নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা সবাই রাজা

বাবু>বাবুয়া>বাবুই

বাবু>বাবুয়া>বাবুই › বিস্তারিত পোস্টঃ

"Failure is the pillar of success" লাল গোলাপ স্টাইল (ভিডিও সহ)।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭

3 Idiots দেখেনি এমন কেউ ব্লগারদের মধ্যে আছে বলে আমার মনে হয় না। এই মুভিটিতে ছাত্রদের আচরনের এমন অনেক কিছুই ছিল যা আপাত দৃষ্টিতে খারাপ বলে মনে হলেও পরবর্তীতে তার যৌক্তিক কারনও দেখা গেছে। এই মুভির একটা অংশ আমার খুবই ভাল লাগে। যারা দেখেছেন তাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই। এবার দেখুন মুভির একটি ক্লিপ;



এবার শুনুন আরেকটা ইন্টারভিয়্যের কথা;
(কোন এক স্পিনিং মিলে ফ্লোর সুপারভাইজার নেওয়া হবে)
প্রশ্নকর্তা ঃ এর আগে কোথাও কাজ করেছে ?
প্রার্থী ঃ জী ।
প্রশ্নকর্তা ঃ কোথায় কাজ করেছেন ? কত দিন কাজ করেছেন?
প্রার্থী ঃ “.......” স্পিনিং মিলে। দু-বছর।
প্রশ্নকর্তা ঃ বকাঝকা করতে পারেন ?
প্রার্থী ঃ খা**পু** কয় কি !!!
প্রশ্নকর্তা ঃ ঠিক আছে, আপনি আজকেই জয়েন করেন। ........ মানেজারের কাছে যান উনি আপনাকে কাজ বুঝিয়ে দিবে।

'Failure is the pillar of success' চিরন্তন বানী আমরা জানি, সুতরাং সব খারাপই খারাপ না। এই বানীর pillar of success আর pillar of Flyover দুটো মোটামোটি একই জিনিস, এদেরকে আলাদা করে দেখবেন না। এই pillar of Flyover ভাঙ্গার অভিজ্ঞতাই আজ pillar of Metro rail স্থাপিত হতে যাচ্ছে।

বিষয়টি মোটেও জটিল কিছু নয়, নকশাকার বামপন্থি নীতিতে উদ্বুদ্ধ হয়ে নকশা প্রনয়ন করেন কিন্তু পরবর্তীতে দেখা যায় বাংলাদেশে বামপন্থি নীতি কার্যকর নয়, তাই নকশা বদল করে ডানপন্থী করা হবে। তবে এতে অতিরিক্ত কোন খরচ হবে না। রানা প্লাজার পিলার ধরে ঝাঁকি দিয়েছিলেন যারা, তাদের একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে এই মগবাজার- মৌচাক ফ্লাইওভারের নিচে ।
এবার দেখুন একটি পত্রিকার স্ক্রিন শট;

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০

অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

আহসানের ব্লগ বলেছেন: াইয়া আআর মনে হচ্ছে পিলার তত্ত্ব টি একটি গুজব । ভিডিওটি দেখুন ।
https://www.facebook.com/rtvonline/videos/10153931122894644/

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ধন্যবাদ আহসান ভাই। টিভি নিউজে দেখেছি, সম্ভবত গতকালই। আজ পত্রিকায় দেখলাম মার্চে উদ্বোধন।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

কল্লোল পথিক বলেছেন: চমৎকার।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:



মাত্র ৬০ টি পিলার?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: মাত্র ৬০ টি পিলার !!!!!!!!!

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

নুরএমডিচৌধূরী বলেছেন: ধন্যবাদ আপনাকে।লিখায়++++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.