নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বই পড়তে খুব ভালো লাগে। সত্যিকারের সাহিত্য বলতে যা বোঝায় তা আমার কাছে সবসময় প্রিয়। আর জীবনের কথা লিখতে ভালো লাগে।

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক

যৌবনে-জীবনে একজন আউট-ল হওয়ার ইচ্ছা ছিল। ইচ্ছাটা এখনও আছে। কিন্তু সময় ও সুযোগ পাচ্ছি না। তাই, নিরুপায় হয়ে এখন মানুষ হওয়ার চেষ্টা করছি। মানুষ হওয়ার জন্য আমার এই সংগ্রাম আজীবন-আমৃত্যু অব্যাহত থাকবে। দেশপ্রেমকে জীবনের শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করি। আমার দেশ বাংলাদেশ আমার কাছে ধর্মের মতোই প্রিয়। তাই, ভালোবাসি বাংলাভাষা, বাঙালি ও বাংলাদেশ। আর রাজাকারদের কোনো ক্ষমা নাই।

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে দেশপ্রেমিকের বড় অভাব

১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯




অনেকেই এখন দেশপ্রেমের শুধু ভান করে থাকে। আর কিছু ফাঁকা-বুলি দিয়ে মানুষের মন জয় করতে চায়। আর দেশের মানুষগুলোও যা হয়েছে না! এরা লাভের ও স্বার্থের একটুখানি সুযোগ পেলে অমনি কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে। মানুষ এখন কুকুরের মতো লোভী হয়ে গেছে। এই মানুষকে ভালো বানানো খুবই কঠিন কাজ। তবুও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। পশুত্ব আর মনুষ্যত্ব আজ একসঙ্গে চলতে পারে না। আর তাই, মানুষকে এখন এর যেকোনো একটি ধরতে হবে। আর যাবতীয় ভণ্ডামি ও শয়তানী ছেড়ে দিয়ে ভালো হতে হবে। আর তাদের দেশের কথা, মানুষের কথা ভাবতে হবে।

শয়তানী করে কে কতবড় হয়েছে? সুলতান মাহমুদ, হালাকু-চেঙ্গিস খাঁ, হিটলার, মুসোলিনি কেউই জোর করে বড় হতে পারেনি। এদের মতো নিষ্ঠুর অসুরেরও পতন হয়েছে, মৃত্যু হয়েছে, আর রাজত্বও শেষ হয়েছে। তাই, শয়তানী ছেড়ে দিয়ে মানুষকে আবার মানুষ হতে হবে। এইসব মানুষের এখন মৃত্যুচিন্তা নাই। এরা সারাক্ষণ দুনিয়ালোভে ব্যস্ত। এদের চাই অর্থ, ক্ষমতা, প্রতিপত্তি, বাড়ি-গাড়ি ও নারী। ভোগই এদের প্রধান আকর্ষণ।

৩০লক্ষ শহীদের দেশ এটি। তবুও এখানে দেশপ্রেমিকের বড় অভাব! এর চেয়ে বড় দুঃখের আর কী আছে আমাদের জীবনে? নিজের স্বার্থটাকে জলাঞ্জলি দেওয়ার সৎসাহস ও আন্তরিকতা মানুষের মধ্যে কবে আবার জন্মলাভ করবে? কবে এই দেশের মানুষ আবার কমপক্ষে ৮০ভাগ দেশপ্রেমিক হবে? আর মানুষকে দেশপ্রেমিক হতেই হবে।

ভোটের সময় দেখা যায়, এইসব মানুষের নোংরা, জঘন্য ও বিকৃত চেহারা। এরা একেকটা ক্ষমতার জন্য একেবারে লালায়িত। সস্তা ভোট-লাভের জন্য এরা নীতি-নৈতিকতা ও মনুষ্যত্ব বিসর্জন দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছে না। তবুও এদের ভোট চাই!

এখন রাজনীতি করলেই তাকে নেতা সাজতে হবে। কারও যেন কর্মী হতে ইচ্ছে করে না। সবাই এখন নেতা হতে চায়। সবাই চেয়ারম্যান, এমপি, মিনিস্টার ইত্যাদি হওয়ার জন্য একেবারে উন্মাদ হয়ে আছে। অধিকাংশ মানুষই আজ মনে করে, রাজনীতি করলে তাকে এমপি-মিনিস্টার হতেই হবে। এগুলো আসলে পাগলামি ও মনোবিকৃতির ফল। আদর্শ বলে এখন কিছু-আর চোখে পড়ে না। সবার চোখেমুখে কেবলই দেখতে পাচ্ছি লোভের আগুন। এদের আগুনে বাংলাদেশ আবার পুড়বে নাতো!

বাংলাদেশে দেশপ্রেমিক-নাগরিকের বড় অভাব। মুখে-মুখে এখন অনেকেই দেশপ্রেমের কথা বলে থাকে। জানি, এসব তাদের ভান মাত্র। এদের মতো লোভী ও ভণ্ডদের পাশে দাঁড় করিয়ে দিতে হবে সৎ, সাহসী, বিনয়ী, নির্লোভ ও দেশপ্রেমিক মানুষকে। এরা শুধু বাংলাদেশের ও বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলবে। জয় হোক বাঙালির।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: শুধু রাজনীতিবিদরাই দেশ প্রেমিক। বাকি সব ফাউ।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: রাজনীতিবিদদের মধ্যেও দেশপ্রেমিক আছেন। কিন্তু আমরা সাধারণ মানুষজনেরাও অনেকে দেশকে ভালোবাসি না। তাই, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, দেশের ক্ষতি করি আর দেশের শত্রুদের পাশে থাকি।

ধন্যবাদ ভাই। আর শুভেচ্ছাও।

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: দেশপ্রেমিক আছে। যারা আছে তারা কোন ক্ষমতার লড়াই করেনা। তারা কোন পেপারের হেডলাইনে থাকে না তারা নীরবে দেশের সেবা করে। যাদের দেখে আপনি বললেন দেশ প্রেমিক নাই। তারাতো খবর আর পত্রিকার হেডলাইন। আর কিছুনা

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: দেশে দেশপ্রেমিকের অভাব আছে। কিন্তু দেশপ্রেমিক নাই, একথা বলিনি। আর বলার স্পর্ধাও আমার নাই। তবে পরিমাণ কমে যাচ্ছে। এদের সংখ্যা বাড়াতে হবে।

রাজনীতিতে এখন ভণ্ডনেতার সংখ্যা বাড়ছে। এদের প্রসঙ্গেই মূলত কথাটি এসেছে।

আপনাকে অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: দেশে এমন মুক্তিযোদ্ধা ও আছে যারা ভাতাও নেয়না। বলে আমরা বিনিময় চাইনা। দেশ ভালো থাকুক। তারা কোঠা কে ব্যবহার ও করেনা। অনেকে তো নিজের সম্পদ দেশ, স্কুল কলেজের নামে দিয়ে দেয় আমার লেখায় এমন কয়েক জনের কথা আমি উল্লেখ করেছি।।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: হু, কথা সত্য। এমন লোকজন আছে। কিন্তু তাদের সংখ্যা কত?

এখনও রাজাকারদের দম্ভ দেখি! কী বলবেন ভাই? রাজাকাররা কখনও দেশপ্রেমিক হতে পারে?
আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

খাঁজা বাবা বলেছেন: বস তুসি গ্রেট হো

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা আর শুভকামনা।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন: এর কারন টেক্সট বুক পড়ে দেশ প্রেমিক হওয়া যায় না,
সামনে আদর্শ রাখতে হয়, বাস্তব আদর্শ

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: পাঠ্য বইটা তবুও মনোযোগ দিয়ে পড়লে কিছুটা হতো। কিন্তু তাও তো করে না।

আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



আপনি নিজে দেশ-প্রেমিক কিনা? যদি নিজকে দেশ-প্রেমিক ভাবেন, কি কি কারণে ?

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: আমি দেশপ্রেমিক।

তার কারণ,

১. আমি অসৎ কাজে লিপ্ত নই।
২. আমি কোনোপ্রকার দুর্নীতি করি না।
৩. আমি দেশের শত্রুদের সঙ্গে আপস করি না।
৪. আমি সামান্য একজন শিক্ষক। বেতন-ভাতা যা পাই তা-ই নিয়ে সন্তুষ্ট।
৫. আমি সুদ-ঘুষ খাই না।
৬. আমি একাত্তরের যুদ্ধাপরাধীদের ভোট দেই না।
৭. আমি নিয়মিত বই পড়ি।
৮. দেশের মানুষের প্রতি আমার ভালোবাসা আছে।
৯. দলমত নির্বিশেষে যেকোনো খারাপ লোককে আমি ঘৃণা করি।
১০. আমি সবসময় অসাম্প্রদায়িক।...

৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

হাবিব বলেছেন: সত্যিই অভাব..........

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইলো।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো লিখেছেন। সহমত।

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা নিবেন ভাই।

৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৫

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: ভালো লাগলো।

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা ভাই।

১০| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৮

ভগবান গণেশ বলেছেন: ভালো লেগেছে। +++++

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০২

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ দাদা।

শুভেচ্ছা ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.