৫ ই মে, ২০১৮ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.