নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে..

কাঁচের দেয়াল

আমি...খুব সাধারণ একটা ছেলে,নিরামিষ টাইপ। জন্মেছিলাম কোনো একদিন,এখন মৃত্যুর জন্যে নিজেকে তৈরী করছি। বুকের মধ্যে কোথায় যেন হাহাকার-মৃত্যু চিন্তার হাহাকার। এই হাহাকার আরো বেড়ে যায় জোছনা রাতে। মমতাময়ী জোছনা আর নিভু নিভু কিছু নক্ষত্রের রাতে নিজেকে খুব একা মনে হয়। গভীর একাকিত্ব গ্রাস করে আমাকে। আসলেই তো,আমার তো আসলেই কেউ নেই। আমার মতন অনেক নিরামিষ-মানুষ নিঃসঙ্গ,অনেকটা আকাশ ভরা তারার মতন। অযুত-কোটি তারার মাঝেও প্রতিটা তারার চোখ ভরা গভীর বিষাদ-একাকিত্বের বিষাদ। একদিন সেইখানে ওদের মাঝে চলে যাবো,তাই পৃথিবীতে আর এখন বিষাদ খুঁজি না। নিষ্পাপ শিশুর আদ্রতামাখা হাসিমুখ খুঁজে বেড়াই...এইতো আমি। আরো অনেক বিচিত্র \'আমি\' কে আমি চিনি। সেসব নাহয় অন্য কোনো দিন লিখতে বসব !

কাঁচের দেয়াল › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নকাব্য

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৮

আমি চোখভর্তি নীল আর বুকভর্তি সবুজ চেয়েছি
আর বহুদিন ধরে গুটিয়ে রাখা
খসখসে নিস্প্রাণ আঙুলে
ঘুম ভেঙে পরম নির্ভরতার স্পর্শ!
অথবা বারান্দার সবটুকু প্রিয় রোদ
একটা লাল পেড়ে শাড়ির আঁচলকেই
প্রাণখোলা হাসিমুখে ছেড়ে দেব রোজ..
সত্যি বলছি, আমি সেই ছায়া-সুখই চাই!
এই কি অনেক বেশী?
পুরোনো ভাঙা এই পাথরটাকে একটু
জুড়ে দিতে পারো ঈশ্বর?
ভাঙার ভয় নেই, শুধু ধূলো হয়ে উড়ে যেতে ভয়!
সত্যি বলছি,
আমি শুধু চোখভর্তি নীল আর বুকভর্তি সবুজ চেয়েছি....

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৫

একজন সৈকত বলেছেন:

"আমি শুধু চোখভর্তি নীল আর বুকভর্তি সবুজ চেয়েছি...."
সুন্দর ------

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: খুব ভাল লিখেছেন

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯

কাঁচের দেয়াল বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.