নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু সিদ

আবু সিদ › বিস্তারিত পোস্টঃ

ভিন্ন চিন্তারা

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০২

একটি ভিন্ন-চিন্তা ঘুরে বেড়াচ্ছিল
এঁদো ডোবা আর পুকুরের গায়,
আমি তাকে দেখতে পেয়ে তৎক্ষনাৎ
গিলে খাই যেন সে কোনক্রমে অতিক্রম করে
মানব মলাশয় নিমেষে আবর্জনায় মিশে যায়।

ভিন্ন চিন্তার একটি সুগঠিত দল মেতেছে তখন
খোশ গল্পে - জোনাকী সহ চৌরাস্তার মাথায়।
তারা চিন্তাটাকে গিলে ফেলতে দেখে
আফসোস করে উঠল বলে, ভিন্ন চিন্তাটা
খুঁজছিলো আশ্রয় কোনো এক মানুষের মাথায়।
বলল তারা অনেক ক্ষেদে, মানব মনের ¯্রােতে
ভেসে আমরা ভিন্ন-চিন্তারা বাঁচি ও বংশ বাড়ায় -
অন্য কোথাও পারি না বাঁচতে আমরা
যেমন জলেই স্থিতি মাছের, বাঁচে না সে ধরায়।

ভিন্ন চিন্তারা সব এখন বেড়াচ্ছে ঘুরে বেওয়ারিশ
আশ্রয়হীন নর্দমা নালায়। পোকায়-কাটা
শস্যক্ষেতেও আমি দেখেছি তাদের। ঘুরে বেড়াচ্ছে
তারা নিতান্ত অপ্রস্তুত এই পৃথিবীর পরতে পরতে
পরিত্যক্ত বিহ্বল ঘর গৃহ আশ্রয়হারা।

আমরা মানুষ অস্থির, ভয়ে জড়সড়;
কখন কোন ভিন্ন চিন্তার জোয়ারে বা ফেঁসে যাই!
কে জানে কোন চিন্তাটা না-জায়েজ আবার
কোন বংশ গোত্র বা গোষ্ঠীর কাছে!
অদৃশ্য বাতাসের কোমল তরঙ্গেও ভয়ের কঙ্কাল
তার সর্বগ্রাসী ছায়া ফেলে। আজ তাই
বড় বেশী সাবধান সতর্ক মানুষের জাত,
কি জানি কোন ভিন্ন-চিন্তার খপ্পরে
প্রাণটাই বলি যায় সক্রেটিস গ্যালিলিও
বা নাম-না-জানা কোনো চিন্তকের মতো
ঘরে বাইরে গোরস্তান বা শ্মশানের মাথায়!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২০

কথাকথিকেথিকথন বলেছেন: ভালো কিছুর জন্য ভিন্ন চিন্তার আবশ্যিকতা রয়েছে । নয়তো পৃথিবীর আগানোর পথ স্থির হয়ে যেত । তবে এতে রয়েছে অনেকের ত্যাগ, নিজকে বলিদান । তবুও ভিন্ন চিন্তা করতে হবে, তবেই তো অমর হওয়া যায় ।

সুন্দর কবিতা ভালো লেগেছে ।

২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

আবু সিদ বলেছেন: আপনার চমৎকার মতামতের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.