নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা সবাই রাজা

বাবু>বাবুয়া>বাবুই

বাবু>বাবুয়া>বাবুই › বিস্তারিত পোস্টঃ

ধূমপান Vs ফলাহার

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৯

একদা পড়েছিলাম "খেলে ফল বাড়ে বল", এখন প্রায়শ'ই পত্রিকায় পড়ছি ফল খেয়ে শিশুমৃত্যু বা অসুস্থ্য হয়ে পড়ার খবর। বাজারে বিষাক্ত ফল সনাক্ত করনে ভ্রাম্যমান আদালত কাজ করছে, অর্থাৎ ফল বিষাক্তকরনের বিষয়টি সরকারের নজরেও আছে। এক অসাধু ব্যবসায়ী মুনাফার লোভে সব জেনেশুনে যেমন তামাক উৎপাদন ও প্রক্রিয়াকরন করে তেমনি ফল ব্যবসায়ীরাও শুরু করেছে ফলে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে। বর্তমানে ফল খাওয়া আর সিগারেট খাওয়ার মধ্যে কোন পার্থক্য আছে কি?



১. ধূমপান পরিতাজ্য হলেও সামাজিকভাবে স্বীকৃত। বর্তমানে ফল খাওয়া পরিতাজ্য হলেও সামাজিকভাবে সৃষ্টিগতভাবেই স্বীকৃত। দুটোই চলছে একই পথে।

২. ধূমপান ফুসফুসের জন্য ক্ষতিকর আর ফল কিডনীর জন্য ক্ষতিকর।

৩. উভয় ক্ষেত্রেই ক্যান্সারের ঝুঁকি আছে।

এমনি আরও কিছু মিল পাওয়া যাবে। তবে দূঃখজনক সত্যি হলো ধূমপানের কুফল গোটা বিশ্বে একই রকম আর ফলাহারের কুফল শুধুমাত্র বাংলাদেশের জন্য প্রযোজ্য। সরকারের কাছে অনুরোধ যে কোন মুল্যে ফলকে বিষমুক্ত করুন। এক্ষেত্রে ভবিষ্যতে যাতে সংবিধিবদ্ধ কোন সতর্কীকরণ দিতে না হয়। ভেক্তাদের কাছে অনুরোধ দু-এক বছর ফল খাওয়া বাদ দেন, এতে কোন ক্ষতি হবে না বরং বড় ক্ষতি থেকে বেঁচে যাবেন।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: দূঃখজনক সত্যি হলো ধূমপানের কুফল গোটা বিশ্বে একই রকম আর ফলাহারের কুফল শুধুমাত্র বায়লাদেশের জন্য প্রযোজ্য।ভাল বলেছেন ।

২| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১২

লেখোয়াড় বলেছেন:
"দূঃখজনক সত্যি হলো ধূমপানের কুফল গোটা বিশ্বে একই রকম আর ফলাহারের কুফল শুধুমাত্র বাংলাদেশের জন্য প্রযোজ্য"

শুধু ফল না গোটা দেশটাই আজ বিষাক্ত।

৩| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯

আকিব আরিয়ান বলেছেন: ফরমালিন খাওয়ার চেয়ে ভাই নিকোটিন খাওয়া ভালো ;) :-B

৪| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৫

ময়নামতি বলেছেন: ভাল লাগল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.