নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্যাঁচ

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৪

এক বন্ধু বলতো মেয়েদের মাথায় এমন প্যাঁচ পেরেক ঠুকালে স্ক্রু হয়ে বের হয়,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক বান্ধবীকে কথাটা বলার পর সে বলেছিলো, 'ছেলেদের মাথায় বুঝি স্ক্রু ঠুকালে পেরেক হয়ে বের হয়?'
.
কে যেনো বলেছিলো, 'জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়'
.
জিলাপীর প্যাঁচ যেমন কুটিলতার উদাহরণ তেমন প্যাঁচ ছাড়া কোন কিছু বেঁধে রাখাও যায় না!
.
বাংলাদেশে ব্যাংকের সোনাও বেশী করে প্যাঁচ দিয়ে রাখলে হয়তো চুরি হওয়ার ঝুঁকি কমে যেতো,
.
ছোট বেলায় প্যাঁচ দিয়ে লাঠিম ঘুরাতাম! ঘুড়ি উড়াতাম!
.
ইদানিং প্যাঁচ আর কূটনামি শিখতে ভারতীয় সিরিয়াল দেখছি
.
প্যাঁচ শিখাটা এখন মনে হচ্ছে সবচেয়ে বেশী দরকার কারণ বসের কথার প্যাঁচ, কুস্তির মার প্যাঁচ, অন্যকে হটাতে প্যাঁচ লাগানো থেকে শুরু করে হালের ঘোচের জন্য লুঙ্গিতেও প্যাঁচ মারতে হয়!
.
সমাজেক পাঁচ জন মানুষ এক হলে সেখানে শুরু হয় 'প্যাঁচ ফোড়ন'
.
দাম্পত্য জীবনেও কেউ প্যাঁচ দেয় কেউ প্যাঁচ খোলে,
.
শেষ মুহূর্তে কেউ কেউ প্যাঁচ খোলার বৃথা চেষ্টা করে তবুও ফাঁসি হয়ে যায়! কিচ্ছু করার থাকে না!
.
সাইট ইঞ্জিনিয়ারদের শিখানো হয় জি আই পাইপে ৭.৫ টি প্যাঁচ থাকা প্রয়োজন!
.
হাল আমলের জাভাস্ক্রিপ্টে প্যারামিটার আর আর্গুমেন্টে প্যাঁচ লেগে যায়!
.
দিন থেকে দিন প্যাঁচ লেগে যায সহজ সরল সোজা সম্পর্কগুলোতেও
.
রাজনীতির মার প্যাঁচের মধ্যে পিষ্ঠ জনগন!
.
কেউ কেউ তো রোজ প্যাঁচ লাগাই! 'এখানে বিনামূল্যে প্যাঁচ লাগানো হয়' নামক সাইন বোর্ড দিয়ে তা পেশায় অন্তর্ভুক্তি এখন সময়ের দাবী!
.
প্যাঁচালো জীবন রন্ধ্রে রন্ধ্রে প্যাঁচ! চলছে পথের প্যাঁচালী!
.
সরল অংকের মধ্যে জটিল প্যাঁচ কষে সমাধানে পৌঁছানো হয়না কারো কারো হয়তো দিনশেষে উত্তর মেলে না,
.
তোমার ভালবাসাটা বেঁধে রাখার জন্যও একটা আলতো প্যাঁচ দিয়েছিলাম কিন্তু তাতে মরা প্যাঁচ লেগে গেছে তাই ভালবাসা কেটে তোমাকে মুক্তি দিলাম!
.
কিন্তু,
.
আবেগগুলো কেটে নেওয়া প্যাঁচ হয়ে নিজের কাছে থেকে যায়! তুমি বরং অন্যের প্যাঁচ খোলো আনন্দ করো, ভালো থেকে অঞ্জনা! খুলতে না পারা প্যাঁচটা বরং হয়ে থাকুক সান্ত্বনা!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৪

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: প্যাঁচটা ভালোই

২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৬

কাইকর বলেছেন: ইদানিং ব্লগেও প্যাচা পেচি লেগে গেছে

৩| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: পড়লাম।

৪| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.