নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে..

কাঁচের দেয়াল

আমি...খুব সাধারণ একটা ছেলে,নিরামিষ টাইপ। জন্মেছিলাম কোনো একদিন,এখন মৃত্যুর জন্যে নিজেকে তৈরী করছি। বুকের মধ্যে কোথায় যেন হাহাকার-মৃত্যু চিন্তার হাহাকার। এই হাহাকার আরো বেড়ে যায় জোছনা রাতে। মমতাময়ী জোছনা আর নিভু নিভু কিছু নক্ষত্রের রাতে নিজেকে খুব একা মনে হয়। গভীর একাকিত্ব গ্রাস করে আমাকে। আসলেই তো,আমার তো আসলেই কেউ নেই। আমার মতন অনেক নিরামিষ-মানুষ নিঃসঙ্গ,অনেকটা আকাশ ভরা তারার মতন। অযুত-কোটি তারার মাঝেও প্রতিটা তারার চোখ ভরা গভীর বিষাদ-একাকিত্বের বিষাদ। একদিন সেইখানে ওদের মাঝে চলে যাবো,তাই পৃথিবীতে আর এখন বিষাদ খুঁজি না। নিষ্পাপ শিশুর আদ্রতামাখা হাসিমুখ খুঁজে বেড়াই...এইতো আমি। আরো অনেক বিচিত্র \'আমি\' কে আমি চিনি। সেসব নাহয় অন্য কোনো দিন লিখতে বসব !

কাঁচের দেয়াল › বিস্তারিত পোস্টঃ

ব্র্যাকেটের কথা

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

আজাইরা প্রশ্ন করার ক্ষেত্রে মানুষ একটি 'উস্তাদ' লেবেলের প্রাণী। উদাহরণ নিম্নরূপ -



শপিং মলে পরিচিত কারো সাথে দেখা হলে..

- আরে!! তুই এইখানে? কি করছ?

- এইতো.. ( আমি ধান সিদ্ধ দিয়া এইখানে নিয়া আসছি এসিতে ঠান্ডা হওয়ার জন্যে..মার্কেটের এসিটা বেশ ঠান্ডা তো... :| )



অথবা, বাইরে থেকে ফিরে বাসার দরজা দিয়ে ভেতরে ঢুকছি এমন সময়-

- কি.. বাইরে গেসিলা নাকি?

- এইতো... (না আমি প্রতিবেলা খাবার আগে দরজা দিয়া পাঁচবার কইরা ঢুকি আর বাইর হই :/ )



নিরিবিলি বসে কানে হেডফোন গুঁজে গান শুনছি, এমন সময় সামনে এসে কেউ কিছু বলছে। হেডফোন নামাতেই..

- কি করো? গান শুনতেসো? ও আচ্ছা।

- হুমম.. (নাহহ! গান শুনব কেন? নষ্ট হেডফোন কানে লাগায়ে বসে আছি। আমার কানে বাতাস ঢুকে তো তাই :/ )



মাঝে মাঝে বাসার ল্যান্ডলাইন থেকে অনেককে ফোন করি। ধরেই বলে-

- দোস্ত কই তুই?

- আমি বাসায় ( আমি বাজারে। ল্যান্ডলাইনের তার গলায় পেচায়ে লাউশাক কিনতেসি। দুই আটি বিশ টাকা :| )



সবকিছুর চাইতে অধিক বিরক্তি লাগে যখন ফেসবুকে কেউ কেউ..

- কি করো?

- এইতো... ( ডিম বেচি। অনলাইন ডিম ট্রেডিং )



ব্র্যাকেটের কথাগুলা কাউকে বলতে পারিনা। সেই ক্ষমতা সবার থাকেনা। আমিও তাদেরই একজন :(

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

পাগলামৃদুল বলেছেন: এক্কেবারে খাঁটি কথা বলেছেন।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

বিজ্ঞান মনস্ক বলেছেন: শেষেরটা বেশি অস্থির :D

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০

কাঁচের দেয়াল বলেছেন: প্রশ্নটাও চিত্ত অস্থির করার মতোন

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শপিং মলে পরিচিত কারো সাথে দেখা হলে..
- আরে!! তুই এইখানে? কি করছ?
- এইতো.. ( আমি ধান সিদ্ধ দিয়া এইখানে নিয়া আসছি এসিতে ঠান্ডা হওয়ার জন্যে..মার্কেটের এসিটা বেশ ঠান্ডা তো... :| )


এটা নাইস হইছে :)

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০

কাঁচের দেয়াল বলেছেন: :)

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

জ্যানাস বলেছেন: ল্যান্ড লাইনে কোথায়???
আমি জ্বিনের বাদশাহ!!!

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪০

মুক্তকণ্ঠ বলেছেন: পাগলামৃদুল বলেছেন: এক্কেবারে খাঁটি কথা বলেছেন।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৬

এনামুল রেজা বলেছেন: হাসবো না কাঁদবো? X( ;) :) B-))

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৯

কাঁচের দেয়াল বলেছেন: ভেটকান ভাই! কান্দার টাইম কই :P

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০

এনামুল রেজা বলেছেন: হাহাহাহা। লেখাটা পড়ে যথেষ্ট বিনোদন পাইসি। (ইয়ে, বেদনাও :( )

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৩

কাঁচের দেয়াল বলেছেন: বেদনা বিনোদনে কাটাকাটি। ফলাফল শূন্য মানে আপনি লেখাটা পড়ে কিছুই পান নাই ;)

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮

এনামুল রেজা বলেছেন: পেয়ে কিলাভ? এ জোগোতে পেয়ে লাভ নেই বন্ধু.. =p~

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৪

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ ;) :P :P |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.