নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ওভার টেকিং

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১০

সোনার ছেলেরা নিজেদের বাঁচানোর জন্য হেলমেট পড়ে মারতে নেমেছে সুতরাং মোটর সাইকেল চালানোর সময় হেলমেটও তেমনি আপনার জীবন বাঁচাবে,
.
দেশের নিরাপত্তার স্বার্থে নেটের গতি থ্রিজি ফোরজি থেকে কমিয়ে এনেছিলো তেমনি জীবনের নিরাপত্তার স্বার্থেও যানবাহন চালানোর সময় বেপোরোয়া গতি কমিয়ে আনতে হবে,
.
একজন ফ্রি ল্যান্সার ফটোগ্রাফারকে মারার সময় তখন কয়েক ডজন ফটোগ্রাফার সে দৃশ্য পিছন থেকে ভিডিও করতে ছিলো সুতরাং সামনে যা ই হোক ওভার টেক করা যাবে না এবং নিজ দায়িত্ব পালন করুন,
.
এক পুলিশের ছেলেকে তার ছেলে বলেছিলো 'পুলিশ কোন চ্যাটের বাল' এর থেকে যাত্রী এবং বাস চালকদেক শিক্ষা নিতে হবে, সবার আগে নিজের জীবন!
.
একটি নিউজ দেখছিলাম মেয়ে বাবার লাইসেন্স চেক করছে সুতরাং নিরাপদ সড়কে নামার আগে আপনি আপনার বিশ্বস্ত যানবাহনটির সব ঠিক ঠাক আছে কি না চেক করে নিন,
.
গুজবে কান দিবেন না যেমন সত্য তেমনি গাড়ি চালানোর সময় পাশে সুন্দরী মেয়ে থাকলে চোখ দিবেন না তাতে দুর্ঘটনার ঝুঁকি থাকে!
.
আসেন কিছু বাস্তব কথা বলি,
.
চট্টগ্রাম টাইগার পাস থেকে দেওয়ান হাট পর্যন্ত এক লাইনে বাস, আরেক লাইনে সিএনজি রিক্সা ইত্যাদি ছিলো মাঝখানে লাইন ঠিক রাখার জন্য দুই হাত পর পর স্টুডেন্টরা বসা ছিলো কিন্তু যখনি ড্রাইভার উকি দিয়ে দেখলো ছাত্ররা নাই তখন লাইন আবার বেলাইন হয়ে গেলো!
.
জিইসি থেকে ওয়াসা পর্যন্ত রিক্সার একটা সুন্দর লাইন ছিলো তা ও যখন ছাত্রদের অতিক্রম করলো ভেঙ্গে গেলো!
.
এখন প্রশ্ন হলো ট্রাফিক নিয়ম মানানোর দায়িত্ব কি কেবল সরকার পুলিশ কিংবা ছাত্রদের?
.
আমরাই তো আগামীকাল লাইসেন্সবিহীন গাড়িগুলোতে উঠবো! অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভারের দিকে আঙ্গুল তুলে বলবে, এতো আস্তে চালাস কেন!
.
ওভার টেকিং করে চলে যাওয়া গাড়ির দিকে তাকিয়ে মারহাবা! মারহাবা! দিয়ে বলবো পরের গাড়ি আগে চলে যায় তুমি কোন চ্যাটের বালের ড্রাইভার!
.
জীবন আমাদের সুতরাং আমাদের জীবন নিয়ে সরকার আমাদের চেয়ে বেশী ভাববে না....!
.
অতিরিক্ত লোক নিবেন না স্লোগান দিয়েও আমি কাল অতিরিক্ত যাত্রী হয়ে সবার আগে উঠবো!
.
তবুও আশা করবো আমি ছাড়া সবাই ট্রাফিক আইন মানবে! সবাই একই আশা করে যাবে মাইরি!

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


এসব যন্ত্রনা পেছনে রেখে, আমি সন্দ্বীপ চলে যাবো

২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ব্লগার ভ্রমরের ডানার একটি কমেন্টে কিছু প্লেকার্ডে লেখা দেখে হোঁচট খেয়েছিলাম। এতো অশ্লীল লেখা!
রাস্তায় নেমে যখন ছাত্রছাত্রীদের অক্লান্ত শ্রমে ট্রাফিকের একটা সুশৃঙ্খল অবস্থা দেখলাম, সত্যিই অভিভূত হয়েছি। পুলিশ যা কখনো করতে পারেনি, এই ক্ষুদে ছেলেমেয়েরা তাই যখন করে দেখায়, মনে হয় তাই তো, পুলিশ কোন চ্যাটের বাল!
পরবর্তিতে ছাত্রলীগ ওদের উপর হামলা চালালে একই ভাবে ওদের স্লোগান দিচ্ছে, আমার ভাই রক্তে লাল, ছাত্রলীগ কোন চ্যাটের বাল।
এরা থামার নয়। সরকার যদি বাড়াবাড়ি করে, শ্লোগান থেকে রক্ষা পাবে না হয়তো উপর মহলও। অতএব, সময় থাকতে সাধু সাবধান।
সুন্দর বলেছেন আবদুর রব শরীফ ভাই। আমাদের সচেতনতা দরকার, আমরা দায়িত্বশীল হলে, ট্রাফিক আইন মানলে আমাদেরই মঙ্গল। শুভেচ্ছা :)

৩| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫

শাহারিয়ার ইমন বলেছেন: বাঙালিরা তাদের স্বভাব চেইঞ্জ করতে পারবেনা

৪| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এখন তাদের ক্লাসে ফিরা উচিৎ।
তবে প্রধানমন্ত্রী তার বিশ্বাসযোগ্যতা ধীরে ধীরে হারিয়ে ফেলে তলানিতে নামিয়ে এনেছেন | কোটার মতো সমস্যা সৃষ্টিকারী ইস্যুর যার বেনেফিসিয়ারির অধিকাংশই ভুয়া তাকে এতো গুরুত্ব দেয়ার প্রয়োজন আছে কি? একইভাবে সড়ক দুর্ঘটনার সাথে জড়িত পিশাচ ড্রাইভারদের এবং এদের অভিভাবক মালিক এবং সংশ্লিষ্ট শ্রমিক নেতাদের মতো বেনেফিসিয়ারিদের জন্য গোটা দেশবাসীকে জিম্মি করে রাখায় পক্ষাবলম্বন একজন প্রধানমন্ত্রী সুলভ আচরণের প্রকাশ নয় |

৫| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০

জগতারন বলেছেন:
পোষ্টে ভালো লাগা জানাইলাম ও লাইক দিলাম।

ব্লগার স্বামী বিশুদ্ধানন্দ -এর মন্তব্যও ভালো লাগল ও লাইক দিলাম।

৬| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩০

এটম২০০০ বলেছেন: Chatro League,
Have a look at the “children in movement for stopping murders by the drivers” on Bangladeshi road.

Do not try to commit any hard to them as per advise of your leader. It is a caution for you.

REMEMBER: They are the dearest sons and daughters of Bangladesh Military officials, Bangladesh Police officials, RAB personnel, Intelligence Department personnel, SSF officials, Bureaucrats and so on.

Do something to them, and you will face the consequences.

DEFINITELY THE Bangladesh Military officials, Bangladesh Police officials, RAB personnel, Intelligence Department personnel, SSF officials, Bureaucrats ARE WORRIED FOR THEIR CHILDREN ENGAGED IN JUST MOVEMENT. But they cannot say anything because they cannot breach discipline. But if any of their dear children are lost ....... they would see. .

৭| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: “আপনি রেগে গেলেন তো হেরে গেলেন”।

লাখ লাখ অথবা কোটি কোটি
নতুন ও পুরানো ভোট বা সমর্থন হারালেন।

৮| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

ঢাকার লোক বলেছেন: ঠিক বলেছেন, জীবন আমাদের, নিজেকে বাঁচাতে সরকারের কর্মপন্থার অপেক্ষা না করে নিজেদেরই বেশি সচেতন হওয়া আবশ্যক। আসুন আজ থেকে ঠিক করি, আমরা এলো পাথাড়ি দৌড়ে রাস্তা পার হবো না, হুড়োহুড়ি ধাক্কা ধাক্কি করে বসে উঠবনা, বাসের হ্যান্ডেলে ঝুলে যাবো না, ভাঙা গাড়ি দ্রুত গতিতে চালাবো না, অতিরিক্ত যাত্রী বোঝাই করবো না, ট্রাফিক আইন মেনে চলবো । নিজে বাঁচুন অন্যকে বাঁচতে দিন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.