নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আজ আশা নেই! ভাষাও নেই!

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

আগামী আসন্ন নির্বাচনে মাঠে সেনাবাহিনী না নামলে হালকা ট্রেনিং দিয়ে এই স্কুল বাহিনীগুলোকে নামিয়ে দিয়ে দেখুন নির্বাচন সুষ্ঠ হতে বাধ্য,
.
কিছুদিন আগে ভারতে একটি স্কুলে পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক একটি চ্যাপ্টার বাস্তব প্রয়োগ পদ্ধতিতে শিখতে গিয়ে স্কুলের ছেলেমেয়েরা সে গ্রামের কলেরা, টাইফয়েড নির্মূল করে ফেলছিলো!
.
স্কুল ছাত্রদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ওদের কোন নেতা থাকে না যে নেতাকে ধরে নিয়ে গেলে আন্দোলন এমনি বন্ধ হয়ে যাবে!
.
মধু পোকার রানীর মতো ওরা নেতাকে বাসায় রেখে এসেছে তাই রাস্তায় তাকে খুঁজে পাওয়া যায় না!
.
স্কুলে প্রতি ক্লাশে একজন ক্যাপ্টেন থাকে আর অন্য সবাই এক থাকে, ক্যাপ্টেন থাকে সবসময় শিক্ষকদের পক্ষে তাই সে হয়ে থাকে বাকী সবার কাছে এক ঘরে করে দেওয়া এক ছাত্র,
.
যে কোন আন্দোলনে অবশ্যই নেতা থাকা উচিত তবে এমন নেতা নয় যে নেতাকে বিশ লাখ কিংবা তারচেয়ে বেশী কম টাকা দিয়ে কিনে ফেলা যাবে সুতরাং এমন নেতা থাকার চেয়ে না থাকা ভালো
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেতন বৃদ্ধি নিয়ে সবচেয়ে বড় আন্দোলন কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছিলো যেখানে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সাধারণ ছাত্রদের প্রতিনিধি তবারক নামক ছেলেটিকে কিনে নেয় বলে অভিযোগ উঠেছিলো পরে অবশ্য সাধারণ ছাত্রদের তোপের মুখে দাবী মেনে নিতে প্রশাসন বাধ্য হয়েছিলো,
.
জগতে এখন দুষ্ট নেতার চেয়ে শূন্য নেতা ভালো!
.
স্লোগান এখন, 'কিসের নেতা, কিসের ডর, সমস্বরে এগিয়ে চল!'
.
জীবন থেকে নেওয়া,
.
সব নেতা কর্মীদের পোনা মারা দেয়!
.
এখন আর নেতা নাই রে ভাই! নেতা নাই যে সবার আগে সামনে এগিয়ে গিয়ে বলবে, গুলি সবার আগে আমাকে কর্
.
আগে নেতারা কর্মী বুকে আগলিয়ে রাখতো আর এখনকার কর্মীরা নেতা বুকে আগলিয়ে রাখে!
.
জন্মের পর থেকে শুনেছি একদা নেতা ছিলো কিন্তু কখনো দেখেনি
.
নেতা এখন ত্রাস! নেতা দেয় শুধু বাঁশ!
নেতারা এখন সাধু বড্ড! ঠেলে দিয়ে পোস্টেড করে, সাবাস! নেত্রী! সাবাস! নারী জাগরণ হচ্ছে...!
.
এখন সামনে নেতা, পিছনে নেতা, উপরে নেতা, নিচে নেতা, নেতার ভীড়ে কর্মী এখন বড্ড একলা....!
.
সময় এখন নেতা খাওয়ার টাইম নাইক্কা টাইপ
.
আরেকটু ক্লিয়ার করে যদি বলি 'নেতা দোচার টাইম নাই' তখন আপনারা বলবেন বায়ান্ন, ঊনসত্তর, একাত্তরেও তো আন্দোলন হয়েছে তখন তো স্লেজিং ছিলো না,
.
আরে ভাই তখন নেতাও ছিলো সাথে মানবতা ও....!
.
সোনার বাংলা গঠনের স্বপ্ন ছিলো! আশা ছিলো! ভরসা ছিলো! ভাষা ছিলো!
.
আজ আশা নেই! ভাষাও নেই!

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: যেসব পোস্টার নেতারা পোস্টারিং করে রাস্ট্রের পরিবেশ নষ্ট করছে, রাষ্ট্রের টাকা নষ্ট করে- এদের বয়কট করা এখন সময়ের দাবী।

২| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:১৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আশা হারাতে নেই। নতুন প্রজন্ম আশা জাগাবে।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: নিজেরাই আইন মানেন না,
কিন্তু তারাই আইন পাশ করেন।।

কি মজা..........না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.