নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সাধনা

১৯ শে জুন, ২০১৮ দুপুর ২:০৩

সামান্য একটু সফলতা যদি আপনাকে উত্তেজিত করে তাহলে আপনি কখনো লিজেন্ড হতে পারবেন না!
.
ওয়ান ডে ৪৯ টি এবং টেস্টে ৫১ টি সব মিলিয়ে সেঞ্চুরির সেঞ্চুরি করা একমাত্র কিংবদন্তি যদি ভাবতেন নব্বই করে ফেলেছি এবার মাথা গরম করতে হবে তাহলে হয়তো এই মাইল ফলক তিনি কখনো ছুঁতে পারতেন না!
.
তিনি শুধু যা করেছেন তা হলো আগের মতো নির্বিকারভাবে খেলে গেছেন! নিজেকে একটি ছন্দে রেখেছেন! যেটাকে বলে 'আমি আমার মতো'
.
ক্যারিয়ারে সুসময় দুসময় আসবে কিন্তু আমি শুধু আমার মতো খেলে যাবো! খুব সাধারণ একটি ট্রিকস মেক এ লিজেন্ড!
.
যেভাবে সত্তর আশি নব্বই রান করেছি সেভাবে একশও করবো! অন্যভাবে করতে গেলে উল্টো আত্মাহুতি হওয়ার সম্ভবনা বেশী থাকবে!
.
যে কোন কাজ করতে গেলে কেউ গালি দিবে কেউ তালি দিবে মূল বিষয় হলো যে কাজটি করছি তার ভ্যালু সমাজ কিংবা জীবনে কতটুকু ভূমিকা রাখবে! যদি উত্তর পজেটিব হয়ে তখন গালিতে তালিতে কি আসে যায়!
.
দুই একটি গান অথবা ভিডিও আপলোড করে আত্মগৌরবে ভোগা শিল্পীদের প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেছিলেন, 'আত্মতৃপ্তিতে ভোগা শিল্পী দেখে কষ্ট লাগে!'
.
নিজের গানগুলো শুধু জনপ্রিয় হলে হয়না তা সদ্য জন্ম নেওয়া বাচ্চার মতো তাকে সাধনা করে প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে হয় চরম এবং পরম ধৈর্য সহকারে! লিজেন্ডরা তা ই করে!
.
কথায় আছে আত্মতৃপ্তিতে ভোগা সংকীর্ণ মনের পরিচয়,
.
আমরা একটি মানুষের সফলতা দেখি কিন্তু তার পিছনকার যুগ যুগান্তরের সাধনা দেখিনা
.
ওসাইন বোল্টের তিনটি অলম্পিকে আটটি স্বর্ণ জেতার জন্য সময় লেগেছে মাত্র দুই মিনিট,
.
আর এই দুই মিনিটের জন্য উনি প্রায় দুই যুগ পরিশ্রম করেছিলেন!
.
দাম্পত্য জীবনের দিকে তাকিয়ে দেখুন দুই মিনিট খেলার পর সে খেলার ফলাফল ঠিক রাখতে আজীবন লড়াই করে যেতে হয়!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: এক গোত্র নেশাকরারসামগ্রী বিক্রি করে সদর্পে। সিগারেট , মদ তাদের মধ্যে অন্যতম। মানুষ এই গুলি সেবন কইরা অসুস্থ হয় আর ডাক্তার চিকিত্সা করে। পৃথিবীতে মানুষই মানুষের প্রধানতম শত্রু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.