নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

দূর থেকে দেখা

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১:৩২

অবশেষে সব ভালবাসা কেবলি অভিনয় ছিলো তা প্রমাণ করার জন্য সারা জীবন অভিনয় করে যাচ্ছে কেউ কেউ!
.
তবুও কোন এক অলস দুপুরে হারিয়ে যাওয়া তুমি ফিরে এলে নির্বাক হৃদয়ে জমে মেঘ,
.
সব অংকের হিসেব মিলে না
.
দুমুঠো দুবেলা খাবার আর নিশ্চিত ভবিষ্যতে হারিয়ে কেউ হয়ে যায় নিঃশেষ!
.
ইট পাথরের বুকে মাথা গুঁজিয়ে ভালো থাকার চেষ্টা রাত পেরুলেই বুকে তুলে ঢেউ! এইতো ভালো আছি ব্যাস!
.
তবুও একদিন সিসি ক্যামেরা হয়ে দূর থেকে তোমাকে দেখলে মন্দ হতোনা!
.
কোন ভালবাসা কিংবা অধিকার নিয়ে নয়! দিব্যি দিয়ে তিন সত্যি বলে বলছি, এটা শুধু তুমি কেমন আছো জানতে চাওয়ার বৃথা চেষ্টা!
.
এটা দূর থেকে দেখা! তোমাকে কাছে পাওয়ার পরও সেই ছেলেটির মন খারাপ করে বসে থাকতে দেখে অট্ট হাসিতে চিৎকার করে বলা, একা! বড় একা! আমাকে ছ্যাঁকা দিয়েও তুমি আজ একা!
.
এটা হয়তো দূর থেকে দেখা! তুমিতো বেশ সুখে আছো! সুখে থাকুক জগতের সব ভালবাসা আশীর্বাদ করে আজকের মতো ঘরে ফিরে আসা!
.
দিব্যি দিয়ে তিন সত্যি বলে বলছি, এটা কেবলি দূর থেকে দেখা!
.
এটা এমন একটি দূর থেকে দেখা যা তুমি আমাকে কোন মেয়ের সাথে হাসিমুখে দেখে নষ্ট ছেলে উপাধি দেওয়ার পর অভিনয়ে সফল হয়েছি জেনেও বুকে চ্যাত করে উঠা স্ট্রংনেস!
.
তোমাকে ছাড়া বেশ ভালো আছি! ভালো থাকে তোমাদের ভালবেসে ওরা,
.
একদিন নষ্ট হওয়ার অভিনয় ছেড়ে সত্যি ভালো আছে কেউ কেউ!
.
এটা দূর থেকে...সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও লুকিয়ে রাখা ভালবাসা! আনমনা তাকিয়ে থেকে যে বাস্তবতার কাছে নিরুদ্দেশ!
.
এটা রিমান্ডে নেওয়া কোটা আন্দোলনকারীদের মুখে থাকা আর্তনাদ, 'আমাদের আর মেরো না আমরা আর তোমাকে চাইনা'
.
গুষ্ঠি কিলাই সরকারী চাকরির! আমিও তোমাকে ছেড়ে বাঁচতে চাই! আমাকে বাঁচতে দিন!
.
দিনশেষে তুমি এবং সরকারী চাকরি সবার ভাগ্যে জোটে না! কারো কোটা লাগে কিংবা কারো নিয়তি!
.
আমার নিয়তি হয়তো এমনি দালান কোটা ছাড়া জন্ম লাভ করেছে!
.
তবুও দূর থেকে দেখবো! কেবলি দূর থেকে দেখবো! কোটা আছে বলেই অনেক কিছু না চাইতে পেয়ে যায় তারা! তোমাকেও......!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৭

নাহিদ০৯ বলেছেন: বাহ্। সরকারী চাকুরি এবং তুমি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.