নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধার রাত

আঁধার রাত › বিস্তারিত পোস্টঃ

পিঁপড়া বিদ্যা ভয়ংকর।

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৭

হঠাৎ করেই শেষ হয়ে গেল সিনেমাটা। মিঠুর বোনের মতই আমারও প্রশ্ন ভাই তুমি কি সত্যিই পাগল হয়ে গেছ, নাকি অভিনয় করছ? এমন সময় ছবিটা শেষ হয়ে গেল।
পিঁপড়া বিদ্যা সিনেমাটা মুলত অতি সাধারন উচ্চ শিক্ষিত বেকার ছেলে মিঠুকে কেন্দ্র করে আর্বতিত হয়েছে। আর তাতে জ্বালানী জুগিয়েছে সেভেন স্টার এমএলএম কোম্পানী যার পরিচালক আবার একজন সাবেক সেনাপ্রধান(ডেসটিনির নাম তো সরাসরি বলা যায় না), এবং নায়িকা রিমা(শীনা চৌহান) যার মোবাইল ফোন হারিয়ে গিয়েছে, মোবাইল ফোনের মধ্যে তার শিডিউল আর জরুরী কিছু ফাইল(তার কামের ভিডিও-- প্রভা চৌতির নামতো সরাসরি নেওয়া যায় না) আছে।
বেকার মিঠুর মগজ ধোলায়ের শেষে মানুষকে কোটি পতি হওয়ার স্বপ্ন দেখাবে কিন্তু তার মোবাইল যদি ইলাস্টিক দিয়ে বাঁধা থাকে তাহলেতো মানুষ তার কথা বিশ্বাস করবে না। ভালো দামী মোবাইল কিনতে হবে। এ মোবাইল কিনতে গিয়ে এক মোবাইল চোরের কাছ থেকে পঁয়ত্রিশ শত টাকা দিয়ে চোরাই মোবাইল কেনেন। সেখানেই নায়িকার কিছু কামের ছবি পান।
তারপর ঘটতে থাকে নানান ঘটনা। ব্লাকমেইল বলব কি? জানি না। আমি ও আর বলব না। মজা নষ্ট হয়ে যাবে। চরম সুন্দর কিছু ডায়লগ আছে।
ব্যক্তিগত ভাবে মনে করি আমার টাকা গচ্ছা যাই নাই। আমি আরো অনেকবার ছবিটা দেখব। ফারুকী দিওয়ানা বানাইয়া দিলি রে আবার।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩০

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: অস্কার পাইবো নাকি ভাই???

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৪

আঁধার রাত বলেছেন: না ভাই অস্কার পাইবো না।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

সুমন কর বলেছেন: ;)

৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: ফারুকি পেমে দিওয়ানা ! ;)

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ছোট হলেও আগ্রহোদ্দীপক রিভিউ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.