নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা সবাই রাজা

বাবু>বাবুয়া>বাবুই

বাবু>বাবুয়া>বাবুই › বিস্তারিত পোস্টঃ

লায়াবিলিটি এবং এসেট এর মধ্যে পার্থক্য করতে শেখা জরুরী

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

অনেক আগে ফেসবুকে একটি লেখা খুব ভালো লেগেছিল যা ছিল, দুটি গরুর উদাহরন দিয়ে কম্যুনিজম, সমাজতন্ত্র, রাজতন্ত্র, গনতন্ত্র ইত্যাদির সুন্দর ও সহজ একটি ব্যাখা। লেখাটি এখনো বিভিন্ন রুপে দেখি।

সম্প্রতি মুকেশ আম্বানী'কে পুজা'র বিয়ের প্রস্তাব এবং মুকেশ আম্বানী'র প্রতিউত্তর পড়লাম। এই লেখা দুটি থেকে অনেক কিছু শেখার আছে। "ডায়মন্ড নেকলেস" উপন্যাসটি যারা পড়েছেন, সুন্দরীদের আকাঙ্ক্ষা সম্পর্কে যথেষ্ট ধারনা আছে, যারা পড়েননি তাদের জন্য পুজা'কে বিশ্লেষণ করা একটু কষ্ট হতে পারে।


মুকেশ আম্বানির লেখায় নতুন উদ্যোক্তাদের জন্য মুল্যবান বক্তব্য আছে। বিজনেস ম্যান শুধু নয়, সবার জন্যই লায়াবিলিটি এবং এসেট এর মধ্যে পার্থক্য করতে শেখা জরুরী। জীবনে আর্থ সামাজিক উন্নয়েনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক তন্ত্র বুঝতে দুটি গরুর উদাহরন যেমন সহজ হয়েছে তেমনি এই লেখা দুটিও খুব সহজে বিজনেস বুঝাতে সক্ষম হবে বলে মনে হয়।

সক্লুসিভ ডেস্ক: ধনী স্বামী চাই। তাই একটি অনলাইন ফোরামে নিজের চাহিদা লিখে পাত্র চাই বিজ্ঞাপন দিয়েছিলেন পূজা চৌহান নামে এক পঁচিশ বছরের যুবতী। যুবতীর পোস্টটি পড়ে উত্তর দিলেন স্বয়ং ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। ছোট্ট ওই পোস্টেই মুকেশ বুঝিয়ে দিলেন, কেন তিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি।

মুকেশ আম্বানি ও জনৈক পূজা চৌহানের সেই পোস্ট নিয়ে এখন জোর চর্চা অনলাইন দুনিয়ায়। কী রয়েছে পোস্টটিতে?
পূজা চৌহান লিখছেন,
আমি এই বছর ২৫ বছরে পা দেব। খুবই সুন্দরী। স্টাইলিশ, রুচিশীল। আমি এমন একজন স্বামী চাই, যার বার্ষিক বেতন হবে ১০০ কোটি বা তার বেশি। আপনি হয়তো বলবেন, আমি একটু বেশিই উচ্চাকাঙ্ক্ষী।
কিন্তু বর্তমানে বার্ষিক ২ কোটি টাকা বেতনে একেবারেই মধ্যবিত্তের মতো জীবনযাপন করতে হয়। সেদিক থেকে আমার চাহিদা একেবারেই বেশি নয়। এই ফোরামে এমন কেউ আছেন, যার বার্ষিক বেতন ১০০ কোটি টাকা? তারা কি সবাই বিবাহিত?
কেন আপনাকে আমি বিয়ে করব? এখনও পর্যন্ত আমি যতগুলো ডেটে গিয়েছি, তার মধ্যে সবচেয়ে বেশি বেতনের পুরুষটির বেতন ছিল বার্ষিক ৫০ কোটি টাকা। অতএব আমি ৫০ কোটি টাকার পর থেকেই ভাবছি। তার কারণ কেউ যদি নিউ ইয়র্কের সবচেয়ে অভিজাত এলাকায় বসবাস করেন, তাহলে বার্ষিক ৫০ কোটি টাকা বেতন একেবারেই যথেষ্ট নয়। আমি কিছু প্রশ্ন করছি।
কেন সব ধনী ব্যক্তিদের স্ত্রীকে দেখতে মোটামুটি হয়? আমার কিছু বান্ধবী আছে, তারা দেখতে খুব একটা ভালো নয়, কিন্তু তাদের বিয়ে হয়েছে ধনী ব্যক্তিদের সঙ্গে। ধনী ব্যক্তিদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, আপনি কী দেখে সিদ্ধান্ত নেন, যে এই মহিলা আমার স্ত্রী হবেন, আর ইনি গার্লফ্রেন্ড?
ওই ফোরামটিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি রয়েছেন। তিনি পোস্টটি দেখে উত্তর দেন। মুকেশের বুদ্ধিদীপ্ত সেই

উত্তরটি হল---
প্রিয় পূজা,
আমি আপনার পোস্টটি...


... খুব মন দিয়ে পড়েছি। এবং দেখলাম, আরও বহু মেয়ের আপনার মতোই প্রশ্ন রয়েছে। দয়া করে একজন পেশাদার লগ্নিকারী হিসেবে আপনার প্রশ্নগুলিকে একটু বিশ্লেষণ করতে দিন।
আমার বার্ষিক আয় ১০০ কোটি টাকার বেশি। আপনার চাহিদা মতোই। কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে, আপনাকে বিয়ে করা খুবই খারাপ সিদ্ধান্ত হবে। খুব সহজ উত্তর। দেখুন, আপনি চাইছেন, সৌন্দর্য ও টাকার বিনিময়।
অর্থাত্‍‌, আপনাকে বিয়ে করলে একজন সুন্দরী স্ত্রী পাওয়া যাবে। তার বদলে আপনি হবেন ধনী। কিন্তু সমস্যা হল, আপনার এই যৌবন ও সৌন্দর্য একসময় শেষ হয়ে যাবে। কিন্তু আমার টাকা শেষ হবে না। বস্তুত, প্রতি বছর আমার আয় বাড়বে। কিন্তু প্রতি বছরই আপনি আরও সুন্দরী হয়ে উঠবেন না।
অতএব অর্থশাস্ত্রের নিরিখে, আমি একজন অ্যাপ্রিসিয়েশন অ্যাসেট। আর আপনি ডেপ্রিসিয়েশন অ্যাসেট। অর্থাত্‍‌ আপনার যৌবন ও রূপই যদি আপনার সম্পত্তি হয়ে থাকে, তাহলে ১০ বছর পর আপনার সম্পত্তি অনেকটাই কমে যাচ্ছে।
ওয়াল স্ট্রিটে একটি প্রবাদ আছে, প্রত্যেক ট্রেডিংয়ের একটি পজিশন থাকে। আপনার সঙ্গে ডেটিং-ও একটা ট্রেডিং পজিশন। যদি ট্রেড ভ্যালু কমে যায়, তাহলে তা আমরা বিক্রি করে দিই। খামোখা দীর্ঘমেয়াদী ফেলে রেখে লাভ নেই। একই ভাবে আপনাকে বিয়ে করলেও তাই হবে। শুনতে খুব খারাপ লাগলেও সত্যি, যে কোনও সম্পত্তি, যার ডেপ্রিসিয়েশন ভ্যালু বেশি, তা বিক্রি করে দেওয়া বা লিজ দেওয়াই লাভজনক।
যে ব্যক্তির বার্ষিক আয় ১০০ কোটি টাকা, সে নিশ্চয়ই বোকা নয়। ব্যবসায়ী দৃষ্টিভঙ্গিতে আপনার সঙ্গে ডেট করাই যায়, কিন্তু বিয়ে করা যায় না। অতএব কোনও ধনীকে বিয়ে করার স্বপ্ন আপনার না দেখাই বুদ্ধিমানের। বরং নিজে ১০০ কোটি আয় করার চেষ্টা করুন। কোনও ধনীকে বোকা বানানোর চেয়ে ভালো হবে। আশা করি এই উত্তরটি আপনাকে ভাবতে সাহায্য করবে।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

বিজন রয় বলেছেন: এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আলোচিত হওয়ার মতই বিষয়। বিজনেস ম্যানেজমেন্টের শিক্ষকদের জন্য আম্বানীর লেখাটা অনেক কাজে আসবে।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

কল্লোল পথিক বলেছেন: চমৎকার শিক্ষনীয় পোস্ট।
ধন্যবাদ ভাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:



ব্যাখ্যাটা ইন্টারেস্টিং।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বিজনেস ম্যানেজমেন্টের শিক্ষকদের জন্য আম্বানীর লেখাটা অনেক কাজে আসবে।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

দ্য হাফ ব্লাড প্রিন্স বলেছেন: মুকেশ আম্বানি এমনি এমনি আজ এই পর্যায়ে আসেন নাই!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ঠিকই বলেছেন, আম্বানির উত্তরটা তার গ্রেডেরই হয়েছে।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুনেছি উত্তরটা নাকি আম্বানি না, জে. পি. মর্গানের। সেটা যাই হোক, সুন্দর একটি শিক্ষা হলো রূপ ক্ষণস্থায়ী, গুণের আদর চিরন্তন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সুন্দর একটি শিক্ষা হলো রূপ ক্ষণস্থায়ী, গুণের আদর চিরন্তন।@ সহমত।

শুনেছি উত্তরটা নাকি আম্বানি না, জে. পি. মর্গানের@ একথা সত্যি হলে আম্বানীকে মাইনাস, টাকা দিয়ে লেখা কেনার জন্য আর জে. পি. মর্গানকে ধন্যবাদ সহজ করে ব্যবসা শেখানোর জন্য।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর ব্যাখ্যা দিছেন।
প্লাস পোস্টে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ধন্যবাদ।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

অগ্নি সারথি বলেছেন: দেখেছিলাম অনেক আগেই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: হ্যাঁ, লেখাটা বেশ আগে থেকেই অনলাইনে আছে। আমি একটু ভিন্নভাবে লেখাটা বুঝতে চেয়েছি।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

দারা শিকো বলেছেন: চমৎকার শিক্ষনীয় পোস্ট।
ধন্যবাদ ভাই।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

দিল মোহাম্মদ মামুন বলেছেন: শিক্ষনীয় লিখাটা খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে

১০| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২০

খোলা মনের কথা বলেছেন: সুন্দর লেখা। আগেও ব্যপারটি জেনেছিলাম। তবে আজ নতুন করে তার সাথে লায়াবিলিটি এবং এসেট এর মধ্যে পার্থক্য টি ও জানা হয়ে গেল। শুভ কামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.