নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে..

কাঁচের দেয়াল

আমি...খুব সাধারণ একটা ছেলে,নিরামিষ টাইপ। জন্মেছিলাম কোনো একদিন,এখন মৃত্যুর জন্যে নিজেকে তৈরী করছি। বুকের মধ্যে কোথায় যেন হাহাকার-মৃত্যু চিন্তার হাহাকার। এই হাহাকার আরো বেড়ে যায় জোছনা রাতে। মমতাময়ী জোছনা আর নিভু নিভু কিছু নক্ষত্রের রাতে নিজেকে খুব একা মনে হয়। গভীর একাকিত্ব গ্রাস করে আমাকে। আসলেই তো,আমার তো আসলেই কেউ নেই। আমার মতন অনেক নিরামিষ-মানুষ নিঃসঙ্গ,অনেকটা আকাশ ভরা তারার মতন। অযুত-কোটি তারার মাঝেও প্রতিটা তারার চোখ ভরা গভীর বিষাদ-একাকিত্বের বিষাদ। একদিন সেইখানে ওদের মাঝে চলে যাবো,তাই পৃথিবীতে আর এখন বিষাদ খুঁজি না। নিষ্পাপ শিশুর আদ্রতামাখা হাসিমুখ খুঁজে বেড়াই...এইতো আমি। আরো অনেক বিচিত্র \'আমি\' কে আমি চিনি। সেসব নাহয় অন্য কোনো দিন লিখতে বসব !

কাঁচের দেয়াল › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট বন্ধু ইশিনা ও নিশিগ্রস্ত আমি..

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪১

রাত প্রায় ১টা। অনেকক্ষণ ধরে ছাদে হাঁটছি। আকাশে আজ একটাও তারা খুঁজে পাচ্ছি না। এইজন্যে আমার মন কিছুটা খারাপ। আকাশের রঙ ধীরে ধীরে গাঢ় হচ্ছে। সময়টা বড়ো বিচিত্র। এই বিচিত্র সময়ে আমার সাথে আছে ৫ বছরের ইশিনা। সে আমার সাথে তাল মিলিয়ে মাথার দু পাশের ঝুঁটি দুটো দুলিয়ে দুলিয়ে হাঁটছে। একটু পর পর আমার মুখের দিকে আড় চোখে তাকাচ্ছে। আমি আকাশের দিকে তাকাচ্ছি,ইশিনাও আকাশের দিকে তাকাচ্ছে। ওর সাথে একটু কথা বলা দরকার।







-হ্যালো মিস ইশিনা ! খবর কি?



-ভালো আছি আমি...! (যথারীতি ঝুঁটি দুলিয়ে হাসতে হাসতে)



-এখনো ঘুমাওনি কেন ?



-ঘুমাতে ইচ্ছা করেনা। হাঁটতে ইচ্ছা..তোমার সাথে হাঁটতে ইচ্ছা..তোমার সাথে হাঁটতে ইচ্ছা...... (এটাই ইশিনার কথা বলার ধরণ। সেভাবেই লিখছি)



-হুম.. আমারো তোমার সাথে হাঁটতে ইচ্ছা।



-তোমার মন হাসি ? নাকি তোমার মন কান্না ? (চোখে কৌতুহল)



-আমার মন কান্না।



-কেন মন কান্না ? (এবার ওর স্বরটা একটু ধরে এসেছে!)



-জানিনা তো মিস ইশিনা !



-কি রঙের কান্না ?



-গাঢ় নীল।



-আমার মন ও নীল কান্না...আমার মন ও নীল কান্না...







অবাক হয়ে তাকিয়ে দেখলাম ইশিনার চোখ বেয়ে 'নীল কান্না' গড়িয়ে পড়ছে। আমি হাসলাম। ওর মত করেই বললাম,







-তোমার সাথে কাঁদতে ইচ্ছা..তোমার সাথে কাঁদতে ইচ্ছা..







ইশিনা দুচোখ ডলতে ডলতে ফিক করে হেসে দিলো। পকেট থেকে দুটো চকোলেট বের করলাম। ইশিনা হাত বাড়িয়ে দিলো। ওর ছোট্ট হাতের ওপর রাখলাম চকোলেট দুটো। ইশিনা তার মধ্য থেকে একটা চকোলেট আমার হাতে দিলো।







-তোমার সাথে খাবো..দুজন একসাথে 'ততলেত' খাওয়ার ইচ্ছা...একসাথে 'ততলেত' খাওয়ার ইচ্ছা...



আমি চকোলেট মুখে দিলাম। ইশিনা ফোকলা দাঁত বের করে হাসছে। ঠোঁটের একপাশে আর দাতের কোনায় চকোলেট লেগে আছে। প্রকৃতি তে ছড়িয়ে থাকা অপূর্ব দৃশ্যগুলোর মধ্যে এটি অবশ্যই একটি।







-মিস ইশিনা। আমার মন হাসি হয়ে গেছে। তুমি যাও,ঘুমুতে যাও। অনেক রাত হয়েছে। :)



-আমারো মন হাসি হয়ে গেছে। ইশিনার ঘুম চোখ..ইশিনার ঘুম চোখ..ইশিনা চলে যাই। চলে যাই..







ইশিনা দূর থেকে হাত নাড়লো। আমি হাসলাম। ইশিনা মিলিয়ে গেল অন্ধকারে।







'ইশিনা' নামের এই ছোট্ট মেয়েটা আমার কাল্পনিক বন্ধু। তবে আমি ওর অস্তিত্ত্বে বিশ্বাস করি শতভাগ। আকাশে তারা দেখা না যাওয়া-জনিত মন খারাপ রোগও ওর সাথে থাকলে খুব সহজেই সেরে যায় আমার। আজকেও তাই হয়েছে।







শুভ রাত্রি ইশিনা ! তোমার সাথে 'মন হাসি' করার ইচ্ছা...হাসির রঙ গাঢ় লাল...গাঢ় লাল...গাঢ় লাল.....

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.