নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে..

কাঁচের দেয়াল

আমি...খুব সাধারণ একটা ছেলে,নিরামিষ টাইপ। জন্মেছিলাম কোনো একদিন,এখন মৃত্যুর জন্যে নিজেকে তৈরী করছি। বুকের মধ্যে কোথায় যেন হাহাকার-মৃত্যু চিন্তার হাহাকার। এই হাহাকার আরো বেড়ে যায় জোছনা রাতে। মমতাময়ী জোছনা আর নিভু নিভু কিছু নক্ষত্রের রাতে নিজেকে খুব একা মনে হয়। গভীর একাকিত্ব গ্রাস করে আমাকে। আসলেই তো,আমার তো আসলেই কেউ নেই। আমার মতন অনেক নিরামিষ-মানুষ নিঃসঙ্গ,অনেকটা আকাশ ভরা তারার মতন। অযুত-কোটি তারার মাঝেও প্রতিটা তারার চোখ ভরা গভীর বিষাদ-একাকিত্বের বিষাদ। একদিন সেইখানে ওদের মাঝে চলে যাবো,তাই পৃথিবীতে আর এখন বিষাদ খুঁজি না। নিষ্পাপ শিশুর আদ্রতামাখা হাসিমুখ খুঁজে বেড়াই...এইতো আমি। আরো অনেক বিচিত্র \'আমি\' কে আমি চিনি। সেসব নাহয় অন্য কোনো দিন লিখতে বসব !

কাঁচের দেয়াল › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই

১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৬

" হা ভাই! এবারের ঈদের বিশেষ আকর্ষন! রানা প্লাজা ধ্বসে মজদুর ভাই ও বোনদের স্মরনে কন্ঠশিল্পী ****** খান এর একক অ্যালবাম 'ভাইয়ের কান্না' এখন বাজারে সর্বত্র পাওয়া যাচ্ছে। আপনার কপিটি সংগ্রহ করে মেতে উঠুন গানের সুরে অনাবিল আনন্দে!! হা ভাই..."



গল্প বলছি না, ঈদের আগের দিন দুপুরে আমার বাসার সামনে দিয়ে উপরের কথাগুলোই মাইকিং করে বলে গেছে।

দৌড়ে নীচে গেলাম। ছুটলাম মাইকিং করা রিকশাটার পিছনে।



"আচ্ছা ভাই,অ্যালবাম বিক্রির টাকা কি রানা প্লাজা ধ্বসে ক্ষতিগ্রস্তদের জন্যে দেয়া হবে?" - জানতে চাইলাম।



"অই মিয়া,অ্যালবাম বাইর করতে কত টাকা লাগে জানেন? অতো টাকা দ্যাকসেন জীবনে? যানতো ভাই ভাগেন!" - উত্তর পেলাম।



ঠাডাহত অবস্থায় সেখান থেকে ভেগে এলাম। শুধু এই ভেবে কষ্ট হচ্ছে যে, অ্যালবাম বের করতে সেই 'মহানুভব' শিল্পির যত টাকা খরচ হয়েছে সেই টাকা হয়তো ৫০ টা ক্ষতিগ্রস্ত পরিবারের সব সম্বল একত্র করলেও পাওয়া যাবেনা।



কি আর করা ভাই! অতোকিছু ভাবলে চলে? ঈদ তো, ঈদ না!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.