নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে..

কাঁচের দেয়াল

আমি...খুব সাধারণ একটা ছেলে,নিরামিষ টাইপ। জন্মেছিলাম কোনো একদিন,এখন মৃত্যুর জন্যে নিজেকে তৈরী করছি। বুকের মধ্যে কোথায় যেন হাহাকার-মৃত্যু চিন্তার হাহাকার। এই হাহাকার আরো বেড়ে যায় জোছনা রাতে। মমতাময়ী জোছনা আর নিভু নিভু কিছু নক্ষত্রের রাতে নিজেকে খুব একা মনে হয়। গভীর একাকিত্ব গ্রাস করে আমাকে। আসলেই তো,আমার তো আসলেই কেউ নেই। আমার মতন অনেক নিরামিষ-মানুষ নিঃসঙ্গ,অনেকটা আকাশ ভরা তারার মতন। অযুত-কোটি তারার মাঝেও প্রতিটা তারার চোখ ভরা গভীর বিষাদ-একাকিত্বের বিষাদ। একদিন সেইখানে ওদের মাঝে চলে যাবো,তাই পৃথিবীতে আর এখন বিষাদ খুঁজি না। নিষ্পাপ শিশুর আদ্রতামাখা হাসিমুখ খুঁজে বেড়াই...এইতো আমি। আরো অনেক বিচিত্র \'আমি\' কে আমি চিনি। সেসব নাহয় অন্য কোনো দিন লিখতে বসব !

কাঁচের দেয়াল › বিস্তারিত পোস্টঃ

শুনছ ঘুমন্ত?

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৩১

এইসব কতো রাত?
তারও গভীর থেকে গভীরে-
তল পেয়েও হাতড়ে মরা
ডুবন্ত নিশাচর থামে!

শুনছ?

গলির রাস্তায় প্রহরীর প্রশ্বাস..?
ধুঁকে চলা ঘড়ির কাঁটার
স্পন্দনও কতো তীব্র! শোনো,
কতো গাঢ়, কতো তিক্ত, বিস্বাদ..

ক্লান্ত ধূলোদের ঘুম ভাঙায়
কর্কশ ভারী দানবযান
নৈঃশব্দ্য ভাঙার কি আদিম উল্লাস!
অযথাই নষ্ট ঘুমের মতোন..

শুনছ?
ধূলোরা কাঁদছে?

মধ্যবিত্তের জং ধরা সিলিং ফ্যান হয়তো
ফুলস্পিডে ভোলাচ্ছে শতেক দীর্ঘশ্বাস..
কিংবা আশ্রয়হীন কিছু উইপোকাদের
জানলার কাঁচে টোকাটুকি..
শুনছ তো?

উনোপেটে জেগে থাকা
অভিমানি ছেলেটার ধরানো সস্তা বিড়ির ঘ্রাণ পাচ্ছো?
অথবা বেওয়ারিশ কুকুরের বোকা বুলি
শুনতে পাচ্ছো?

শুনতে পাচ্ছো তুমি?
নাকি ঘুমিয়ে পড়েছ?
অঘুমা নিশাচর সামান্যদের
ক্লান্ত ধূলোর মতোন জাগিয়ে..

শুনছ..
ধূলোরা কাঁদছে?

'শুনছ ঘুমন্ত?'
৩০/১০/২০১৪
পূর্বাহ্ন ২:২৬

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০০

শ. ম. দীদার বলেছেন: 'ধুঁকে চলা ঘড়ির কাঁটার
স্পন্দনও কতো তীব্র! শোনো,'

পুরো কবিতাটাই চমৎকার। ভালো থাকবেন।

২| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন ++++++++++

৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০১

অন্ধবিন্দু বলেছেন:
বাহ্ !

৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় বেশ লাগলো । :)

৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৯

সুমন কর বলেছেন: বেশ ভাল লাগল। ৪+।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৬

এহসান সাবির বলেছেন: দারুন!

৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৪১

কাঁচের দেয়াল বলেছেন: ধন্যবাদ সবাই :)

৮| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৫

অশ্রুত প্রহর বলেছেন: শুনছ ঘুমন্ত?

শুনছ?

শুনছ?

শুনছ তো?

ভালো লাগলো!!! :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.