নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে..

কাঁচের দেয়াল

আমি...খুব সাধারণ একটা ছেলে,নিরামিষ টাইপ। জন্মেছিলাম কোনো একদিন,এখন মৃত্যুর জন্যে নিজেকে তৈরী করছি। বুকের মধ্যে কোথায় যেন হাহাকার-মৃত্যু চিন্তার হাহাকার। এই হাহাকার আরো বেড়ে যায় জোছনা রাতে। মমতাময়ী জোছনা আর নিভু নিভু কিছু নক্ষত্রের রাতে নিজেকে খুব একা মনে হয়। গভীর একাকিত্ব গ্রাস করে আমাকে। আসলেই তো,আমার তো আসলেই কেউ নেই। আমার মতন অনেক নিরামিষ-মানুষ নিঃসঙ্গ,অনেকটা আকাশ ভরা তারার মতন। অযুত-কোটি তারার মাঝেও প্রতিটা তারার চোখ ভরা গভীর বিষাদ-একাকিত্বের বিষাদ। একদিন সেইখানে ওদের মাঝে চলে যাবো,তাই পৃথিবীতে আর এখন বিষাদ খুঁজি না। নিষ্পাপ শিশুর আদ্রতামাখা হাসিমুখ খুঁজে বেড়াই...এইতো আমি। আরো অনেক বিচিত্র \'আমি\' কে আমি চিনি। সেসব নাহয় অন্য কোনো দিন লিখতে বসব !

কাঁচের দেয়াল › বিস্তারিত পোস্টঃ

দলছুট রাত্রিকাব্য

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩৬

রাতভর তোমাদের অবিরাম মুঠোফোনে
নিশ্চুপ ছোটাছুটি করে ক্লান্ত
লিথিয়াম-আয়ন..
অজানা ব্যস্ততায় হাঁপিয়ে ওঠা শব্দগুলো
আবার জন্ম নেয়- সুখি হতে চেয়ে
চারকোনা আলোর বাকশোতে কান পাতে..

তোমাদের সব কথা সব গান শেষ হয়
স্তিমিত হয় তোমাদের স্বরতন্ত্রী,
ভোর ফোটে বুঝি এই!
তবে তার খানিক আগে-
বাড়ির পথভোলা দলছুট কাকের কন্ঠ শুনে
আমি পাতার পর পাতা কলমের দাগ কাটি।

তোমাদের কাছে যার কোনও অর্থ নেই
ছিলোনা সেদিনও,
এই জেনে আমিও বড়ো সুখি!
বিভ্রান্ত কাকের মতো পথ ভুলে উড়ি
দলছুট- রাতের কুয়াশায়
যেখানে অমূল্য নীরবতাময়, সেখানে!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪৮

অতঃপর জাহিদ বলেছেন: খুব ভালো লাগলো, অনেক অনেক শুভ কামনা রইলো।

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩৮

ইউক্লিডের ব্লগ বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৬

সরদার হারুন বলেছেন: সুন্দর হয়েছে ।

+++++++++++++++++++

৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৩

অপ্রকাশিত কাব্য বলেছেন: ভালো হয়েছে। রাতজাগা কাব্য

৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪১

সোহেল আহমেদ পরান বলেছেন: সুন্দর .। ভালো লাগলো

৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

 বলেছেন: খুব ভাল লাগলো।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৮

কাঁচের দেয়াল বলেছেন: সবাইকে ধন্যবাদ

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

সরদার হারুন বলেছেন: আমাদের মন্তব্যের পরে লেখকের কোন জবাব নেই কেন ?
তবে কি লেখাটা তার নিজেন নয় ?

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৩

কাঁচের দেয়াল বলেছেন: ভাই, লেখা নিজের সন্তানের মতো। আর এমন মন্তব্য পড়ে খারাপ লাগলো তাই। ব্যস্ততায় সবাইকে উত্তর দেয়াটা একটু কঠিন ছিলো। তার মানে অবশ্যই এই না যে এটা নিজের লেখা না! যাহোক, তারপরেও ধন্যবাদ

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৮

কলমের কালি শেষ বলেছেন: খুব ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.