নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে..

কাঁচের দেয়াল

আমি...খুব সাধারণ একটা ছেলে,নিরামিষ টাইপ। জন্মেছিলাম কোনো একদিন,এখন মৃত্যুর জন্যে নিজেকে তৈরী করছি। বুকের মধ্যে কোথায় যেন হাহাকার-মৃত্যু চিন্তার হাহাকার। এই হাহাকার আরো বেড়ে যায় জোছনা রাতে। মমতাময়ী জোছনা আর নিভু নিভু কিছু নক্ষত্রের রাতে নিজেকে খুব একা মনে হয়। গভীর একাকিত্ব গ্রাস করে আমাকে। আসলেই তো,আমার তো আসলেই কেউ নেই। আমার মতন অনেক নিরামিষ-মানুষ নিঃসঙ্গ,অনেকটা আকাশ ভরা তারার মতন। অযুত-কোটি তারার মাঝেও প্রতিটা তারার চোখ ভরা গভীর বিষাদ-একাকিত্বের বিষাদ। একদিন সেইখানে ওদের মাঝে চলে যাবো,তাই পৃথিবীতে আর এখন বিষাদ খুঁজি না। নিষ্পাপ শিশুর আদ্রতামাখা হাসিমুখ খুঁজে বেড়াই...এইতো আমি। আরো অনেক বিচিত্র \'আমি\' কে আমি চিনি। সেসব নাহয় অন্য কোনো দিন লিখতে বসব !

কাঁচের দেয়াল › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার শহর

১৩ ই মে, ২০১৩ রাত ৯:১২

একটা নাকি পাওয়া গেছে ভালোবাসার শহর ?

সেই শহরটা জুড়ে নাকি ভালোবাসার বহর!

সবটা শুনে একটা পাখি উড়লো মেলে ডানা,

দেখতে যাবে সেই শহরটা অনেক অচেনা...

উড়তে উড়তে থামলো এসে একটা শহরে,

এই শহরেই ভালোবাসা হাওয়ায় নাকি ওড়ে!

ভাবলো এবার সুখের অভাব আর হবেনা কোনো,

আনন্দে তার হৃদয় কাঁপে,কষ্ট ভুলে যত!

অবাক চোখে ছোট্ট পাখি এদিক সেদিক দেখে,

ভালোবাসা রাজপথে আর ছাদের কার্নিশে...

আরো কতো ভালোবাসা খোলা মাঠের ঘাসে,

নয় রঙা সব আনমনা সুখ এদিক সেদিক ভাসে!



এবার ছোট্ট সেই যে পাখি আবার একটু ওড়ে,

ভালোবাসার মিষ্টী হাওয়া নিতে আপন করে!

হঠাৎ করে চোখটা পড়ে একটা জানালায়,

ঝাপসা চোখে একটা ছেলে ভাঙা হৃদয় ওড়ায়!!

অনেক দূরে আরেকটা ঘর সেথায় একটা মেয়ে,

কার বিরহে আপন মনে দুঃখের সুর শোনে...

ভাবলো পাখি একটা শহর,কেন নানান রূপ?

একপাশে তার মিষ্টি হাসি,আরেকপাশেই চুপ!

এবার ভাবে আর রবে না এমন শহরে,

যে শহরে স্বপ্ন ভাঙ্গে দুঃখের পাহাড় গড়ে...

হঠাৎ করে ভীষণ আওয়াজ একটু করুণ লাগে,

যন্ত্রনাতে ছোট্ট পাখি লুটায় ধূলোর পরে...

সেই পাখিটার প্রাণটা কেড়ে কেউবা মাতে উল্লাসে,

কারো চোখেই যায়না দেখা একটুখানি জল আসে!!

ফুল ফোটে আর বৃষ্টি ঝরে স্বপ্নের এই শহরে,

এমন কতো পাখির জীবন এমন করেই রোজ থামে....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.