নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা সবাই রাজা

বাবু>বাবুয়া>বাবুই

বাবু>বাবুয়া>বাবুই › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন আবাধ, নিরুপেক্ষ ও সুষ্ঠু হয়েছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০

যেহেতু রিক্সা চলাচল বন্ধ ছিল তাই নির্বাচন আবাধ, নিরুপেক্ষ ও সুষ্ঠু হয়েছে।

অবৈধ টাকা পয়সা লেন-দেন হয়নি, কারন ঐ দিন রিক্সাওয়ালার ইনকাম বন্ধ ছিল। আর অবৈধ টাকার বস্তা এদিক-সেদিক নেওয়া সম্ভব হয়নি।

সুস্থ্য ভোটার ভোট কেন্দ্রে গেছে বিধায় নির্বাচন সুষ্ঠু হয়েছে, অসুস্থ্য ভোট কেন্দ্রে গিয়ে নির্বাচনকে সংক্রামিত করতে পারে নাই।
কারন, রিক্সা চলাচল বন্ধ ছিল।

ব্যালট বাক্স ছিনতাই হয় নাই, ব্যালট বাক্স ছিনতাই করে বেশিদূর নিয়ে পালানোর সুযোগ রহিত করন সফল হয়েছে।
কারন, রিক্সা চলাচল বন্ধ ছিল।

ব্যালট পেপার বাসায় না নিয়ে কেন্দ্রে বসে গুনতে বাধ্য হয়েছে, কারন, রিক্সা চলাচল বন্ধ ছিল।

পর্যাপ্ত বাহনের অভাবে জঙ্গিরা সুবিধা করতে পারেনি। কোন অস্ত্রের চালান কার্যকর হয়নি। কারন, রিক্সা চলাচল বন্ধ ছিল।

নির্বাচনের জন্য "রিক্সা" একটি অত্যান্ত হুমকিপূর্ণ বাহন। নির্বাচনের দিন রিক্সা চলাচল বন্ধ ঘোষণা করার মধ্যে দিয়ে এবারের নির্বাচন
আবাধ, নিরুপেক্ষ ও সুষ্ঠু করা সম্ভব হয়েছে। ভোট দিতে কোন বাঁধা ছিল না, যে কেউ অবাধে ভোট দিয়েছেন।



পুনুশ্চঃ আমি গতকাল প্রায় ২০ কেজি ২০ কেজি দুটি ট্রাভেল ব্যাগ দু হাতে নিয়ে প্রায় ৫০০ মিটার পথ হেঁটেছি। কারন, রিক্সা চলাচল বন্ধ ছিল। আমার হাত ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে তাতে কোনই সমস্যা নাই। কারন, "রিক্সা নির্বাচনের কিছুই ছিঁড়তে পারেনি।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

দোলাভাই বলেছেন: চেতনা রে চেতনা................সব চেতনা.......।লে হালোয়া......লেটে পুটে খা...........।

হাসিনার বেয়াই ষেন কার ছেলে..................................নুরু রে নুরু....................।সব চেতনা........

হা হা হা হা হা হা................মজাই মজা................।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: মজাই মজা, ভোট লুটে খা।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

রাােসল বলেছেন: yes sir

৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: জী স্যার

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

লিও কোড়াইয়া বলেছেন: হা হা হা...... চরম মজা পেয়েছি!

৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: নির্বাচন এলাকায় রিক্সা চলাচল বন্ধ রাখার মজেজা একমাত্র আমিই বুঝেছি।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


;) ;) ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সকাল বেলা ব্যাগ টানতে মেজাজ খুব খারাপ ছিল। নির্বাচন এলাকায় রিক্সা চলাচল বন্ধ রাখার কারন খুঁজছিলাম।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

সাহরাব বলেছেন: রিক্সা চলাচল বন্ধ থাকলেও......নৌকা চলাচল অবাধ ছিলো......খালে-বিলে-নদী-নালায়......কী ... বুঝলেন ?

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বুঝলাম, আমার নৌ-পথে যাওয়া উচিত ছিল।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

কল্লোল পথিক বলেছেন: চেতনার নির্বাচন আর কেমন হবে!

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: চেতনার নির্বাচন চলছে অবচেতনে।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

আমি আবুলের বাপ বলেছেন: অবাধ, নিরুপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একটু না হয়,কষ্ট হলো।এতেই আপনি পোষ্ট দিয়া ফালাইলেন?আসলে আপনি মুক্তিযুদ্ধের স্বপক্ষে না।এই কষ্ট সহ্য না করতে পারলে পাকিস্তান চইলা যান।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আমি কিন্তু কষ্ট মেনে নিয়েই পোস্ট করেছি।

"আমার হাত ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে তাতে কোনই সমস্যা নাই। কারন, "রিক্সা নির্বাচনের কিছুই ছিঁড়তে পারেনি। "

৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

আবু শাকিল বলেছেন: অনেকদিন পর নিরপেক্ষ একটা পোষ্ট পড়লাম ।
ধন্যবাদ ভাইয়া ।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আপনিই বুঝলেন, দুষ্টুরা বলে নিরুপেক্ষতা বলে কিছু নেই।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

প্রামানিক বলেছেন: দারুণ মজা পেলাম। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.