নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বাল থেকে বালক

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭

'পুলিশ আমার চ্যাটের বাল' ছাত্রছাত্রীদের কারণে স্লোগানটি আজ ভাইরাল!
.
সত্যি ভাই, এই বাল শব্দটির মধ্যে শক্তি আছে! বাল শব্দটির সঠিক ব্যবহার যুগে যুগে আমাকে নিরাশায় আশা আর হতাশায় ভরসা দিয়েছে!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে জীবনের প্রথম প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর অদ্ভুত ভাবে আমার তৎকালীন আট জিবি মেমোরি কার্ড স্যাড গানে পরিপূর্ণ হয়ে গিয়েছিলো! কোন কিছু আমাকে আশা দিতে পারছিলো না তখন স্বলিখিত দুটো লাইন আমাকে ছন্দে ফিরিয়েছে 'বালের ছ্যাঁকা, বালের প্রেম! জীবনের মানে পেইনের উপ্রে পেইন!'
.
জীবনে আমাকে শক্তি দেওয়া লাইনগুলোর মধ্যে 'দুর্বাল বলে যদি জীবনের সকল নিয়ম ভেঙ্গে ফেলি তবে কি আর হবে বাল!' অন্যতম!
.
মধ্যবিত্তের জন্য বাল কেবলি একটি শব্দ নয় অক্সিজেনও বটে,
.
অসুখের অ চলে গেলে সুখ তেমনে আবালের আ চলে গেলে সে বাল হয়!
.
সন্দীপের প্রিয় বন্ধু ইকবাল কে যখন বাল ডাকতাম সে তখন সে খুব সুন্দর করে বলতো দেখ্ দোস্ত বাল থেকে 'বালকে'র উৎপত্তি!
.
বড় হয়েও শিশুদের মতো আচরণ করাকে বলে বালখিল্যতা যা সাহিত্যিকরা যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে,
.
যে দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী বিচারপতি আমলা কামলা সবাই বালখিল্য কথা আর আচরণ করে কিংবা মানুষ মরলেও হাসি ঠাট্টা মশকরা করে সে দেশে এক শ্রেণির মানুষ হঠাৎ সুশীল হয়ে বাল নামক পবিত্র উপকারী শব্দ নিয়ে উঠে পড়ে লাগে!
.
কোটি মানুষের আবেগের শব্দ বাল নিয়ে এতো চিন্তা না করে বালখিল্য স্বভাবের মানুষদের নিয়ে চিন্তা করা দরকার,
.
যারা রাতে বউ অভিমান করে সঙ্গম করতে না দিলে সেখানেও বিরোধি দল কিংবা তৃতীয় পক্ষের ষড়যন্ত্র খুঁজে পাই!
.
জন্ম থেকে দেখেছি অন্যায় অবিচার রাহজানি গুম খুন চামাচমি দলাদলি মারামারি আষ্টেপিষ্টে রেখেছে প্রিয় স্বদেশকে!
.
একবার ভাবি এদেশে আমাদের জন্মই আজন্ম পাপ আবার ভাবি না সব একদিন ঠিক হয়ে যাবে!
.
কিন্তু ঠিক হবে বলে কথা দিয়েও কেউ কথা রাখেনা!
.
এ যখন অবস্থা তখন হঠাৎ লক্ষ্য করলাম কিছু স্কুল বাচ্চা একদিনের জন্য হলেও দেশের পরিবহন ব্যবস্থাকে একদম সোজা করে ফেলেছে যা স্বাধীনতার পর অবধি কেউ পারেনি!
.
তখন ওদের মুখের নষ্ট প্রতিবাদ মুখর শব্দগুলো মধুর লাগা শুরু করেছে কেনো জানি মনে হয়েছে শব্দগুলোতে কিছু শক্তি লুকিয়ে আছে!
.
বঙ্গবন্ধু বলেছিলেন, 'তুমি যখন ভদ্র লোকের সাথে খেলো তখন ভদ্রভাবে খেলিও কিন্তু যখন বেজন্মাদের সাথে খেলবে তখন তোমাকে আরো বেশী বেজন্মা হতে হবে নাহলে তুমি হেরে যাবে!'

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭

শাহারিয়ার ইমন বলেছেন: বালকে অগ্রাহ্য করার উপায় নেই

২| ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৫

সাদা মনের মানুষ বলেছেন: কাশ্মীরে একটা মসজিদের নাম হযরত বাল মসজিদ

৩| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগে গুটি কয়েক দলকানো বালমালগণ ছাত্রছাত্রীদের অশ্লীলতা নিয়ে যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা শুরু করেছেন। উফ! কি বললো ভাই। বালের এই রাজনীতি দেশটাকে খেয়েই শান্তি হবে।

৪| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:২৩

প্রশ্নবোধক (?) বলেছেন: BAL মানে কি???

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.