নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৫

একবার জাফর ইকবাল স্যার গুহায় আটকা পড়লো,
.
উদ্ধারকারী দল তার কাছে ড্রোন পাঠালো তার দৃঢ় বিশ্বাস ড্রোন না বরং সৃষ্টিকর্তা তাকে বাঁচাবে
.
উদ্ধারকারীদল তরপর তার কাছে ডুবুরী পাঠালো কিন্তু তিনি কোন মতেই তাদের সাহায্য নিবেন না তার বিশ্বাস সৃষ্টিকর্তা স্বয়ং তাকে বাঁচাবে
.
ক্রমান্বয়ে গুহাতে পানি বাড়ছে!
.
হাজার হলেও স্যার সুতরাং তাকে আড়কোলা করে নিয়ে আসার জন্য ক্যাপোট্রনিক নামক রোবট পাঠানো হলো,
.
সে বললো আমি জীবন দিয়ে আমার ছাত্রদের বুঝাতে চাই আমি নিজে নিজেকে বাঁচাতে না চাইলে সৃষ্টিকর্তা দিয়ে কোন কাজ হবে না!
.
যাই হোক! জাফর ইকবাল স্যার মারা গেলো!
.
মারা যাওয়ার পর সে আবিষ্কার করলো সৃষ্টিকর্তার অস্তিত্ব রয়েছে তারপর সে প্রশ্ন করলো, আছেন যখন আমাকে বাঁচালেন না কেনো?
.
তখন সৃষ্টিকর্তা আওয়াজ পাঠালেন, তাহলে ড্রোন, ডুবুরি রোবটগুলো কি অন্য কেউ পাঠিয়েছিলো?
.
ইয়ে মানে কাতুকুতু করতে করতে স্যার বললো, আমি বিশ্বাস করতে পারিনি যে ওগুলো সৃষ্টিকর্তার অনগ্রহও হতে পারে!
.
আবারও আওয়াজ এলো, সারা জীবন অবিশ্বাসী রয়ে গেলি রে পাগলা! এখনো!
.
গল্পটি কাকতালীয়ভাবে বললাম কারো সাথে মিলে গেলে শরীফ ভাই দায়ী নই
.
যে বিশ্বাস করে না তাকে যদি পুরো কলিজা কেটে বুঝানো হয় যে ভালবাসি সে বলবে ওজনে একটু কম হয়েছে বাকীটুকো কোন মেয়েকে দিয়ে এসেছো?
.
যে ভালবাসে না তাকে বার বার ভালবাসার প্রমাণ করতে যাওয়া বোকামি বৈকী কিছু নয় তার চেয়ে সেই ভালো জলদি কেটে পড়ো,
.
তার কাছে এতো কিছু দিয়ে প্রমাণ করার কিছু নেই!
.
যে জেগে জেগে ঘুমাই তাকে জাগানো যায় না! সব বুঝে শুনে যে নষ্ট হয় তাকে ভালোর বাণী শুনিয়ে লাভ নেই!
.
বাংলাদেশে আস্তিক নাস্তিক দ্বন্দ্বের শুরু এখান থেকে! এ ওকে বুঝায় ও একে বুঝায়! দিনশেষে বুঝাবুঝির শেষ হয় চাপাতি দিয়ে!
.
সৃষ্টি হয় চরমপন্থার........! শান্তির ইসলামে শুরু হয় অশান্তির! যা কাম্য নয়!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৬:১০

সনেট কবি বলেছেন: দারুণ বলেছেন।

২| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২১

রাজীব নুর বলেছেন: মানী লোককে সম্মান করতে হয়। তাতে নিজের সম্মান আরও বাড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.