নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নীরবতা

২১ শে জুন, ২০১৮ রাত ১০:১৪

হুমায়ুন আহমেদ কেনো সেরা তা একটি উক্তি দিয়ে বুঝা যায়, 'কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে। গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি    পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ!'
.
পরিণত হতে পেরেছেন বলেই তিনি সেরাদের সেরা হয়ে সবার হৃদয় জয় করে নিয়েছিলেন!
.
বলা হয়ে থাকে সফল মানুষের ঠোঁটে দুটি জিনিস থাকে একটি নীরবতা অপরটি হাসি ৷
.
আরো বলা হয়ে থাকে নীরবে কঠোর পরিশ্রম করো একদিন সফলতা নিজেই তা ঢোল বাজিয়ে জানান দেবে ৷
.
কিংবদন্তি নাট্যকার জর্জ বার্নাড শ বলেছিলেন, 'নীরবতা হলো ঘৃণা প্রকাশের সবচেয়ে বড় অস্ত্র!'
.
বিখ্যাত দার্শনিক এপিকটেটাসের মতে, 'নীরব থাকো যখন কেবলি বলার প্রয়োজন তখনি বলো আর কেবল সংক্ষেপে বলো ৷'
.
জর্জ রিচার্ডও বলেছিলেন, 'নীরবতা মঙ্গল না করতে পারে কিন্তু ক্ষতি করে না।'
.
বিপ্লবী চে বলেছিলেন, ‘নীরবতা এক ধরনের যুক্তি যা গভীর তথ্য বহন করে।’
.
তবে ততক্ষণ পর্যন্ত নীরব থাকা উচিত যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে তৈরী করছেন!
.
ততক্ষণ পর্যন্ত নীরবতা যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে যোগ্য করে তুলতে পারছেন না!
.
নীরবতা নিয়ে জগদ্বিখ্যাত নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন, 'সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো!'
.
নীরবতা তখনি ভঙ্গ করা উচিত যখন সবাই আপনার নীরব মুখের দিকে তাকিয়ে থাকে এই আশায় এই মুখ দিয়ে আশার আলো ফুটবে,
.
হযরত আলী (রাঃ) বলেছিলেন, 'বুদ্ধিমানেরা কোনোকিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে । আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে ৷'
.
সবচেয়ে বড় কথা নীরব হয়ে থাকা মানে বোকা হয়ে থাকা নয় বরং আরো বেশী কিছু জানার জন্য শুনতে থাকা এবং নিজেকে তৈরী করে নেওয়া যাতে তুমি জয়ী হতে পারো কিংবা সঠিক বেপরাটি উপলব্দি করার ক্ষমতা অর্জন!
.
আমাদের মূল সমস্যা আমরা কোন কিছু ভালোভাবে না জেনে সব বিষয়ে মন্তব্য করা শুরু করি! যা মূর্খদের কাছে আপনাকে জ্ঞানী বানালেও জ্ঞানীদের কাছে আমি হাস্যকর পাত্র হয়ে থাকবেন!
.
নিজের ভুল স্বীকার করাতো দূরের কথা কেউ ভুল ধরলে তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ছাড়ি!
.
তাই আমরা কখনো পরিণত হতে পারিনা এবং বিজয়ের শেষ হাসিটা অধরায় থেকে যায়!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৮ রাত ১০:২৪

কাইকর বলেছেন: আমার খুব প্রিয় একজন লেখক

২| ২১ শে জুন, ২০১৮ রাত ১০:৫৫

ঢাকার লোক বলেছেন: সত্যি বলেছেন, খারাপ কিছু বলার চেয়ে নীরব থাকা ভালো, আর ভালো কিছু বলা নীরব থাকার চেয়ে ভালো !

৩| ২২ শে জুন, ২০১৮ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: এই জন্যই আপনি নিরব থাকেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.