নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে..

কাঁচের দেয়াল

আমি...খুব সাধারণ একটা ছেলে,নিরামিষ টাইপ। জন্মেছিলাম কোনো একদিন,এখন মৃত্যুর জন্যে নিজেকে তৈরী করছি। বুকের মধ্যে কোথায় যেন হাহাকার-মৃত্যু চিন্তার হাহাকার। এই হাহাকার আরো বেড়ে যায় জোছনা রাতে। মমতাময়ী জোছনা আর নিভু নিভু কিছু নক্ষত্রের রাতে নিজেকে খুব একা মনে হয়। গভীর একাকিত্ব গ্রাস করে আমাকে। আসলেই তো,আমার তো আসলেই কেউ নেই। আমার মতন অনেক নিরামিষ-মানুষ নিঃসঙ্গ,অনেকটা আকাশ ভরা তারার মতন। অযুত-কোটি তারার মাঝেও প্রতিটা তারার চোখ ভরা গভীর বিষাদ-একাকিত্বের বিষাদ। একদিন সেইখানে ওদের মাঝে চলে যাবো,তাই পৃথিবীতে আর এখন বিষাদ খুঁজি না। নিষ্পাপ শিশুর আদ্রতামাখা হাসিমুখ খুঁজে বেড়াই...এইতো আমি। আরো অনেক বিচিত্র \'আমি\' কে আমি চিনি। সেসব নাহয় অন্য কোনো দিন লিখতে বসব !

কাঁচের দেয়াল › বিস্তারিত পোস্টঃ

আজ অন্যরাত

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:১০

কয়েকটুকরো আকাশ, কিংবা
গাঢ় নীল কিছু অন্ধকার পাশে রেখে-
দুর্বোধ্য কোনো প্রণয়িনীর
শীতল, গভীর চোখে চোখ রেখে
দাঁড়িয়ে থেকেই যদি মরণ হতো!

স্ট্রিটল্যাম্পের কাঁচা সবুজ আলোর ফোটায়
এলোচুল মেখে যেতো তার,
"ঘাসের গন্ধ ভালোবাসো?"
শুধাতো সে, উত্তরে আমি শুধু সেই
সবুজ মাখা চুলে আশ্রয় খুঁজে মুখ লুকাতাম..
নীচুস্বরে কাঁদতাম, হয়তোবা
অবুঝ শিশুর মতো..!
শীতল ঘাসের গন্ধে..।

'আজ অন্যরাত'
২৮/১০/২০১৪
পূর্বাহ্ন ২:৫৩

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন ++++++

শুভেচ্ছা রইল :)

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৬

কাঁচের দেয়াল বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.