নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল অাহসান

নাজমুল অাহসান › বিস্তারিত পোস্টঃ

প্রথম পাঠ

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩


আমি ছিলাম চৈত্রের কাকের মতো।
তেজপাতার মতো পাতলা দুটি পায়ে ভর করে
তুমি এলে। বললে তোমার কথা যত।
তোমার জ্ঞানের কথায় আমার মন ছিলনা
আমি কান দিয়ে নয়, চোখ দিয়ে শুনছিলাম তোমার কথা।

লাল টক টকে আবির মাখা মুখ
বড় বড় নীল দুটি তীক্ষ্ণচোখ
পুরুষ্টু গরদানে সোনার মটরদানা হার
গোড়ালি ছুঁই ছুঁই করা রেশম চুলের বাহার
নাকের ডগায় চিনির দানারমতো জর্দাঘাম!
আমি অদ্ভুত সুখে আদবোজা চোখে তোমায় দেখছিলাম।

মাথা নোয়াবার তালে টিংলিং করছিলো তোমার
কানের ওই ঝুমকোদুল।
দখিনাবাতাস,ঠুংরিরমোচড়,তবলারবোল
সবকিছুই তাই আবোল তাবোল!
তুমি হাসছো তোমার চোখ হাসছে চুড়ির রিনিঠিনি বাজিতে
কোটিমানুষ কোটি জগতে
আমি ছিলাম তোমার পাগল করা হাসিতে।
সে আমার প্রথম প্রেমের প্রথম পাঠ-
প্রথম বর্ষারজল মোর চৌচিরে জমিতে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: অদ্ভুত সুন্দর শব্দ চয়ন ও উপমা। ++++++++

ভালো লাগলো খুব ।

শুভ ইংরেজি নববর্ষ !:#P

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

নাজমুল অাহসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ, Happy new year

২| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.