নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

চুমু দিবে না বরং.....!

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬

সড়ক দুর্ঘটনায় প্রাণহাণিতে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে
,
তবে বাংলাদেশে গড়ে প্রতিদিন ৬৪ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় তার মধ্যে চৌদ্দ জন শিশু তবে তাতে কোন সরকারের টনক নড়বে বলে মনে হয় না!
.
.
.
যৌতুক আদান প্রদান কিংবা গ্রহণে প্ররোচনা, উৎসাহ দিলেও পাঁচ বছর কারাদন্ড!
,
গত পাঁচ বছরে যৌতুকের বলি হয়ে হত্যার শিকার হয়েছেন ১ হাজার ১৫১ জন নারী তাতেও কখনো সরকারের টনক নড়বে না!
.
.
.
ইভটিজিং করলেও এক বছরের শাস্তি এবং অর্থদন্ডের বিধান আছে
.
প্রতিদিন হাজার হাজার নারী ইভটিজিংয়ের শিকার হলে সরকারের কি ই বা আসে যাবে!
.
.
.
যতটুকু জানি যৌন পীড়নে তিন থেকে দশ বছর শাস্তির বিধান রয়েছে
,
চার্জশিটের অভাবে দেশের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পর পর ২ বছর যদি ৯৬ শতাংশ মামলা বিভিন্ন কারণে খারিজ হয় তাতেও সরকারের গদি কখনো নড়বে না!
.
.
.
নারী ও শিশু নির্যাতনে পাঁচ থেকে অনধিক দশ বছরের মতো কারাদন্ডের বিধান রাখা হয়েছে!
.
.
.
কিন্তু ফেসবুকে বা কোনো গণমাধ্যমে কাউকে নিয়ে মানহানিকর বা বিভ্রান্তিমূলক কিছু পোস্ট করলে তাতে লাইক কিংবা শেয়ার করলেও ১৪ বছর কারাদন্ড
,
কারণ এতে কারো তেমন ক্ষতি না হলেও শাসক দলের ক্ষমতা হুমকির মুখে পড়বে!
.
কথায় আছে মামা আগে ক্ষমতা বাঁচা!
.
.
.
আজ রবীন্দ্রনাথ বেঁচে থাকলে হয়তো লিখতেন,
'মদ খা, গাজা খা, পারলে একটু বিড়ি খা তা না পারলে দরকার হলে হত্যা গুম খুন রাহজানি ল্যাডারিং মানি যৌতুক কৌতুক কর তারপরেও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কিছু বলিস্ না । চরিত্র পচে যাক, তারপরও বেঁচে থাকতে পারবি!'

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কখনই এরকম লিখতেন না।

২| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩

স্রাঞ্জি সে বলেছেন:
হাস্যকর কথা বললেন।

রবীন্দ্রনাথ সম্পর্কে আপনার ধারণাই নাই।

৩| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৩

প্রশ্নবোধক (?) বলেছেন: রবীন্দ্রনাথকে দিয়ে সবই সম্ভব।

৪| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিরা ন‍্যায়ের পক্ষে।
প্রবঞ্চনা করে না তারা।
মানুষের কষ্ট যে কামনা করে
সে কবি নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.