নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা সবাই রাজা

বাবু>বাবুয়া>বাবুই

বাবু>বাবুয়া>বাবুই › বিস্তারিত পোস্টঃ

দি নাগরীক হত্যা করেই ক্ষমতায় থাকতে হবে তাহলে এরশাদের কি দোষ ছিল ?

০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:২৯





মাত্র দুটি হত্যা এরশাদ সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করেছিল। এক নূর হোসেন আর ডা. মিলন। কিন্তু গত কয়েক মাসে শত-শত হত্যা করে ও বহাল তবিওতে এই সরকার। ৫ই মে হত্যাকান্ডের পর সরকার সমর্থক পন্ডিতেরা বলছেন এ ছাড়া সরকারের অন্য কোন উপায় ছিল না। যেন এই বাকশালী সরকার ছাড়া দেশের আর গতি নাই। হত্য-গুম, দূর্নীতি, চাঁদাবাজীতে নিমজ্জিত এই সরকারকে ক্ষমতায় থাকতেই হবে তাতে লাশের পাহাড় হলেও দোষ নাই। তাহলে কি জেনারেল এরশাদ ভুল করেছিল? আরও বেশী হত্যা করলে হয়ত বিপক্ষে বলার আর কেউ থাকতো না, ক্ষমতাও টিকে যেত।

একটি রাজনৈতিক সরকার কোন বিরোধী শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারলে তার সরকারে থাকার কোন অধিকার নেই। হিন্দু উগ্রবাদীরা যখন বাবরী মসজিদ ভাঙ্গবেই সিদ্ধান্ত নিল তখন তৎকালীন প্রাইম মিনিষ্টার ভি.পি. সিং এর বিপক্ষে ছিলেন। তিনি কিন্তু এই উগ্রবাদীদেরও গুলি করেননি, অবশেষে বিষয়টি আদালতে গড়িয়ে যখন উগ্র্রবাদীদের পক্ষে রায় এলো, ভি.পি. সিং পদত্যাগ করলেন। রাজার নীতি এমনই হয়, আমাদের রাজনীতিবিদরা না হয় না’ই বুঝলেন কিন্তু বুদ্ধিজিবীদের বুদ্ধিও দেখলাম হাঁটুতে ঠেকে গেছে, তাই বলে বেড়াচ্ছেন সরকারের উপায় ছিল না।



মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:৪০

শাহীন_আহমেদ বলেছেন: আজকে যে ফেইবুকার আর ব্লগার নির্মম এই হত্যাকান্ডকে সাপোর্ট করতেছেন পুলিশ এর পক্কে বলতেছেন।
যখন ক্কমতার উল্টো দিখে যাবেন তখন তারা মানবধিকার মানবধিকার বলে চিল্লাবেন।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:০০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: তাদের স্বার্থপরতা মৃত্যুকে হার মানিয়েছে।

২| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৪

বোকা_ছেলে বলেছেন: বুদ্ধিজীবী মানে হইল বুদ্ধি বেচিয়া জীবিকা অর্জন করে যে। এখন কতা হইল যেই বুদ্ধির কথা বলিলে টেকা পাওয়া যাইবেনা তাহা বলিবে কেন? সত্য মিথ্যা বিষয় না । বিষয় হইল টেকা।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:০৪

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: টেকার মায়া না কি জীবনের ভয় কে জানে। লীগ সরকারের পক্ষে না গেলে আবার রাজাকার হয়তে হয় কত রকম হেনস্তা। টাকাও নাই নিরাপত্তাও নাই কি না বিপদ হবে তখন।

৩| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:০০

আমি ভালোমানুষ বলেছেন: বর্তমানে ৯৯% রাজনীতিবিদরা রাজনীতি করে ক্ষমতার জন্য আর ৯০% বুদ্ধিজীবীরা রাজনীতিবিদদের পা চাটে তাদের বুদ্ধিজীবী লকব বাকী রাখার জন্য।

আমার মনেহয় দেশের বড় দুই দলের প্রধানই এমন কোন কাজ বাকি রাখে নাই যা এরশাদ করেছে।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:০৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সব মাছেই গু খায় ঘেড়া মাছের নাম হয়।

আরে জামাত ইসলাম ইসলাম না মানলাম।
তো আওয়মালীগ কি গনতান্ত্রিক না কি ?

৪| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:০২

এ জাফর বলেছেন: লেখক ও মন্তব্য দুটির সাথে একমত।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:৩০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ধন্যবাদ।

৫| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:১৪

জহির উদদীন বলেছেন:

০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:৩২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: দুটি মন্তব্য দেখতে (পড়তে পারছি না) একই রকম হওয়াই একটি মুছে দেওয়া হয়েছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:৪১

রাজীব দে সরকার বলেছেন: ভাই এরশাদ এর ক্ষমতা ছাড়া এবং ২০১৩ এর ৫ ই মে এর মধ্যে কি আর কোন হত্যাকান্ড হয় নাই?
৫ ই মে তে বিজিবি-পুলিশ এর যারা হেফাজতি দের হাতে মারা গেল তাদের জন্য হেফাজতিদের দেশ ছাড়ার দাবী কবে তুলবেন??

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:২১

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: হ্যাঁ, আরও হত্যকান্ড হয়েছে, তবে সব হত্যাকান্ডের বিরুদ্ধে আমার অবস্থান একই রকম। কিন্তু এ ক্ষেত্রে বুদ্ধিজীবিদের ভোল পাল্টাতে দেখা যায়, তারা লাশের রাজনৈতিক পরিচয় বুঝে কথা বলে। আমি সেই কথাটাই বলেত চেয়েছি।

বর্তমান সরকার আমাদের রাষ্ট্রীয় বাহীনি গুলোকে জনগনের কাছে খুনী হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন। দূর্নীতির কারনে এদশের পুলিশ অত্যাচারের প্রতীক হয়ে উঠেছে।

৭| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
দেখা যাচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশী।
হেফাজত আপাতত কিছু বলেনা,
হেফাজত ভালভাবেই বুঝতে পেরেছে তাদেরকে ইউজ করা হচ্ছে।
তাই রবিবারের হরতাল প্রত্যাহার করল।

ধুর্ত বিম্পি-জামাতের করা ফটিকছড়ি হত্যার দায় তাদের নিতে হয়েছে, অতচ তারা সামান্যই জরিত ছিল। জামাতিদের মতিঝিল-বাইতুলমকাররম অগ্নিকান্ডের, তান্ডবের দায় তাদের নিতে হল অকারনে।

১২ ই মে, ২০১৩ সকাল ১০:৪১

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: মা হতভম্ব হয়ে মুর্চ্ছা গেলে মাসিকে দরদী হত হয় বৈকী।

শুধু ফটিক ছড়ি কেন সব অঘটনের দায়'ই বিম্পির উপর চাপানো হচ্ছে। যা'ই ঘটুক কেষ্টা বেটাই চোর। কাজেই সরকার দায় চাপালো আর বিম্পি সেটা নিয়ে নিল এরকম ভাবার কোন কারন নাই।

৮| ১০ ই মে, ২০১৩ সকাল ১০:৩৪

ধীবর বলেছেন: কমরেড, খুব ঠিক কথাটাই বলেছেন। তবে এরশাদ তো এখনো ক্ষমতাসীনদের শরিক দল। কোন পোস্ট পায় নাই, সেটা ভিন্ন জিনিস। সব খুনি এখন ১৪ দলে। তবে এই জোটের ১৪টা দলের নাম কেউ বলতে পারে না। খিক খিক । +++

১২ ই মে, ২০১৩ সকাল ১০:৪৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এরশাদ যেভাবে সরকারী কর্মচারী, আর্মী পুলিশ কে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে হাতে রেখেছিল তেমনি হাসিনাও করছে, পদ্মা সেতুর টোপ তার মধ্যে অন্যতম।

৯| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আমার কথা পরিস্কার, হয় হাসিনাকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে নতুবা গণ-অভ্যুত্থান ঘটাতে হবে। আর তা না হলে ধর্মনিরপেক্ষতার নামে পৌত্তলিকতা ও ভারতের দালালী মেনে নিতে হবে।

১২ ই মে, ২০১৩ সকাল ১০:৪৬

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ধর্মনিরপেক্ষতার নামে পৌত্তলিকতা ও ভারতের দালালী মেনে নিয়েছে এ ব্যাপারে কোন সন্দেহ নাই। এই মেনে জনগন সহ্য করছে না বলেই এতা সংঘাত। সরকার মানলেও জনগন মানবে না, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিতেই হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.