নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বাপের বাড়ি মায়ের কাছে

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২১

বউ রাগ করার পর স্বামী যদি জিজ্ঞেস করে কার কাছে ফিরে যাবে! স্ত্রী তখন বলে, 'মায়ের কাছে!'
.
বউ রাগ করার পর স্বামী যদি জিজ্ঞেস করে কার বাড়ি ফিরে যাবে! স্ত্রী তখন বলে, 'বাপের বাড়ি!'
.
এখানে নারী জাগরণের তথাকথিত কর্মীদের আপত্তি! কেনো 'বাপের কাছে' কিংবা 'মায়ের বাড়ি' বলা হয় না!
.
বাপের বাড়িতে মায়ের কাছে ফিরে যাওয়া মানে যেমন বাপের কাছেও ফিরে যাওয়া তেমনি বাপের বাড়ি মানেই মায়ের বাড়ি!
.
তো স্ত্রী রেগেমেগে বললো 'আমি আর থাকবো না মায়ের কাছে ফিরে যাবো' এমন সময় স্বামীও বললো 'আমিও আর থাকবো না মায়ের কাছে ফিরে যাবো' তখন অর্ধাঙ্গী অবাক হয়ে বললো তাহলে সন্তানগুলো কার কাছে ফিরে যাবে?
.
স্বামী উত্তর দিলো, তুমিও মায়ের কাছে যাচ্ছো আর আমিও মায়ের কাছে যাচ্ছি তাহলে সন্তানরাও মায়ের কাছে যাবে সোজা হিসেব!
.
স্ত্রী তখন বললো, 'আমি তো বাপের বাড়ি যাচ্ছি!'
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শোভাকলোণীতে আমার এক বড় ভাইয়ের বউ বাপের বাড়ি চলে যাচ্ছিলো যাওয়ার সময় বাসায় ভাঙ্গনের শব্দ! কাপ ভাঙ্গার আওয়াজ তো পরে চামচ ঝনঝন করে উঠার শব্দ!
.
তুমুল ঝগড়া! কিছুক্ষণ পর স্ত্রী গোছানো কাপড় অগোছালো করে বললো 'যামুনা বাপের বাড়ি!'
.
কি এমন হলো যা হলে সদ্য গলায় ফাঁস দিতে যাওয়া দেবদাস ফাঁসির মঞ্চে গিয়ে বলে 'ধ্যাত মরুম না!'
.
ভাইয়ের সাথে দেখা! জিজ্ঞেস করলাম ভাও ঘটনা কি? ভাই বললো যাওয়ার সময় বউকে বলেছিলাম, 'যেতে হলে এমনে যাও ভাঙচুর কর্ কেনো! সামনে যে আসবে তার প্রতি হিংসা হচ্ছে বুঝি!'
.
সহমত ভাই!
.
তারপরেও যদি বউ বাপের বাড়ি চলে যায় তাহলে কি করণীয়?
.
ভাইজান বললো, বউকে ফোন করবে যদি ফোন বউ না ধরে শাশুড়ি ধরে 'তার মেয়ে আর ফিরে যাবে না' মর্মে আর্জি পেশ করতে থাকে তখন তাকে আবারো ফোন করবে!
.
এভাবে কয়েক দিন ফোন করে যাবে....!
.
যদি কয়েকদিন পর শাশুড়ি বলে 'তুমি এতো বেহায়া কেনো মেয়ে ফিরবে না জেনেও ফোন করে যাচ্ছো' তখন তাকে হাসিমুখে বলবে 'আম্মাজান বউ আর ফিরবে না কথাটা শুনতে এতো ভালো লাগে যে প্রতিদিন কয়েকবার করে শুনতে ইচ্ছে করে!'
.
তারপরের দিন বউ ফিরে আসলে তার জন্য লেখক দায়ী নয়!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৮

আরজু পনি বলেছেন: হাহাহাহাহাহা

ব্যাপক মজা পাইলাম!

২| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: ভেরি ফানি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.