নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সর্দি এবং ঘামের গল্প

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

একটা সময় ছিলো যখন রাস্তায় জুতোর মধ্যে কোন ছোট বালুকণা ঢুকে হাঁটতে একটু অসুবিধা হলেও আমি সামান্য জুতো খুলে সেটা বের করতে আন্ ইজি লাগতো কারণ জুতো খুলার সময় যদি লোকে দেখে পেলে!
.
হায় আল্লাহ! কি লজ্জা! মরি! মরি!
.
এমনও সময় গেছে মোজা ছিঁড়া ছিলো বলে মেহেদী রাতে আমি পুরো রাত জুতো খুলিনি যদি খোলার সময় কেউ দেখে পেলে!
.
হায় আল্লাহ! কি লজ্জা! মরি! মরি!
.
এহেন ও হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নং গেইটে এক গরীব বৃদ্ধা বুড়ি সে বাজারের ব্যাগ আলগিয়ে মাথায় উঠাতে পারছে না বলে আমাকে রিকু করেছিলো একটু হেল্পের জন্য আমারও ইচ্ছে করছিলো খুব কিন্তু কেউ দেখে পেললে কি হবে ভেবে আমি চারপাশে তাকাচ্ছিলাম!
.
হায় আল্লাহ! কি লজ্জা! মরি! মরি!
.
এমনি হতো! এমনি হয় আমার মতো অনেকের,
.
তবে এক সময় এসে উপলব্ধি করেছি জীবন থেকে যত শিক্ষা নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো যে কাজটা করতে ভালো লাগে কিংবা মঙ্গলময় সেটা লোকে যা ভাবুক না কেনো করে যাওয়াটা ক্রিয়েটিবিটি!
.
কারণ, নিরানব্বই শতাংশ লোক এটা 'লোকে কি ভাববে' ভেবে কখনো করতে পারবে না
.
ধরেন তপ্ত রোদে পিপাসা কাতর একজন মানুষ পানির পিপাসায় মারা যাওয়ার উপক্রম হলে এবং আশে পাশে যদি কোন পানির ব্যবস্তা না থাকে তখন কেউ একজন প্যান্টের চেইন খুলে দিয়ে ধন বের করে যদি তাকে পানি খাওয়ানোর ব্যবস্থা করে দেয় আমি বরং তাকে হিরো ভেবে স্যালুট দিয়ে আসবো!
.
সে লোকে কি ভাববে ভাবেনি,
.
এই সমাজে লোকে কি ভাববে ভেবে ধর্ষিত হওয়া নিষ্পাপ মেয়েকে বাবা নিজে হাতে হত্যা করার রেকর্ডও আছে!
.
পাবনা মানসিক হাসপাতালে অনেক রোগী ভালো হওয়ার পর অভিভাবকদের ফোন করলে দেখা যায় ঠিকানা ভুল তারা লোকে কি ভাববে ভেবে রোগীদের রেখে এভাবে পালিয়ে আসে!
.
লোকে কি ভাববে ভেবে এসিড আক্রান্ত মেয়েটি কখনো মুখ খুলে হাঁটতে পারে না তার হাসিও বিলীন হয়ে মলিন,
.
এই সমাজ শিখিয়েছে লোকে যাকে বড় বলে সেই বড় হয় কিন্তু শিখাইনি সব লোক ভালা না কিছু হালার পো হালা ও
.
অদ্ভুত এই সমাজে লোকে কি ভাববে ভেবে দুই টাকার ফকিরও তিন ভরি সোনা দিয়ে মেয়ে বিয়ে দেয় এবং একশ লোক খাওয়ায়!
.
সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে লোকে কি ভাববে!!!
.
ঘরে প্রতিবন্ধি শিশু থাকলে লোকে কি ভাববে ভেবে তাকে বন্ধ রুমে আটকিয়ে রাখা হয়!
.
লোকে কি ভাববে এই চিন্তার বুকে যে মাদার কে ফাদার দিতে পেরেছে সে কিছু করতে পেরেছে নাহলে প্রত্যেকটা মানুষ কিছু করার ক্ষমতা নিয়ে জন্মায়!
.
আমি কি ভাবছি সেটা হলো মূল কথা!
.
লোকে কি ভাববে ভেবে সমাজের নিম্ন শ্রেণির মানুষের সাথে অনেক উচ্চ শ্রেণির ভদ্রলোক কখনো কথা বলেনা কারণ যদি কেউ দেখে পেলে কি ভাববে!
.
মনে রেখো, তোমার অট্টালিকা থেকে শুরু করে চায়ের কাপে শরীফ গরীবদের সর্দি আর ঘাম মিশে একাকার হয়ে আছে!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

বাকপ্রবাস বলেছেন: জুতা খোলা, দেখে ফেলে, মৌজা, ছিড়া, আগলিয়ে, কেন, ক্রিয়েটিভিটি, পানির ব্যবস্থা ..........


বানানটা একটু খেয়াল রাখা জরুরী আর ভাবনাগুলো আরেকটু গোছানো। ধন শব্দটা পর্যন্ত পড়েছি আর নিচের দিকে নামতে মন চায়নি।

ধন্যবাদ।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: একটি অবান্তর প্রশ্ন করুন।
সবচেয়ে অবাস্তব প্রশ্নকর্তাকে পুরস্কৃত করা হইবে...

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

পদ্মপুকুর বলেছেন: আপনার নিজের মত করেই লিখেন না, ওটাই তো ভালো। কেনো শুধু শুধু অন্যের অনুকরণ করতে যাচ্ছেন? আরেকটা বিষয়, আপনার সব লেখাতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলে আসে। অতিরিক্ত ভালোবাসা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অন্তরায় হয়ে দাড়ায়।

ভালো থাকবেন, শুভ ব্লগিং।

৫| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯

আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: লেখা অনেক সুন্দর হয়েছে । আমার ভাল লেগেছে তাই এটা ভাল লেখা । অনেকে উপদেশ দেয় । তাদের কাছে আমার প্রশ্ন ,ভাল লেখার মানদন্ড কী ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.