নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ওরা বলে, সাকিবের দেশপ্রেম নেই!

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

'আফগানিস্তানের কাছে হেরে দল ‘ভূত’ হচ্ছে, আর অধিনায়ক কিনা মশগুল ঈদের পোশাক এবং গাড়ির ছবি দেখাতে!'
.
উপরের অংশটি প্রথম আলোর খবর থেকে নেওয়া,
.
প্রথম আলোর প্রতিনিধি সাকিবের সাথে কথা বলার সময় হয়তো সাকিব ফেসবুক পেইজে ঈদের পোশাক কিংবা গাড়ির কোন পেইজ স্ক্রল করছিলেন!
.
কত বড় নিমক হারাম হলে নাম্বার ওয়ান সাকিব আল হাসানকে এভাবে ছোট করে নিউজ করা হয়!
.
সাকিব কি আমাদের কিছু দেয়নি?
.
৬ আগস্ট ২০০৬ অভিষেক ওয়ান ডে ম্যাচে ১০ ওভারে উইকেটসমেত ৩৯ রান এবং অপরাজিত ৩০ রান করে যাত্রা শুরু হয় ছেলেটির,
.
সময় ২০০৮ সাল তৎকালীন শক্তিশালী দক্ষিণ আফ্রিকার সাথে দুটি টেস্ট সিরিজে পাঁচ ছয় করে এগারো উইকেট তুলে নেন,
.
২০০৯ সালের ২২ জানুয়ারি সাকিব প্রথমবারের মতো আইসিসি’র ওডিআই অলরাউন্ডার তালিকার ১ নম্বরে উঠে আসেন!
.
মাত্র তিন বছরে পৃথিবীকে জানান দিয়েছিলেন, হি ইজ নাম্বার ওয়ান!
.
আবার সময় ২০১১ সাল ওডিআইয়ের পাশাপাশি টেস্টেও নাম্বার ওয়ান অলরাউন্ডারে নিজের নাম লিখিয়েছেন!
.
তোমরা যারা দুই তিন ম্যাচ জিততে না পারলে বলো সাকিব খেলা পারেনা তাদের জন্য বলছি সাকিব বাংলাদেশের এক মাত্র প্লেয়ার যে জাতীয় টিমে খেলার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স, ওর্চেস্টারশায়ার, ঢাকা গ্ল্যাডিয়েটরস, লিচেস্টারশায়ার, বার্বাডোজ ট্রাইডেন্ট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, জ্যামাইকা তালওয়াসসহ ক্রিকেটের প্রায় সব আসরে সমানভাবে জনপ্রিয়!
.
দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ সেরা, সিরিজ সেরা, তিন ফর্মেটেই বিশ্বের সেরা, টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি উইকেট, একই টেস্টে বিরল রেকর্ড ১০ উইকেট ও সেঞ্চুরি তুলে নেওয়া, ১৭ বার ৫ উইকেট ও ২ বার ১০ উইকেট নেওয়া, দেশের বাহিরে প্রথম ওয়ান ডে এবং টেস্ট সিরিজ জয়ে দেশের হয়ে সিরিজ সেরাসহ এমন শত রেকর্ড আছে সাকিবের,
.
ভুলে গেছেন এশিয়া কাপের ফাইনাল এবং টুর্নামেন্ট সেরা সাকিবের কথা!
.
নিউজিল্যান্ডকে বাংলা ওয়াশ শেষে সিরিজ সেরা হওয়া একজন বাঘ কে ছিলো!
.
সাকিব যদি বেয়াদব হয় তাহলে বাংলাদেশে এমন দশটা বেয়াদব ছেলে থাকা যথেষ্ট যারা পৃথিবীর বুকে বাংলাদেশের নত মাথাটা উচু করে ধরে রাখার সামর্থ্য রাখে
.
এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশী জয়ের অবদান সাকিবের,
.
সাকিব ক্রিকেট ইতিহাসের চতুর্থ ক্রিকেটার এবং প্রথম অলরাউন্ডার যে সব টেষ্ট খেলুড়ে দেশের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন!
.
একের অধিক ম্যাচে ১০ উইকেট এবং হাফ সেঞ্চুরি করার ক্ষেত্রে স্যার রিচার্ড হ্যাডলির পর তার অবস্থান!
.
আপনার স্যার টেন্ডুলকার বলেন! স্যার স্যার গ্যারি সোবার্স বলেন! স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান বলেন! স্যার রবার্টস অ্যান্ডারসন বলেন! স্যার ইয়ান বোথাম বলেন! কিন্তু শুধু সাকিব আল হাসানের মতো লিজেন্ডকে স্যার বলা তো দূরের কথা........!
.
সত্যি সে যদি আজ বাংলাদেশে জন্ম না নিতো ঠিকি অঘোষিত স্যার উপাধি পেতেন!
.
আর,
.
প্রথম আলোর মতো দেশে সর্বাধিক জনপ্রিয় পত্রিকা এভাবে ক্রিকেট বিশ্বমন্ডলে সর্বাধিক সুনাম অর্জন করা একমাত্র প্লেয়ারকে নিয়ে বিদ্রুপ করতে বিবেকে বাঁধা দিতো!
.
কে যেনো বলেছিলো, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৪৭

ঢাবিয়ান বলেছেন: সাকিব ভাল খেলোয়ার, তবে অধিনায়ক হিসেবে একেবারেই যাচ্ছেতাই। তবে বিদ্রুপের মুল কারন সে নির্বাচন করবে একথা মিডিয়ায় আসায়। সাকিবের উচিৎ এই বিষয়টা স্পষ্ট করা

২| ০৭ ই জুন, ২০১৮ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: দেরাদুনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।

৩| ০৭ ই জুন, ২০১৮ রাত ১০:১৯

একাল-সেকাল বলেছেন: আমরা যারা পুজা কিংবা ২১ শে ফেব্রুয়ারী বা অন্য যে কোন ফুলেল অনুষ্ঠানে যাই, লক্ষ্য করলেই দেখব সব ফুলই তরতাজা। ঠিক পরেরদিন মেট্রোপলিটনের গাড়ী এসে তুলে নিয়ে যায় ময়লা যেখানে সেই ফুল গুলোও থাকে তবে, পঁচা, বাসি, শুকনো শ্রী হীন অবস্থায়। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ভারতের কাছে (ইচ্ছাকৃত) আত্নসমর্পন করাটা প্রফেশনালিজমের ভাষায় “জঘন্য” দেরাদুনে হোয়াইট ওয়াশ টা (যদি হয়)! হবে “অতিশয় জঘন্য”

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.