নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমগীর হোসেন আবীর

আলমগীর হোসেন আবীর

আলমগীর হোসেন আবীর › বিস্তারিত পোস্টঃ

দিনগুলি

০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

আর খেলতে যাবি কখনো?

সারাদিন শুধু খেলা আর খেলা

এর ওর সাথে ঝগড়া

মা পেটাতে পেটাতে বলত

ছোট মামার কিনে দেওয়া ব্যাটটি

টুকরো টুকরো করে একদিব আগুনে দিল

তারপর লুকিয়ে লুকিয়ে কাঁদল

মায়ের চোখে জল দেখে

ব্যাটের শোক ভুলে গেলাম

মনকে শক্ত করে শপথ নিলাম

মাকে কষ্ট দিব না আর

ভবঘুরে ছেলেটা হঠাত ঘরমুখী হলো

বন্ধুরা সব অবাক হয়

কি হল তোর?

হঠাত বদলে গেলি?

মা খুশি হয়ে বলে

আ্মার লক্ষ্মী ছেলে।



উচ্চ মাধ্যমিক শেষে

ভার্সিটিতে ভর্তি হলাম

মা চিঠি লিখত-

তোর পোষা টিয়া কিছু খায় না বাবা

শুধু তোর নাম ধরে ডাকে

হঠাৎ একদিন শুনলাম

খাঁচা কেটে উড়ে গেছে আমার পোষা টিয়া



পড়ালেখা শেষ

শুরু হল কর্মজীবন

ফেরার সময় হয়নি আর

সেই খেলার মাঠে

বাল্য বন্ধুদের মাঝে

গাঁয়ের সেই চিরচেনা পথে।



তোমার স্বপ্ন পূরণ হয়েছে মা

তোমার চিকন টুনির পিটুনি

আজও শরীরে টের পাই

আমি একে শাসন বলি না

ও হলো মায়ের ভালবাসা

সেই ভালবাসাই তোমার ছেলেকে বড় করেছে আজ

ডিজিটাল সভ্যতা যাকে বড় বলে

তোমার কাছে আজ একটা চাওয়ার আছে মা

বৃষ্টির দিনে আম কুড়ানোর আনন্দ

পাখি ধরার সেই দিন

আমার বাল্য বন্ধুদের

ক্রেকেট খেলার সেই দিনগুলি

আমাকে ফিরেয়ে দাও মা

এনে দাও আমার সেই প্রাণের টিয়া পাখি।



জানি মা তা কখনো তুমি পারবে না

কারন তুমিই বলতে-

সময়ের কাজ সময়ে করতে হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.