নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

উদ্বাস্তুদের বিশ্বজয়

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৪

সিগারেটের ধোঁয়ায় প্রাক্তনকে উড়িয়ে দিয়ে নষ্টালজিক হওয়ার সময় অনেকের হয়না! মাথায় বোনের বিয়ের খরচ কেমনে জোগাবে সে চিন্তাগুলো ঘুরপাক করে,
.
বৃষ্টিকে টালমাটাল হয়ে অনুভব করার সাহস সবার থাকে না কত দ্রুত সেখান থেকে নিরাপদ দূরত্বে যাওয়া যায় সেটা মূল কথা কারণ এতোবার অনিচ্ছা সত্ত্বেও বৃষ্টিতে ভিজতে হয় অনেকের,
.
হ্যাং আউটের কথা চিন্তা করলে অনেকের সবার আগে মনে পড়ে ছোট ভাইয়ের টিউশনি ফি'র কথা
.
মোবাইলে রিচার্জ করার টাকা শেষ হয়ে গেলে খোদার কসম অনেকে মনে মনে বলে ভালবাসার গোষ্ঠী কিলায় কি এক আপদে পড়লাম রে ভাই! প্যারা!
.
বাসে এক টাকার জন্য অনেকে ঝগড়া করার মানে তুমি বুঝো? প্রতিটা কয়েন এক একটা অনিশ্চিত হিসেব মিলানোর ভূমিকা পালন করে,
.
অক্সিজেন মোড়ে দাঁড়িয়ে যে ছেলেটা রাস্তা থেকে সিঙ্গারা কিনে খায় সে ও জানে এটা জাঙ্ক ফুড! তবুও তিন টাকা দিয়ে এরচেয়ে ভালো কিছু নেই যেটাতে পেট ভরবে!
.
কতটুকু ব্যবহার করলে একটা শার্টের কলারে ছিঁড় ধরে অনেকের সে খবর কে বা রাখে?
.
কথায় কথায় ক্ষেত বলা মানুষটার গল্প কি জানো যে নিজে ছিঁড়ে গেলেও প্রিয় মানুষদের ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে!
.
হুট করে একটা মানুষ দেখে তাকে শাহরুখ খানের সাথে তুলনা করে বলে দাও মানুষগুলো একটু স্মার্ট হতে পারে না?
.
একদিন উত্তপ্ত রোদে বায়জিদ থেকে দুই নং গেইটে সকাল আটটা থেকে রাত বারটা পর্যন্ত টেম্পুতে ঝুলে থাকতে বলিও তারপরের দিন ইস্মার্টনেস বের হয়ে যাবে!
.
যদি পারো একদিন কেডিএস এক্সেসোরিজের সামনে যেখানে রাস্তার কাজ হচ্ছে সেখানে শ্যুট বুট টাই পড়ে ছয়শ টাকা মাইনে ইট পাথর ভেঙ্গে বাড়ি যাওয়ার সময় নন্দ বাবু সেজে একটা সেলফি আপলোড দিয়ো আমি শেয়ার করবো তোমার ইস্মার্টনেস ভাব!
.
সামান্য কক্সবাজার ট্যুর দিয়ে আসার পরের দিন নোনা জলে ক্লান্ত কত সোনালী মেয়েকে চিনতে পারিনি!
.
তোমাদের মতো পরিবেশ পেলে অনেকে অনেক কিছু করিয়ে দেখিয়ে দিতো!
.
একটু সুযোগ পেয়েছে বলেই মাত্র সাত বছর বয়সে ঘর ছেড়ে উদ্বাস্তু হওয়া লুকা মদরিচ বিশ্বের সেরা খেলোয়ার মুকুট গোল্ডেন বল জিতে নিয়েছে!
.
সবাই তোমাদের মতো সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেয়না! অনেকে অনেক যুদ্ধের মধ্য দিয়ে বড় হয়! জীবন তাদের রোহিঙ্গা বানিয়ে ছাড়ে!
.
কখনো বাবা মামা নামক বটগাছটি ছাড়া নিজেকে কল্পনা করে দেখিও তুমি কিচ্ছুনা! যদি কখনো নিজের হেডামে কিছু হতে পারো তবে তুমি এক্কান মানুষ হয়ছো! তোমাকে পৃথিবীর দরকার!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:২০

মেমননীয় বলেছেন: এবারের বিশ্বকাপ উদ্বাস্তুদের!
এদের মানষিক শক্তি অনেক,
এরা কখনো হার মানে না।
চেষ্টা চালিয়ে যায় টিকে থাকার।

২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৪

স্রাঞ্জি সে বলেছেন: গুরুত্ববহ পোস্ট। ভাল লাগল।

৩| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: ভালো লিখেছেন। যারা এর মধ্য দিয়েই যাচ্ছে তাদের আরেকদফা মন খারাপ হবে। আর যাদেরকে উদ্দেশ্য করে বলা তাদের চিন্তা কতখানি নাড়া খাবে কে জানে।

আপনার পোস্টে লাইক দিতে চেয়েছিলাম, অপশন পেলাম না।

৪| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪২

চঞ্চল হরিণী বলেছেন: প্রথমে পাইনি, পরে পেয়েছি।

৫| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: মাথার উপর বট গাছ থাকা খুব দরকার।

৬| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

টোনাল্ড ড্রাম্প বলেছেন: ব্লগের প্রতিউত্তর দেয়াটাও একজন অমায়িক ও দায়িত্ব সম্পন্ন ব্লগারের দায়িত্ব, কিন্তু, দুঃখজনক হলো আপনি কখনই তা করেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.