নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা সবাই রাজা

বাবু>বাবুয়া>বাবুই

বাবু>বাবুয়া>বাবুই › বিস্তারিত পোস্টঃ

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

এইটা কি দেখলাম !!! :) :D B-)



আপনারা কি আগেই দেখেছেন, না দেখলে এখানে দেখুন :



ট্রাইব্যুনালে কামরুলকে অপমান করলেন সাকা চৌধুরী



সাকা : ওই কামরুল সাব, সালাম টালাম তো দিলেন না।

কামরুল : সালাম দিছি স্যার..........



:) :D B-)







মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

সেমিবস বলেছেন: ??

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: হ্যাঁ, তাই।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১২

নিজাম বলেছেন: বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়। মানুষের আচরণই তার পরিচয় বহন করে। সাকা চৌধুরীর চেয়ে উত্তম ব্যক্তি রাসুলুল্লাহ (সাঃ)-কে কখনও আগে সালাম দেয়া যেত না, সর্বদা তিঁনি আগে সালাম দিতেন। আর সাকা চৌধুরীর সালাম চাইলেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: কার সাথে কার তুলনা !!!!!!!


অর্থবুঝে কয়জনে সালাম দেয়। অধিকাংশ ক্ষেত্রে সালাম তেল মারার বা শক্তের প্রতি ভক্তির প্রকাশ হিসাবেই ব্যবহৃত হয়।

একসময় হয়ত কামরুল সাকা'কে উঠতে বসতে সালাম দিতো সেটাই হয়তো সাকা স্মরণ করিয়ে দিলেন যে "এক মাঘে শীত যায় না"।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কী সময় আসতেছে কে না জানে....
কাকে যে কে সালাম দিতে হয়, কিছুই বলা যাচ্ছে না।
কলা দেখিয়ে মূলা ঝুলানো ব্যবস্থা করলে কামরুলেরা সালাম দিয়েও কূল পাবেন না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: একসময় হয়ত কামরুল সাকা'কে উঠতে বসতে সালাম দিতো সেটাই হয়তো সাকা স্মরণ করিয়ে দিলেন যে "এক মাঘে শীত যায় না"।
ভবিষ্যতে আপনার "কামরুলেরা সালাম দিয়েও কূল পাবেন না" কথাটিই সত্য হবে।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

খাটাস বলেছেন: B:-) B:-) B:-) এটা কি দেখলাম। সাকা সাহবের প্রতি কামরুল সাহেবের ভালবাসা ও তো কম না। :D :D এক চোর ভিতরে, আর এক চোর বাহিরে।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

সেমিবস বলেছেন: খাটাস বলেছেন: B:-) B:-) B:-) এটা কি দেখলাম। সাকা সাহবের প্রতি কামরুল সাহেবের ভালবাসা ও তো কম না। :D :D এক চোর ভিতরে, আর এক চোর বাহিরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.