নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা সবাই রাজা

বাবু>বাবুয়া>বাবুই

বাবু>বাবুয়া>বাবুই › বিস্তারিত পোস্টঃ

পরের সুখে কাতর হতে নাই, কিন্তু আপন সুখের কি হবে?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

২১ লাখ সরকারী চাকুরীজীবীর প্রত্যেকের পরিবারের সদস্য ৫ জন করে ধরলে মোট ১০৫ লাখ মানুষ সরাসরি এই নতুন বেতন কাঠামোর সুবিধাভোগী। ১৬ কোটি মানুষের দেশে যা খুবই সামান্য মাত্র ৬.৫৬%। এই সামান্য সংখাক মানুষের সুবিধা বাকি ৯৩% মানুষের জীবনে কি দুর্ভোগ নিয়ে আসবে তা কি ভেবে দেখা হয়েছে ? নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা সেবার যে মূল্য বৃদ্ধি হবে তাতে সরকারী চাকুরীজীবীদের হয়তো টাই হয়ে যাবে কিন্তু অন্য পেশাজীবীরা কিভাবে এই বাড়তি খরচ মেটাবে? সাধারনের কথা বাদই দেয়, ইতি মধ্যে সরকার নিজেই গ্যাস ও বিদ্যুৎ বাবদ কিছু অতিরিক্ত খরচের মধ্যে ফেলেছে যার চেইন রিএকশনে বাজার দর ও গাড়িভাড়া কিছুটা বাড়ছে।
বাড়তি বেতনে ভাগ বসাতে এখন বাড়ির মালিকরা বাড়াবে বাড়িভাড়া, বাড়িভাড়া যে শুধু সরকারী চাকুরীজীবীর বাড়বে তা নয়, এলাকা ভিত্তিতে দু-এক হাজার টাকা সবার জন্যই বাড়বে। দু-বছর আগে শ্রমিকদের জীবন যাপন গবেষনা করে যে সর্বনিম্ন বেতন হিসেব করা হলো তার বর্তমান অবস্থা কি হবে ? এক লাফে সরকারি চাকুরীজীবীদের বেতন প্রায় দিগুন করার মধ্য দিয়ে বাজার পরিস্থিতি ঘোলা করে শ্রমিক অসন্তোষকে এরকম দাওয়াত দেওয়ায় হলো। দেশে রাজা প্রজার সংস্কৃতি দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.