নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

গল্পটি মানসিকতার....!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২০

কেউ একজন বলেছিলো মেয়েটির সত্তরটা বফ্ আছে তখন ছেলেটি বলেছিলাম 'তার উপর আমার প্রচুর বিশ্বাস আছে!'
.
তারপর আরেকজন এসে বললো 'মাইয়া তো ভালা না' দেখলে বুঝা যায় তারপরেও ছেলেটি বলছিলো 'তুমি বরং ভালা মাইয়া লইয়া থাকো!'
.
এরপর তো একজন বলা শুরু করলো 'ভাই মাইয়ার তো ঝুলে গেছে' কমেন্টে বড্ড নোংরা মানসিকতা দেখে চেপে গেলো ছেলেটি,
.
জনৈক অঞ্চল বিশেষজ্ঞ এসে বললো 'অমুক এলাকার লোক ই ভালা না' ছেলেটি বললো 'তুমি বরং ভালা লইয়া থাকো!'
.
অতপর 'মেয়ে তো নামায পড়ে শুনেছি ফেসবুকে এসব কেমন ছবি ছিঃ ছিঃ' ছেলেটি বলেছিলো 'ফেসবুকে শখ করে দুটা ছবি দিলেই কি একটা মেয়ে মানুষ খারাপ হয়ে যায়!'
.
জগতে কেউ কমেন্ট না করে থাকে না সুতরাং 'আপনার সাথে একদম যায় না এই মেয়ে' তবুও 'কেবলি জীবনে মানিয়ে গেলে হবে' মর্মে ছেলেটি মুচকি হাসছিলো!
.
গল্পটি সমাজের নোংরা মানসিকতার,
.
'মাইয়া মানুষের বিশ্বাস নাই ভাই চেক এন্ড ব্যালান্সে কাজ করতে হয় সুতরাং প্রেম করে এতো লাফালাফির কিছু নাই, সকাল বিকাল লাথ্থির উপ্রে রাখতে হয় বুঝলে' তবুও ছেলেটি ভালবেসে যেতো!
.
এমনি হয় কমেন্টগুলো,
.
আমাদের সন্দ্বীপে একটা উপকথা আছে, দশ কথা না হলে বিয়ে কিংবা সম্পর্ক হয়না!
.
মজার বেপার হলো সেখানে একটা মেয়ের সৌন্দর্যের মধ্যে সবার আগে নাক দেখা হয় কোন রকমে যদি নাক বোচা(বেসাইজ) হয় তাহলে তো কথায় নেই.....!
.
কোন কিছু আমলে নেয়নি ছেলেটি! মানুষের মানসিকতা এমনি!
.
যখন দিনশেষে স্বয়ং মেয়েটি বললো, 'তোমার কোন যোগ্যতা নেই! তোমার সাথে আমার যায় না! কি আছে তোমার? তবুও ভেবেছিলাম মানসিকতা অন্তত ভালো হবে যদি মানসিকতা ভালো হতো তাহলেও একটা কথা ছিলো..... তুমি একটা ব্লা ব্লা!'
.
গল্পটি মানসিকতার..... তুমিও তো মানুষ!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: আপনার পড়া সেরা বইটার নাম বলেন তো?
আমিও পড়তে চাই।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১

নীল আকাশ বলেছেন: আমাদের মন মানষিকতার আসলেও পরিবর্তন হওয়া দরকার। আমি আপনার সাথে একমত।
আপনার মতোই কিছু একটা লেখার চেস্টা করেছিলাম, Click This Link

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২

তৌহিদ রাসেল বলেছেন: আজ সকালে ব্লগে ঢুকে আপনার লেখা পেয়ে ভাল লাগলো ব্রো

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

আতোয়ার রহমান বাংলা বলেছেন: একদম ঠিক আমাদের মন মানষিকতার আসলেই পরিবর্তন হওয়া দরকার

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি গত কয়দিন আপনার লেখা খুজছিলাম।

ভাবছিলাম হাল ছেড়ে দিলেন কিনা? না আজ পেয়ে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.